ইয়াবা জব্দ
কক্সবাজারে বিজিবি'র অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ১
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দুপুর ১২টার দিকে শিলখালী অস্থায়ী চেকপোস্টের কাছে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রীদের হাতে আলাদিনের বাতি আছে: রিজভী
টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, টেকনাফ-কক্সবাজার মহাসড়কের দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ ও শিলখালীতে চেকপোস্টে যানবাহন চেকিং জোরদার করেছে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২)।
অবৈধভাবে মাদক বহনের দায়ে প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
আটক রাসেল টেকনাফ উপজেলার দাইলপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
এর আগে একই ব্যাটালিয়নের আওতাধীন সাবরাং বিওপির একটি টহল দল শামসুলের ঘের এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
আরও পড়ুন: অবৈধ গ্যাস সংযোগ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
কিশোর তৌহিদের ক্ষতবিক্ষত লাশ, সুষ্ঠু তদন্তের নির্দেশ হাইকোর্টের
১ বছর আগে
ঢাকা বিমানবন্দরে ৬,২৭৫ ইয়াবা জব্দ, রোহিঙ্গা পরিবারের ৬ সদস্য আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ হাজার ২৭৫টি ইয়াবা ট্যাবলেটসহ বৃহস্পতিবার রোহিঙ্গা পরিবারের ৬ সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
তারা হলেন- মো. রুবেল (১৫), তার ফুফু আছিয়া বেগম (২৫), তার চাচি জোহুরা বেগম (৩০), আছিয়া বেগমের স্বামী আলী আহমদ (২৮), আছিয়া বেগমের ৭ মাসের সন্তান উমায়ের হোসেন এবং জহুরা বেগমের ১০ মাসের সন্তান উম্মে ছালমা।
এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি শুক্রবার বিকালে নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নভোএয়ারের কক্সবাজার ফ্লাইটে ঢাকায় অবতরণ করে পরিবারটি।
আরও পড়ুন: কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা জব্দ, 'মিয়ানমার নাগরিক' আটক: বিজিবি
তিনি বলেন, তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ব্যাটালিয়নের গোয়েন্দারা তাদের পরিচয় ও ইয়াবা নিয়ে প্রশ্ন করলে তারা তাদেরকে বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দেন এবং ইয়াবা থাকার কথা অস্বীকার করেন।
এপিবিএনের উক্ত কর্মকর্তা বলেন, উত্তরার একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাদের পেটে ইয়াবার উপস্থিতি ধরা পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রুবেল, আছিয়া ও জোহুরার পেট থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা কক্সবাজারের লেদা ক্যাম্পের অধিবাসী এবং ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে তারা সেখান থেকে বাস্তুচ্যুত হন।
এ ঘটনায় তাদের আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে ১৯০০০০ ইয়াবা জব্দ
১ বছর আগে
কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা জব্দ, 'মিয়ানমার নাগরিক' আটক: বিজিবি
কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ এবং এ সময় মিয়ানমারের এক নাগরিককে আটকের দাবি করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তির নাম মো. রফিক (৩২)।
বিজিবি-২ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন বলেন, ইয়াবার একটি বড় চালান ওই এলাকা দিয়ে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২ এর একটি দল রাত সোয়া ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানোর সময় ৪ জনকে সীমান্ত এলাকার জিরো লাইন অতিক্রম করতে দেখে।
তিনির আরও জানান, চ্যালেঞ্জের মুখে তিনজন 'চোরাকারবারি' ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে মো. রফিককে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় বিজিবি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ, আটক ১: বিজিবি
সেপ্টেম্বরে বিজিবি ১৯২ কোটি টাকার মাদক জব্দ করেছে: বিজিবি
১ বছর আগে
কক্সবাজারে ২ কোটি ৭ লাখ টাকার বার্মিজ ইয়াবা জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজারের মিয়ানমার সীমান্তে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যার বর্তমান বাজার মূল্য দুই কোটি সাত লাখ টাকা।
রবিবার কক্সবাজার ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল মো. মেহেদী হোসেন কবির এ ঘটনাটি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা জব্দ: বিজিবি
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৩৪ এর একটি দল রবিবার পালংখালী ইউনিয়নের বালুখালী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস বার্মিজ (মিয়ানমার) ইয়াবা উদ্ধার করেছে।
এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান কমান্ডিং অফিসার।
ইয়াবা হলো মেথামফেটামিন (একটি শক্তিশালী আসক্তি সৃষ্টিকারী) এবং ক্যাফেইনের সংমিশ্রণ, যা ছোটো ছোটো লাল বা গোলাপী বড়ি হিসেবে বিক্রি হয়।
বাংলাদেশে ২০০২ সালে প্রথম ইয়াবা প্রচলিত হয়। এরপর থেকে এর অপব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে মাটি খুঁড়ে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২
রাজধানীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ২
২ বছর আগে
কক্সবাজারে ৮০ হাজার ইয়াবা জব্দ, মিয়ানমারের নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মো. কামাল হোসেন (২২) প্লাস্টিকের ব্যাগে ইয়াবা নিয়ে নাফ নদী পার হয়ে টেকনাফের জালিয়ার দ্বীপে আসছিলেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা জব্দ, আটক ১
মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দুটি টহল দল জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নেয়। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তারা দেখতে পায় দুজন লোক নদী পার হচ্ছে। এই সময় বিজিবি একজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
পরে বিজিবি সদস্যরা আটক ব্যক্তির কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২ বছর আগে
টেকনাফে ৪ লাখ ২৪ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর তীরের আইয়ুবের জোড়া থেকে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
৪ বছর আগে