বোরহানউদ্দিন
বোরহানউদ্দিনের দাঙ্গায় উসকানি দেয়া ব্যক্তির ৮ বছরের জেল
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২০১৯ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে ফেসবুক প্রোফাইল হ্যাক করার দায়ে এক ব্যক্তিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এ আদেশ দেন।
আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. ইস্তাক আহমেদ রুবেল জানান, আসামি বাপন দাসকে দণ্ডবিধির তিনটি ধারায় কারাদণ্ড দেয়া হয়েছে এবং সব সাজা একই সঙ্গে চলবে।
তিনি বলেন, ৩৪ ধারায় ৩ লাখ টাকা জরিমানাসহ আট বছরের জেল, ২৮ (১) ধারায় ২ বছরের জেল ও এক লাখ টাকা জরিমানা এবং ৩১ (১) ধারায় চার বছরের কারাদণ্ড হয়েছে ও এক লাখ টাকা জরিমানা।
আরও পড়ুন: ভোলায় সড়ক দুর্ঘটনায় সাবেক শিক্ষা কর্মকর্তা নিহত
২০১৯ সালের ১৮ অক্টোবর বিপ্লব চন্দ্র নামে এক ব্যক্তি বোরহানউদ্দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন যে বিপ্লব চন্দ্র শুভ নামে তার ফেসবুক প্রোফাইলটি হ্যাক করা হয়েছে যেখান থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।
২০ অক্টোবর বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে পুলিশ ও বিক্ষুব্ধ মুসলিম সম্প্রদায়ের লোকজনের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন।
এ ঘটনায় আরও দুটি মামলা করা হয়েছে। তবে এগুলো এখনো বিচারাধীন রয়েছে।
২০২০ সালের ২৬ জানুয়ারি তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাপন দাস নামে এক হ্যাকারকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালত ১৬৪ ধারায় অপরাধের বিষয়ে বাপন দাসের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে এবং গত বছরের ১ আগস্ট পুলিশ এই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
২ বছর আগে
ইউপি নির্বাচন: বোরহানউদ্দিনে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে আহত ১০
ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, কেন্দ্র দখলের চেষ্টা এবং ভাঙচুরের মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার এসময় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন অভিযোগে সাতজনকে আটক এবং ভ্রাম্যমাণ আদালত একজনকে জরিমানা করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন দুপুর ৩টার দিকে উপজেলার হাসান নগর ইউনিয়নের মির্জাকালু হাইস্কুল কেন্দ্রে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে কেন্দ্র দখলের চেষ্টা চালানো হয়। অভিযোগ রয়েছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা এ হামলা চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রের দরজা বন্ধ করে দেয়।
এক পর্যায়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে কমপক্ষে সাত-আটজন আহত হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ভোট গ্রহণ সাময়িক বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। পরে পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় একজনকে আটক করা হয়।
অপরদিকে, পক্ষিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পক্ষিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র এলাকায় এদিন দুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন সর্দারের কর্মী-সমর্থকদের ওপর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী নাগর হাওলাদারের কর্মী-সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
২ বছর আগে
ভোলায় সহিংস ঘটনায় আরও ২ যুবক গ্রেপ্তার
ফেসবুকের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক যুবকের শাস্তির দাবিকে কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে
বোরহানউদ্দিনের হিন্দু পল্লী যেন এক ধ্বংসস্তূপ
বোরহানউদ্দিন, ২৪ অক্টোবর (ইউএনবি)- আগুনে পোড়া বিধ্বস্ত ঘরের দুয়ারে চোখে-মুখে আতঙ্কের ছাপ নিয়ে বসে আছেন প্রায় পঞ্চাশোর্ধ্ব এক নারী। অপরিচিত মানুষ দেখা মাত্রই তার আতঙ্ক যেন আরও বেড়ে গেল। ‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডড়ায়’ প্রবাদটির যথার্থতা যেন মেলে এখানে।
৫ বছর আগে