সরঞ্জাম
রাঙামাটির দুর্গম ৯টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে গেল নির্বাচনি সরঞ্জাম
আগামী ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের সাধারণ নির্বাচনে রাঙ্গামাটির চারটি উপজেলায় ভোটগ্রহণ হতে যাচ্ছে।
এর মধ্যে সোমবার (৬ মে) সকালে দুর্গম জুরাছড়ি ও বরকল দুই উপজেলায় হেলিকপ্টারযোগে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছানোর কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন: রাত পোহালেই মসিক নির্বাচন, কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম
সকালে জুরাছড়ি যক্ষ্মা বাজার আর্মি ক্যাম্প থেকে হেলিকপ্টারযোগে রাঙ্গামাটির জুরাছড়ির সাতটি ও বরকলে দুইটি দুর্গম ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর কাজ শুরু হয়।
নির্বাচনি অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্স, স্ট্যাম্প প্যাড এবং অমোচনীয় কালি। ৮ মে ভোটগ্রহণ ও ফলাফল গণনা শেষে পুনরায় নির্বাচনি কর্মকর্তারা ফিরে আসবেন।
এ বিষয়ে রাঙ্গামাটি রির্টানিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন বলেন, প্রথম ধাপে ৮ মে ষষ্ঠ উপজেলা নির্বাচনে চারটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর প্রথম ধাপের এ নির্বাচনে রাঙ্গামাটি সদরসহ চার উপজেলায় সর্বমোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: নির্বাচনি জনসভায় 'অনুপ্রবেশকারী' বলায় মুসলিম বিদ্বেষের অভিযোগ মোদির বিরুদ্ধে
৬ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় জাল নোট তৈরির সরঞ্জাম ও টাকাসহ গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাল নোট তৈরির সরঞ্জাম ও জাল টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে ৪ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা মূল্য মানের জাল টাকা, জাল নোট তৈরির সরঞ্জামাদি (স্ক্যানার সংযুক্ত কালার প্রিন্টার, প্রিন্টারের পাউডার কালি, জাল নোট তৈরির জন্য ব্যবহৃত সাদা কাগজ, হার্ড ড্রাইভ, কি-বোর্ড, মাউস, মাল্টি ফ্লাগসহ ইলেকট্রিক ক্যাবল, এন্টি কাটার এবং খালি জারিকেন ইত্যাদি) জব্দ করা হয়।
আরও পড়ুন: বিয়ে না দেওয়ায় মাকে খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তার
এসব মালামালসহ গ্রেপ্তারদের বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে জাল নোট প্রস্তুতকারী ও বাজারজাতকারী চক্রের সদস্যরা জাল নোট প্রস্তুত করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন বাজারে সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা প্রতারণামূলকভাবে বাজারজাত করে আসছে। এই চক্রের সদস্যরা অল্প সময়ে অধিক মুনাফার আশায় আসল টাকার ভেতর জাল টাকা মিলিয়ে লেনদেন করে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব গোপন সংবাদে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান পরিচালনা তিনজনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: কালুরঘাট সেতুতে জাহাজের ধাক্কার ঘটনায় ৩ জন গ্রেপ্তার
নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার
৬ মাস আগে
সীতাকুণ্ডে অস্ত্র কারখানার সন্ধান, সরঞ্জামসহ গ্রেপ্তার ২
সীতাকুণ্ডের দূর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। বুধবার সকালে র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ এবং অস্ত্র কারখানার মালিকসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ২জন হলেন- কারখানা মালিক জাহাঙ্গীর আলম ও তার সহযোগী মো. ইমন (২৪)।
আরও পড়ুন: কক্সবাজারে অবৈধ অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ১
এর আগে মঙ্গলবার র্যাব গোপন খবরের ভিক্তিতে জেলার সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল পাথরিঘোনা দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বাগান বাড়ির টিনের দোচালা ঘরের ভেতর থেকে সাদা প্লাস্টিকের বস্তা থেকে সদ্য প্রস্তুত করা ৩টি দেশীয় বন্দুক, একটি রাম দা এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
১ বছর আগে
কুমিল্লায় পাসপোর্ট তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২৪
কুমিল্লায় পাসপোর্ট তৈরির বিভিন্ন কাগজ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মূল হোতাসহ ২৪ জনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার ভোরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল শাকিল আহমেদসহ ২৪ জনকে গ্রেপ্তার করে র্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর একটি দল।
এ সময় তাদের কাছ থেকে ২০ টি পাসপোর্ট ১০৮ টি ডেলিভারি স্লিপ, ২৯ টি জাতীয় পরিচয় পত্রের কপি, নগদ ৪৩ হাজার টাকা, পাসপোর্ট তৈরির বিভিন্ন রকমের সীল ও প্যাডসহ পাসপোর্ট তৈরি সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করেছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে আহমদিয়া ইস্যুতে সংঘর্ষ: মামলার আসামি ৮২০০, গ্রেপ্তার ৮১
গ্রেপ্তার ব্যক্তিরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে পাসপোর্ট করে দেয়ার নামে অধিক অর্থ আদায় করতো বলে র্যাবের কাছে স্বীকার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান কোম্পানি অধিনায়ক মো. শাকিল।
আরও পড়ুন: পুলিশকে পিটুনির অভিযোগে যুব গেমসের কোচসহ ১১ খেলোয়াড় গ্রেপ্তার
১ বছর আগে
জাল টাকাসহ ৫ জন গ্রেপ্তার, ২ জন দুইদিনের রিমান্ডে
রাজধানীর বাড্ডা এলাকা থেকে ৪৩ লাখ জাল টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার রহিম শেখ ও তার স্ত্রী ফাতেমা বেগমের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে অপর তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
মঙ্গলবার ঢাকা মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রট সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত রিমান্ডের এ আদেশ দেন।
আরও পড়ুনঃ মিতু হত্যা: পলাতক ৩ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
কারাগারে যাওয়া আসামিরা হলেন, হেলাল খান, আনোয়ার হোসেন ও ইসরাফিল আমিন।
এ দিন পাঁচ আসামিকে ঢাকার আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি রহিম শেখ ও তার স্ত্রী ফাতেমার ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম।
আরও পড়ুনঃ রূপগঞ্জে আগুন:সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ জন ৪ দিনের রিমান্ডে
এছাড়া মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপর তিন আসামি হেলাল খান, আনোয়ার হোসেন ও ইসরাফিল আমিনকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
অপরদিকে, আসামিপক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। এ সময় জাল টাকা তৈরির এ কারখানা থেকে ১০০০ টাকা ও ৫০০ টাকা মূল্যমানের প্রায় ৪৩ লাখ জাল টাকা, একটি ল্যাপটপ, দু’টি কালার প্রিন্টার, আঠা ও আইকা, বিভিন্ন ধরনের রং, কাগজ, নিরাপত্তা সুতার বান্ডিল, লেমিনেটিং মেশিন, কাটার, টাকায় ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও কেন্দ্রীয় ব্যাংকের লোগোযুক্ত বিশেষ কাগজ জব্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র গুলিসহ আটক ১
এ ঘটনায় পুলিশ আসামিদের বিরুদ্ধে ভাটারা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
৩ বছর আগে
কোভিড-১৯: ঝুঁকির মধ্যে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আরও তিন দেশের পরিচ্ছন্নতাকর্মীরা
অল্প স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম ও সীমিত হ্যান্ডওয়াশ এবং অন্যান্য জীবাণুমুক্তকরণ সুবিধাহীনতার মধ্যেই বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আরও তিনটি দেশের পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করে যাচ্ছেন বলে ওয়াটারএইডের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে।
৪ বছর আগে