সিলেট নগরীর জল্লারপাড় পয়েন্টে বৃহস্পতিবার রাতে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
নিহত আরমান হোসেন (১৭) ওই এলাকার ব্যবসায়ী আবুল কালাম আজাদের ছেলে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে এবং ময়মনসিংহের একটি স্কুলের ছাত্র।
আরও পড়ুন: বেয়াইনকে বিয়ে করায় ভাড়াটে খুনি দিয়ে বন্ধুকে হত্যা!
নিহতের বাবা আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার ছেলে আরমান বাসা থেকে ওরস্যালাইন আনার জন্য জল্লারপাড় পয়েন্টে যায়। সেখানে যাওয়ার পর পরই তার পূর্ব পরিচিত ছয়জন ছেলে তাকে ডেকে নিয়ে পয়েন্ট সংলগ্ন এলাকায় উপর্যুপরি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। এ সময় তার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
আরও পড়ুন: খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নারী খুন
ওসি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিপলু নামক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাছাড়া নিহতের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ ১৫-১৬ জনকে আসামি করে সিলেট কতোয়ালি থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।