কেন্দুয়া
শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু
নেত্রকোণার কেন্দুয়ায় বন্যার পানিতে ডিঙ্গি নৌকাডুবির ঘটনায় শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার জুড়াইল হাওরে এ ঘটনা ঘটে।
নিহত জুলেখা বেগম (৩২) একই এলাকার হারেছ মিয়ার স্ত্রী।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার সকালে বন্যার পানি দেখতে জুলেখা বেগম তার জা’ নাজমুন্নাহার ও সন্তানদের নিয়ে ডিঙ্গি নৌকায় করে জুড়াইল হাওরে যান। এ সময় জুলেখা বেগমের মেয়ে তানজিনা (৭) নৌকা থেকে পানিতে পড়ে যায় এবং মেয়েকে বাঁচাতে জুলেখা লাফ দিলে নৌকাটি ডুবে যায়।
আরও পড়ুন: খুলনায় শিশু হত্যা মামলায় সৎ মায়ের মৃত্যুদণ্ড
তবে সন্তানকে বাঁচাতে পারলেও পানিতে ডুবে জুলেখা মারা যান। পরে তার লাশ উদ্ধার করেন স্বজনরা।
এ ঘটনায় পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
২ বছর আগে
কেন্দুয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নেত্রকোণার কেন্দুয়ায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে সোহেল রানা (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। গত শুক্রবার (২০ মে) রাতে বলাইশিমুল ইউনিয়নের আশুজিয়া গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। পরে শনিবার (২১ মে) দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে ওই কিশোরী তার মায়ের সঙ্গে পাশের একটি গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। পরে বিকেলে সে পায়ে হেঁটে একা নিজ বাড়ি ফিরছিল। পথে পথে আশুজিয়া গ্রামে সোহেল রানা তাকে একা পেয়ে জোর করে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর গোঙ্গানীর শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে আসে। এ সময় ওই যুবক দৌড়ে সটকে পড়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে রাতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল শনিবার সকালে ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রতিবন্ধী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও, গ্রেপ্তার ২
কক্সবাজারে কোটি টাকার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
২ বছর আগে
কেন্দুয়ায় পরাজিত ইউপি সদস্যকে কুপিয়ে জখম
নেত্রকোণার কেন্দুয়ায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে পরাজিত প্রার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইউপি সদস্য হারেছ মিয়া কুতুবপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে এবং রোয়াইলবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। আহত শফিকুল ইসলাম শফিক একই গ্রামের মৃত লুৎফুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ইউপি নির্বাচনে হারেছ মিয়া জয়লাভ করায়, ওই দিন রাতে বিজয় মিছিল নিয়ে পরাজিত প্রার্থী শফিকের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ব্যাপারে শফিক বাদী হয়ে হারেছ মিয়াসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা করে।
আরও পড়ুন: নেত্রকোণায় হত্যার পর গরু ব্যবসায়ীর লাশ পুড়িয়ে ফেলার অভিযোগ
বৃহস্পতিবার হারেছ মিয়া মেম্বার হিসাবে শপথ নেয়ার পর রাত সাড়ে ১০টার দিকে আলী হোসেন, এনামুল, মাসুদ, খায়রুলসহ ১৫/২০ জন লোক শফিকের বাড়ীতে গিয়ে তাকে এলাপাথাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় শফিককে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহনেওয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: ইউপি নির্বাচন: নেত্রকোণায় হামলা ও সংঘর্ষে আহত ২৫
নেত্রকোণায় চাকরি দেয়ার নামে ‘প্রতারণা’, গ্রেপ্তার ৩
২ বছর আগে
কেন্দুয়া থানার ওসির বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের মামলা
নেত্রকোনার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামানের বিরুদ্ধে উপজেলার চিরাং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে থানা হেফাজতে নির্যাতনের অভিযোগে আদালতের নির্দেশে মামলা দায়ের করা হয়েছে।
৪ বছর আগে
নেত্রকোনায় পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
কেন্দুয়া পৌর শহরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে পূর্ণ চন্দ্র সরকার নামে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে