নেত্রকোণার কেন্দুয়ায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে পরাজিত প্রার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইউপি সদস্য হারেছ মিয়া কুতুবপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে এবং রোয়াইলবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। আহত শফিকুল ইসলাম শফিক একই গ্রামের মৃত লুৎফুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ইউপি নির্বাচনে হারেছ মিয়া জয়লাভ করায়, ওই দিন রাতে বিজয় মিছিল নিয়ে পরাজিত প্রার্থী শফিকের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ব্যাপারে শফিক বাদী হয়ে হারেছ মিয়াসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা করে।
আরও পড়ুন: নেত্রকোণায় হত্যার পর গরু ব্যবসায়ীর লাশ পুড়িয়ে ফেলার অভিযোগ
বৃহস্পতিবার হারেছ মিয়া মেম্বার হিসাবে শপথ নেয়ার পর রাত সাড়ে ১০টার দিকে আলী হোসেন, এনামুল, মাসুদ, খায়রুলসহ ১৫/২০ জন লোক শফিকের বাড়ীতে গিয়ে তাকে এলাপাথাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় শফিককে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহনেওয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’