কিশোর খুন
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর খুনের অভিযোগ
যশোর শহরের চুড়িপট্টিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কাপড়ের দোকানের কিশোর কর্মচারী খুনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে রফিকুল স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
কাপড়ের দোকানের কিশোর কর্মচারী রাজিব (১৭) শহরতলীর ঝুমঝুমপুর এলাকার বাদল খানের ছেলে এবং চুড়িপট্টি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু
চুড়িপট্টির ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক দোকান থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হেমেন্ত পোদ্দার জানান, রাত সোয়া ৮টায় ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
যশোর কোতোয়ালি থানার ইন্সেপেক্টর (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে পুলিশ হত্যাকারীদের চিহিৃত করতে পেরেছে। তাদের আটকে পুলিশ অভিযানে রয়েছে।
আরও পড়ুন: দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রামেক হাসপাতালের চিকিৎসক গোলাম কাজেম নিহত
বগুড়ায় ছুরিকাঘাতে পলিটেকনিকের ছাত্র নিহত, আহত ২
১১ মাস আগে
গেম নিয়ে দ্বন্দ্ব, বন্ধুর ছুরিকাঘাতে কিশোর খুন
বগুড়ার শিবগঞ্জে ফ্রি ফায়ার গেমস এর আইডি নিয়ে দ্বন্দ্বে এক বন্ধুকে গলাকেটে হত্যা করেছে আরেক বন্ধু। বুধবার দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ ঘটনায় জড়িত বন্ধুকে ঢাকার মনিপুরীপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি ও জ্যাকেটও উদ্ধার করেছে ডিবি পুলিশ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শকসহ আহত ২
হত্যাকাণ্ডে জড়িত কিশোর অপ্রাপ্ত বয়সের হওয়ায় তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সে বগুড়া শহরের একটি বেসরকারি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
হত্যার শিকার কিশোর সিফাত বগুড়া শহরের নূরানীমোড় এলাকার শাহ আলমের ছেলে।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, মোবাইল গেম 'ফ্রি ফায়ার' খেলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে। ওই গেমের আইডি ও পাসওয়ার্ড না দেয়ার কারণে সিফাতকে নৃশংসভাবে খুন করে তারই কিশোর বন্ধু।
তিনি জানান, সিফাতের কাছ থেকে কৌশলে তার কিশোর বন্ধু ফ্রি ফায়ার গেমের আইডি ও পাসওয়ার্ড নেয়। সিফাত ওই গেম তার কিশোর বন্ধুর কাছে বারবার ফেরত চাইলে সে দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে কয়েকজন বন্ধুর সহায়তায় সিফাত ওই গেম আইডি ফেরত নেয়।
২৫ ডিসেম্বর সিফাত তার বোনের মুঠোফোন ঠিক করতে বাহিরে আসে। এ সময় হত্যাকারী ওই কিশোর বন্ধু তাকে নিজ দাদার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে জেলার শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর নিয়ে যায়। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে ওই স্থানে এক বাঁশ বাগানে সিফাতকে নিয়ে গিয়ে প্রথমে গলায় ধারালো চাপাতি দিয়ে আঘাত করে ওই কিশোর বন্ধু। সিফাত এ সময় মাটিতে পড়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও বাম হাতের রগ কেটে হত্যা করে।
হত্যার পরেরদিন পুলিশ লোকমুখে খবর পেয়ে শিবগঞ্জ উপজেলার নিশ্চিতপুর থেকে সিফাতের লাশ উদ্ধার করে। পরে বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলে পুলিশ তদন্ত শুরু করে।
হত্যাকাণ্ড শেষে ওই বন্ধু ঢাকায় পালিয়ে মনিপুরী পাড়ায় আশ্রয় নেয়।
পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের একমাত্র আসামি সিফাতের বন্ধু অপ্রাপ্ত বয়স্ক। এ ঘটনায় আরও তদন্ত চলছে।
আরও পড়ুন: কক্সবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
বগুড়ায় ‘বিলিয়ার্ড’ খেলতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত
১ বছর আগে
সিলেটে ছুরিকাঘাতে কিশোর খুন!
সিলেট নগরীর জল্লারপাড় পয়েন্টে বৃহস্পতিবার রাতে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
নিহত আরমান হোসেন (১৭) ওই এলাকার ব্যবসায়ী আবুল কালাম আজাদের ছেলে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে এবং ময়মনসিংহের একটি স্কুলের ছাত্র।
আরও পড়ুন: বেয়াইনকে বিয়ে করায় ভাড়াটে খুনি দিয়ে বন্ধুকে হত্যা!
নিহতের বাবা আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার ছেলে আরমান বাসা থেকে ওরস্যালাইন আনার জন্য জল্লারপাড় পয়েন্টে যায়। সেখানে যাওয়ার পর পরই তার পূর্ব পরিচিত ছয়জন ছেলে তাকে ডেকে নিয়ে পয়েন্ট সংলগ্ন এলাকায় উপর্যুপরি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। এ সময় তার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
আরও পড়ুন: খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নারী খুন
ওসি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিপলু নামক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাছাড়া নিহতের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ ১৫-১৬ জনকে আসামি করে সিলেট কতোয়ালি থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২ বছর আগে
রাজধানীতে কিশোরকে খুন করে মোটরসাইকেল ছিনতাই
রাজধানীর ওয়ারী এলাকায় এক কিশোরকে কুপিয়ে হত্যা করে রবিবার তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে কয়েকজন দুর্বৃত্ত।
৪ বছর আগে