কুমিল্লায় পাসপোর্ট তৈরির বিভিন্ন কাগজ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মূল হোতাসহ ২৪ জনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার ভোরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল শাকিল আহমেদসহ ২৪ জনকে গ্রেপ্তার করে র্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর একটি দল।
এ সময় তাদের কাছ থেকে ২০ টি পাসপোর্ট ১০৮ টি ডেলিভারি স্লিপ, ২৯ টি জাতীয় পরিচয় পত্রের কপি, নগদ ৪৩ হাজার টাকা, পাসপোর্ট তৈরির বিভিন্ন রকমের সীল ও প্যাডসহ পাসপোর্ট তৈরি সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করেছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে আহমদিয়া ইস্যুতে সংঘর্ষ: মামলার আসামি ৮২০০, গ্রেপ্তার ৮১
গ্রেপ্তার ব্যক্তিরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে পাসপোর্ট করে দেয়ার নামে অধিক অর্থ আদায় করতো বলে র্যাবের কাছে স্বীকার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান কোম্পানি অধিনায়ক মো. শাকিল।
আরও পড়ুন: পুলিশকে পিটুনির অভিযোগে যুব গেমসের কোচসহ ১১ খেলোয়াড় গ্রেপ্তার