ফেনীর ছাগলনাইয়া থেকে করিম উল্যাহ ওরফে কালামিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।
বুধবার ভোরে উপজেলার বাঁশপাড়া এলাকার বাজারের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত করিম উল্যাহ উপজেলা পৌরসভার বাঁশপাড়া গ্রামের জমাদারবাড়ির রাজা মিয়ার ছেলে। তার ছাগলনাইয়া বাজারে একটি কনফেকশনারি দোকান রয়েছে।
নিহত করিম উল্যাহর ছেলের বউ নুরের নাহার জানান, মঙ্গলবার রাত ১১টায় তার শ্বশুর দোকান থেকে বাড়ি না ফিরে আসায় তার নম্বরে একাধিক বার ফোন করা হয়।
ফোন না ধরায় তারা নিজেরা দোকানে যান। দোকান খোলা থাকলেও করিম উল্যাহ ছিলেন না। পরে নিজেরাই দোকান বন্ধ করেন।
তিনি আরও জানান, তার শ্বশুরের সঙ্গে কারোকোনো বিরোধ ছিল না।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেই পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ছাড়া লাশের মাথাসহ শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।