জামাই
‘ভিডিও কলে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখায় জামাই’
চাঁদপুরের হাজীগঞ্জে ইভা আক্তার নামে এক গৃহিণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সোহেলকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) হাজীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইভা আক্তার হাজীগঞ্জ সদর ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের প্রবাসী খোকনের মেয়ে। আর আল-কাউসার মাদ্রাসা নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক স্বামী সোহেল মতলব উত্তর উপজেলার বাসিন্দা।
পরিবারের দাবি ইভাকে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর পুলিশ ইভার স্বামী মো. সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পরিবাবার ও স্বজনরা অভিযোগ করছে, পাঁচ মাস আগে পারিবারিকভাবে সোহেলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী যৌতুক হিসেবে ফার্নিচারসহ বিভিন্ন জিনিসপত্রের জন্য চাপ-সৃষ্টি ও মানসিক নির্যাতন করে আসছে। যে কারণে ইভাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
আরও পড়ুন: নবীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ইভার মা তাহমিনা জানান, সকালে আমি জামাতা (সোহেল) ফোন করলে তিনি রিসিভ করেননি। পরে আমার ছেলেকে
পাঠাই এবং জামাতাকে ভিডিও ফোন দেই। তখন জামাই ঝুলন্ত অবস্থায় ইভার লাশ দেখায়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
৯ মাস আগে
ভোলায় সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত ৩
ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় বৃহস্পতিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ তিনজনের মৃত্যু হয়েছে।
এদিন সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার চরফ্যাশন সড়কের বৈদ্যের পোল এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
নিহতেরা হলেন- মনির শরীফ (৫৫) ও তার মেয়ের জামাই আসগর আলী (৩২)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মনির শরীফ তার ছোট জামাই আসগরকে নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে বড় জামাইয়ের দাদীর জানাজায় অংশগ্রহণ করতে রওনা দেয়। এসময় তারা বৈদ্যের পোল এলাকায় পার্শ্ব সড়ক থেকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অতিক্রম করার সময় ভোলা থেকে চরফ্যাশনগামী মা-জাহান নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।
অন্যদিকে, ভোলা সদর উপেজলার পরানগঞ্জ বাজার সংলগ্ন মজগুনি বাড়ি এলাকায় একটি পিকআপের চাপায় এক যুবক নিহত হয়েছেন।
নিহত মো. আরিফ হোসেন (২৫) সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্ত মুন্সি গ্রামের মো. আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর। আরিফ চট্টগ্রামে একটি বালুর জাহাজে দিনমজুর হিসেবে কাজ করতেন।ঈদের ছুটিতে তিনি বাড়িতে এসেছেন।
আরও পড়ুন: ভোলায় কাভার্ডভ্যান চাপায় নিহত ৩
জানা যায়, এদিন সকালে ভোলার সদর উপেজলার পরানগঞ্জ বাজার সংলগ্ন মজগুনি বাড়ি এলাকায় ব্যাটারিচালিত ভ্যানচালক শরীফ তার ভাইকে নিয়ে লাকরি আনতে বাড়ি থেকে পরানগঞ্জ যাচ্ছিলেন। এসময় হঠাৎ ভ্যানটি রাস্তার উপর উল্টে যায়। ওই সময় একটি পিকআপ ওই ভ্যানটিকে চাপা দেয়। এসময় ভ্যান চালকের ভাই আরিফ ঘটনাস্থেলই নিহত হয়েছেন এবং শরীফ আহত হয়েছেন।
এদিকে গুরুতর আহত শরীফকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক তদন্ত রেজাউল করিম রাজিব সাংবাদিকদের জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে। এছাড়াও বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: ভোলায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্রীসহ নিহত ৩
ভোলায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
১ বছর আগে
বরিশালে বজ্রপাতে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু
বরিশালের মেহেন্দিগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে (২৭ মার্চ) উপজেলার গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের শহিদ বিশ্বাস (৬৯) এবং তার জামাই মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহিদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।
আরও পড়ুন: মেঘনায় বালুবাহী বলগেট ডুবে ১ শ্রমিকের মৃত্যু
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ হোসেন।
তিনি জানান, ভোর রাতে ডিঙ্গি নৌকায় শ্বশুর ও জামাই গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। এর মধ্যে ভোর রাতের দিকে নৌকায় শহীদ বিশ্বাসের ঝলসানো লাশ পায় জেলেরা। আর সকালে জেলেদের জালে আটকা পড়ে রাসেলের লাশ।
মারুফ হোসেন আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুইজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
কুড়িগ্রামে পিকআপ চাপায় বৃদ্ধার মৃত্যু
১ বছর আগে
ময়মনসিংহে শশুর বাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত
ময়মনসিংহের ভালুকায় শশুর বাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে ও এসময় তার স্ত্রী আহত হয়েছেন। বুধবার মধ্যরাতে উপজেলার ভান্ডাব বয়ড়াপারা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত ফকরুল ইসলাম (৩৫) উপজেলার ভান্ডাব মেদুয়ারী ইউনিয়নের ফজলুল হকের ছেলে ও বয়ড়াপারা গ্রামের আবুল কাশেমের মেয়ে আকলিমা খাতুনের দ্বিতীয় স্বামী।
আরও পড়ুন: বোয়ালমারীতে পরকীয়ার জেরে মেয়ের সামনে মাকে কুপিয়ে হত্যা!
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ভান্ডাব বয়ড়াপারা গ্রামের আবুল কাশেমের মেয়ে আকলিমা খাতুনের বিয়ে হয় পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার
রানা মিয়ার সঙ্গে। নানা কারণে সে সংসারে বিচ্ছেদ ঘটে। পরে তাসলিমার পরিবার তাকে আবার ফকরুল ইসলামের সঙ্গে বিয়ে দেয়।বুধবার রাতে তাসলিমার দ্বিতীয় স্বামী ফকরুল শশুর বাড়ি গেলে প্রথম স্বামী রানা ও তার লোকজন পূর্ব পরিকল্পনা মোতাবেক কুপিয়ে আহত করে।
এসময় ফকরুলের আত্মচিৎকারে স্ত্রী তাসলিমা বেড়িয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালের নেয়ার পথে মৃত্যু হয় ফকরুলের।
ভালুকা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, তাসলিমার প্রথম স্বামীই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠান বলেও জানান ওসি।
আরও পড়ুন: কক্সবাজার ক্যাম্পে আরও এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা
রোহিঙ্গা ক্যাম্পে মাঝিকে কুপিয়ে হত্যা
২ বছর আগে
দিনাজপুরে ট্রাকচাপায় শ্বশুর নিহত, জামাই আহত
দিনাজপুরের বিরলে ট্রাকচাপায় একজন ভ্যানচালক নিহত ও ভ্যানের আরোহী তার জামাই গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার কাঞ্চন সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলেমান (৬৫) দিনাজপুরের বিরলের মাধববাটি গ্রামের মৃত মানিকের ছেলে ও আহত জামাইয়ের নাম আনিস।
আরও পড়ুন: নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ৪
কোতয়ালী থানার উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম জানান, সকালে জামাইকে রিক্সাভ্যানে চড়িয়ে জেলা শহরে আসছিলেন ভ্যানচালক সোলেমান। এসময় বিপরীতমুখী ট্রাকের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে দুর্ঘটনাস্থলে মারা যান ভ্যান চালক।
এসময় গুরুতর আহত অবস্থায় ভ্যান আরোহী জামাই আনিসকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি ও একই হাসপাতালের মর্গে শ্বশুর সোলেমানের লাশের ময়না তদন্ত করানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়ায় বালুবাহী ট্রাকচাপায় নিহত ১
২ বছর আগে
ফরিদপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুনের অভিযোগ!
ফরিদপুরের নগরকান্দায় মেয়ের জামাই হাতে শাশুড়ি রহিমা বেগমকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১ টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাবার গ্রামে এ ঘটনা ঘটে।
জামাই ইউনুস মোল্যা একই গ্রামের বাসিন্দা।
জানা যায়, প্রকৃতির ডাকে সাড়া দিলে শাশুড়ী রহিমা বেগম ঘরের বাহিরে বের হয়। এসময় ওৎ পেতে থাকা মেয়ে জামাই ইউনুস মোল্যা চাকু দিয়ে এলোপাতাড়ি কোপায় শ্বাশুড়িকে। এসময় শ্বাশুড়ির চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে জামাই ইউনুস পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে, কি কারণে এ হত্যাকাণ্ড তা বিস্তারিত জানা যায়নি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে পল্লী চিকিৎসক খুন!
চুয়াডাঙ্গায় জোড়া খুন: গ্রেপ্তার ৪
ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন
২ বছর আগে
বগুড়ায় যৌতুক নিয়ে বিরোধে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন
জেলার শেরপুরে যৌতুক নিয়ে বিরোধের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের পারভবানীপুর গ্রামে খুনের ঘটনা ঘটে।
মৃত আসাদুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
আরও পড়ুন: সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১ ব্যক্তি নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের শাহিন আকন্দের ছেলে সাব্বির নিহত আসাদুলের মেয়ে শিমুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক বছর আগে আসাদুলের মেয়ে শিমু বাড়ি থেকে পালিয়ে সাব্বিরকে বিয়ে করে। কিন্তু আসাদুল মেয়ে-জামাইকে মেনে না নিলে বেশ কয়েক দফা শালিস দরবার শেষে ৪-৫ মাস পূর্বে আসাদুল জামাই মেয়েকে মেনে নেন। এরপর জামাই সাব্বির শ্বশুরের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে জামাই ও শ্বশুরের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আসাদুল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি তিনমাথা নামক স্থানে যৌতুকের টাকা নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এ সময় জামাই সাব্বির শ্বশুর আসাদুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আসাদুলের বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পরপরই সাব্বির পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠিয়েছে বলে ওসি জানিয়েছেন।
আরও পড়ুন: পাবনায় প্রতিবন্ধী ভিক্ষুককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
৩ বছর আগে
বিয়ের ২১ দিনের মাথায় শ্বশুরবাড়িতে জামাই খুন
নরসিংদী, ২৩ অক্টোবর (ইউএনবি)- নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ গ্রামে বুধবার দুপুরে শ্বশুরবাড়িতে জামাই খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে।
৫ বছর আগে