ঘোড়াঘাট
ঘোড়াঘাটে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই
দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে গলায় গামছা পেচিয়ে হত্যা করে তার ব্যাটারিচালিত ভানটি (অটোভ্যান) ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ওই চালকের লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
নিহত ভ্যানচালক ভবেন চন্দ্র দাস (৫৫) উপজেলার কালিপাড়া গ্রামের মৃত কালিদাস চন্দ্রের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সোমবার (২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন ভবেশ। সারা রাত তার কোনো খবর পাননি স্বজনরা। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে বলগাড়ীবাজার এলাকায় কায়সারুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির পাশে তার লাশ পাওয়া যায়।
পুলিশের ধারণা, গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। অটোভ্যানটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়েছে।
১১৩ দিন আগে
দিনাজপুরে খেলতে খেলতে পুকুরে ৩ শিশু, একজনের মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে গেছে সমবয়সী তিনজন শিশু।
তাদের মধ্যে আব্দুর রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর দুই শিশু জিহাদ (৭) ছোবাহানের (৭) অবস্থাও আশঙ্কাজনক।
বুধবার (১৯ জুন) পালশা ইউনিয়নের বেলওয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেহেরপুরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
শিশু আব্দুর রহমান বেলওয়া-নয়নদীঘি গ্রামের সোহান মিয়ার ছেলে।
অন্য দুই শিশুরা হলো, ঘোড়াঘাট উপজেলার শালগ্রামের হোসেন আলীর ছেলে জিহাদ ও গাইবান্ধার সাদুল্ল্যাহপুর উপজেলার আব্দুল মমিন মিয়ার ছেলে ছোবাহান।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে খেলতে খেলতে এক পর্যায়ে পুকুরে পড়ে যায় শিশুরা। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রিয়াঙ্কা কুণ্ডু বলেন, বুধবার সকালে তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। আমরা একজনকে মৃত অবস্থায় পেয়েছি। বাকি দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) দেবব্রত রায় বলেন, পানিতে ডুবে শিশু নিহতের ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ঘোড়াঘাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আরও পড়ুন: চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
২৮০ দিন আগে
ঘোড়াঘাটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারী নিহত
দিনাজপুরে ঘোড়াঘাটে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক গোলাম রব্বানী ও সহকারী মোহাম্মদ রেজওয়ান নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সকালে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫
চালক গোলাম রব্বানী জয়পুরহাট সদরের মীরগ্রাম চৌমুহনীর মো. মনতাজের ছেলে এবং হেলপার মোহাম্মদ রেজওয়ান একই এলাকার মৃত কমল উদ্দিনের ছেলে।
এদিকে আহতাবস্থায় পালিয়েছে বিপরীতমুখী ট্রাকের চালক।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঠাকুরগাঁও থেকে ভুট্টা বহনকারী একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে গোবিন্দগঞ্জ হয়ে বিপরীতমুখী আরেকটি ট্রাক দিনাজপুরের জেলা শহরের দিকে গন্তব্যে যাবার সময় ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর বাইপাশ টিএনটি মোড় এলাকায় ওই দুইটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঠাকুরগাঁও থেকে জয়পুরহাটগামী ভুট্টাবাহী ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে।
তিনি আরও বলেন, অন্যদিকে বিপরীতমুখী দিনাজপুরগামী ট্রাকের চালক এবং হেলপার সামান্য আহত অবস্থায় ট্রাক ফেলে পালিয়ে গেছে।
আরও পড়ুন: নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দম্পতি নিহত
ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ নিহত ১৩
৩৩৪ দিন আগে
দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্যান চালকের লাশ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় মঞ্জু মেম্বারের ধানখেত থেকে লাশটি উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
নিহত মেহেদুল ইসলাম (৫২) ঘোড়াঘাটের রানীগঞ্জ আব্দুল্লাহ পাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
আরও পড়ুন: রানীরবন্দরে কিশোরীর হাত বাঁধা লাশ উদ্ধার
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকালে ৩ নং সিংড়া ইউনিয়নেন ডাঙ্গাপাড়া এলাকায় মঞ্জু মেম্বারের ধানখেত থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছেন তারা। ময়নাতদন্তে লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ সময় ঘটনাস্হল পরিদর্শন করেছেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম।
আরও পড়ুন: কুড়িগ্রামে ধানখেত থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
৫২৬ দিন আগে
ঘোড়াঘাটে চুরির অপরাধে কিশোরকে নির্যাতনের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
দিনাজপুরের ঘোড়াঘাটে চুরির অপরাধে নামে এক কিশোরকে নির্যাতনের অভিযোগে মঙ্গলবার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী কিশোরের নাম সাগর হোসেন (১৩)।
অভিযুক্তের নাম মো. সাজ্জাদ হোসেন। তিনি উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ঘোড়াঘাট থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আবিরের পাড়া আশ্রয়ণকেন্দ্রের বাসিন্দা মনোয়ারা বেগম তার ছেলে সাগরকে নিয়ে বসবাস করে আসছেন। গত সোমবার ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মফিজল মিয়া ওই কিশোর ও তার মাকে বাড়ি থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। একপর্যায়ে লোহার রড দিয়ে কিশোর সাগরের শরীরের বিভিন্ন স্থানে মারপিট করতে থাকে। মারপিটের সময় কিশোরের মা মনোয়ারা বেগম তার ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারপিট করেন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও ইউপি সদস্য মফিজাল।
পরে আশ্রয়ণকেন্দ্রের ঘরে তাদের তালাবদ্ধ করে রাখা হয় এবং বলা হয় অভিযুক্ত কিশোর বিভিন্ন জায়গায় চুরি করে থাকে। সে অপরাধী। তাই তাকে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। চলে না গেলে তাকে এবং তার মাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এসময় উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আরও পড়ুন: হাসপাতাল ছাড়লেন ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা
এদিকে কিশোর সাগরের মা মনোয়ারা বেগম আজ মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও ৮ নং ওয়ার্ড সদস্য মফিজাল মিয়াকে আসামি করে ঘোড়াঘাট থানায় মামলা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, নির্যাতিত কিশোরের মা বাদী হয়ে থানায় এহাজার দাখিল করেছেন। অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে আটক করে আজ দুপুরে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপর আসামি মফিজাল মিয়াকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: ঘোড়াঘাট থানার ওসি আমিরুলকে প্রত্যাহার
ঘোড়াঘাট ইউএনওর ওপর হামলার ঘটনায় আটক আরও ২
৬৯৪ দিন আগে
ঘোড়াঘাটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন পিকআপের হেলপার এবং একজন গরু ব্যবসায়ী।
শুক্রবার ৩১ মার্চ সকাল ৬টার দিকে ঘোড়াঘাটের বিরামপুর নামক স্থানে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
নিহত চালক জসিম উদ্দিন (৪৫) নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইটাখোলা গ্রামের ইসলামের ছেলে।
ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র চাকি জানান, শুক্রবার সকাল ৬টার দিকে ঘোড়াঘাটের বিরামপুর নামক স্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলে পিকআপ চালক জসিম উদ্দিন নিহত হয়েছে।
এসময় আহত হয়েছেন পিকআপের হেলপার এবং একজন গরু ব্যবসায়ী।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫
সিরাজগঞ্জে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে চালক নিহত
৭২৬ দিন আগে
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও পাঁচ জন গুরুতর আহত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) বিকালে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, একটি বালুবোঝাই ট্রাক্টর হরিপাড়া গ্রামের পাশে ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে বিকল অবস্থায় দাঁড়ানো ছিল।
আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
এ সময় পাঁচ যাত্রীসহ ট্রাক্টরটি অতিক্রম করছিল। একই সময় বিশ্ব ইজতেমা থেকে ফিরে আসা দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস ট্রাক্টরসহ ভ্যানটিকে ধাক্কা দিলে ট্রাক্টরটি ছিটকে সড়কের পাশে উলটে যায়।
অপরদিকে বাসের ধাক্কায় ট্রাক্টরের ভ্যানে থাকা ছয় যাত্রীর এক নারী যাত্রী নিহত হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২,আহত ৪
৭৯৯ দিন আগে
ঘোড়াঘাটে ভুট্টাখেত থেকে যুবকের লাশ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টাখেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার লালমাটিয়া চোককাঁঠাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন (৩২) উপজেলার ঋষিঘাট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
স্হানীয়রা জানান, প্রায় তিন-চার বছর আগে লালমাটিয়া গ্রামে বিয়ে করেছিল ইসমাইল হোসেন। ওই সংসারে তাদের একটি মেয়ে হয়। বনিবনা হওয়ায় তিনি প্রথম স্ত্রীকে তালাক দিয়ে চাচাতো শ্যালিকাকে পালিয়ে বিয়ে করে ঢাকায় বসবাস করতেন। কয়েকদিন আগে আগের সংসারে থাকা মেয়েকে দেখতে গ্রামে তার ফুপুর বাড়ি আসেন তিনি।
আরও পড়ুন: উত্তরায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী ৩ দিনের রিমান্ডে
শনিবার রাতে তার ফুপু তার শ্বাশুড়ি ও বর্তমান স্ত্রী নারগিস বেগমসহ বেশ কয়েকজনকে মোবাইল ফোনে জানান যে ইসমাইল হোসেন ইঁদুর মারা বিষ খেয়েছে। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি স্বজনরা। রবিবার তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, সকালে খবর পেয়ে উপজেলার লালমাটিয়া চোককাঁঠাল গ্রামে ভুট্টাখেত থেকে ইসমাইল হোসেনের লাশ উদ্ধার করেছেন তারা।
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের সুরতহাল রিপোর্টে তেমন কিছু চোখে পড়েনি পুলিশের।
আরও পড়ুন: গাজীপুরে নিখোঁজের দু'দিন পর শিশুর লাশ উদ্ধার
ধানখেত থেকে কোরআন হাফেজের লাশ উদ্ধার
৮৫০ দিন আগে
ইউএনওর ওপর হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি টিআইবির
ঘোড়াঘাটের ইউএনওর ওপর বর্বরোচিত হামলার ঘটনার পেছনে নিছক ‘চুরির উদ্দেশ্য’ বা ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে একটি মহল যে অপপ্রচার চালাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১৬৬২ দিন আগে
ইউএনও ওয়াহিদার ওপর হামলা: প্রধান সন্দেহভাজন আটক
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন আসাদুল হককে (৩৫) আটক করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল।
১৬৬৫ দিন আগে