খুলনায় শ্বশুরকে হত্যার দায়ে জামাই ও তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) বিকাল ৪টার দিকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জামাতা ও তার ভাই আদালতে উপস্থিত ছিলেন।
আসামিরা হলেন—দৌলতপুর থানা এলাকার আতিয়ার রহমানের বাড়ির ভাড়াটিয়া মো. শেখ তুজাম শেখের ছেলে মো. শেখ রাশেদ এবং তার ছোট ভাই মো. শেখ রকিবুল ইসলাম।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে মোবাইলে কথা বলতে বলতে আ. রশিদ ঢালী বাড়ি থেকে বের হয়ে যান। রাত ৮টার দিকে তিনি তার মেয়ে তিন্নিকে কল দিয়ে বলেন, তিনি ফুলবাড়িগেটে অবস্থান করছেন। তখন তিন্নি বাবাকে বাড়িতে দ্রুত আসার জন্য তাড়া দিতে থাকেন।
আরও পড়ুন: ঢাবি ছাত্র সাম্য হত্যার ঘটনায় আটক ৩
বাবা বাড়িতে ফিরে না আসায় সাড়ে ৮টার দিকে পুনরায় বাবার ফোন কল দিলে বিপরীত থেকে বন্ধ আছে বলে জানতে পারেন তিন্নি। রাত ৯টার দিকে বাবার ফোন থেকে কল আসে ও অজ্ঞাতনামা এক ব্যক্তি জানান ওই নম্বরটি তিনি রাস্তায় পেয়েছেন।
তখন তিন্নি তার অবস্থান জানতে চাইলে সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়ে ফোনটি বন্ধ করে দেন। তখন তিন্নি তার স্বামী রাশেদকে ফোন দিলে শ্বশুর রশিদের বাড়িতে আসেন ও সবাই মিলে রশিদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ করতে বের হন। পরবর্তীতে দুই দিন পর পরিবারের লোকজন জানতে পারেন, আড়ংঘাটা থানাধীন তেলীগাতি বাইপাস মহাসড়কের পাশে রিপন ফকিরের মাছের ঘেরের পাশে একটি লাশ পড়ে আছে। তারা সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।
২৪ অক্টোবর নিহতের স্ত্রী ফারজানা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় মামলা করেন।