ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন প্রকার আনুষাঙ্গিক দ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় খালেদ মোহাম্মদ তূর্য নামে এক যুবককে গ্রেপ্তারের দাবি করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ফরিদপুর ক্যাম্পের ঝিলটুলি নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্ত্রী আইরিন আক্তার (২৬) এবং পিতা হালিম শেখকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামি খালেদ মোহাম্মদ তূর্য (২৭) চরকলাপুর গ্রামের তুষার শিকদারের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ফরিদপুর শহরে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল তূর্য নামের ওই যুবক। থানায় তার নামে একাধিক মামলাও রয়েছে।
তিনি জানান, তূর্য ফরিদপুর ঝিলতুলি এলাকায় ছোট একটি রুম নিয়ে মাদকের কারবার চালায়—এমন তথ্য পেয়ে আজ (মঙ্গলবার) ফরিদপুরে তার নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ ও সেনাসদস্যদের একটি যৌথ দল। তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে ৬০ পিস ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন প্রকার সরঞ্জাম জব্দ করা হয়।
ওসি আসাদুজ্জামান আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া যুবকের স্ত্রীসহ মাদকের এই ব্যবসায় জড়িতে আছেন। তাদের দুজনকেই গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।’
এ বিষয়ে ফরিদপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আমাদের অভিযান চলবে।’
আরও পড়ুন: ভারতে যাওয়ার সময় তানোর যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার