মায়ের সঙ্গে নড়াইলে লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীর পানিতে শাক ধুতে গিয়ে ফাতেমা খানম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রানা শিকদারের মেয়ে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা খানমের চাচা আব্দুল্লাহ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ফাতেমা তার মায়ের সঙ্গে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে শাক ধুতে যায়। এ সময় তার মায়ের অগোচরে সে নদীর পানিতে ডুবে যায়। পরে তাকে না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যশোরে ফুচকা খেয়ে অসুস্থ ২ শতাধিক, বিক্রেতা গ্রেপ্তার
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটি মারা গিয়েছিল।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’