ইউএই
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ইউএই নেতাদের অভিনন্দন
বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতারা।
দেশটির দৃষ্টিনন্দন ও বিশেষ ভবনগুলোতে বাংলাদেশের পতাকা প্রজ্জ্বলনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, উপপ্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের মন্ত্রী মনসুর বিন জায়েদ আল নাহিয়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
বার্তায় তারা বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সুস্বাস্থ্য কামনা করেন এবং বন্ধুপ্রতীম দেশ ও জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
৮ মাস আগে
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত ইউএই: পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি
বাংলাদেশের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান- বিশেষ করে খাদ্য নিরাপত্তা এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে চিঠি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
চিঠিতে তিনি বলেন, 'বিদ্যমান সুসম্পর্ক আরও বৃদ্ধি ও উন্নয়নে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছি।’
পররাষ্ট্রমন্ত্রীর নতুন দায়িত্বভার গ্রহণ করায় ড. হাছান মাহমুদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছাও জানান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী।
১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ সম্পর্কের 'ধারাবাহিক উন্নয়নের' প্রশংসা করেন এবং এই অগ্রগতি অর্জনে উভয় পক্ষের যৌথ প্রচেষ্টার কথা তুলে ধরা হয় ড. হাছানকে লেখা ওই চিঠিতে।
আরও পড়ুন: বিএনপি এখন বলে, তারেক জিয়াই সব শেষ করল: নীলফামারীতে পররাষ্ট্রমন্ত্রী
২০২৪ সালকে সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হিসেবে উল্লেখ করে বিদ্যমান শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছানের নতুন কাজের সাফল্য কামনা করে এবং বাংলাদেশের অব্যাহত সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে তার চিঠি শেষ করেন।
শেখ আবদুল্লাহর পক্ষ থেকে ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস পররাষ্ট্রমন্ত্রী ড. হাছানের কাছে শুভেচ্ছা পৌঁছে দেয়।
আরও পড়ুন: এই সরকার জনগণের: পররাষ্ট্রমন্ত্রী
১০ মাস আগে
সরকারি সফরে ইউএই’র উদ্দেশে রওনা হয়েছেন বিমান বাহিনী প্রধান
সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান।
বৃহস্পতিবার আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সফরকালে এয়ার চিফ শারজাহতে অবস্থিত এএএল গ্রুপ, এমআরও ফ্যাসিলিটির হেলিকপ্টার মেরামত, রক্ষণাবেক্ষণ ও ওভারহল প্ল্যান্ট পরিদর্শন করবেন।
তিনি একটি দলের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ২৪ দেশের সেনাবাহিনী একসঙ্গে কাজ করবে: আইএসপিআর
এয়ার মার্শালের র্যাংক ব্যাজে সজ্জিত বিমান বাহিনী প্রধান
১ বছর আগে
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) স্বল্পমূল্যের এয়ারলাইন হিসেবে আবুধাবি ও ঢাকা/চট্টগ্রামের মধ্যে আবুধাবিভিত্তিক উইজ এয়ার ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছে।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইউএই’র সম্পর্ক দিন দিন দৃঢ় হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের ৪ সমঝোতা স্মারক সই
তিনি রাষ্ট্রদূতের কথা শুনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মোমেন বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন।
ইউএই’র রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।
তিনি বাণিজ্য ও বিনিয়োগ, বিমান ও শিপিং সংযোগ, কৃষি, খাদ্য নিরাপত্তা, ভাসমান সৌরশক্তি, ফার্মাসিউটিক্যালস, আইটি, বনায়ন ও ম্যানগ্রোভ বনের জন্য জোট ইত্যাদি বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
রাষ্ট্রদূত ২০২৩ সালে দুবাইতে অনুষ্ঠিতব্য কপ-২৮-এ বাংলাদেশের সমর্থনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন।
পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত।
মোমেন বলেন, রাষ্ট্রদূত থাকাকালে পারস্পরিক সুবিধার জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
তিনি সংযুক্ত আরব আমিরাতকে উন্নয়ন ও সমৃদ্ধির রোল মডেল হিসেবে রূপান্তরের জন্য সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
এক্সপো ২০২০ দুবাইয়ের দর্শনীয় আয়োজনের জন্য পররাষ্ট্রমন্ত্রী বিশেষভাবে নেতৃত্বকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: সংযুক্ত আরব আমিরাতের ভিসা সমাচার: গোল্ডেন ভিসা ও গ্রিন ভিসা
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত
২ বছর আগে
ইউএই’র নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এই পদে আপনার নির্বচিত হওয়া ইউএই-এর ফেডারেল সুপ্রিম কাউন্সিল এবং জনগণের দৃঢ় আস্থা ও গভীর আস্থা প্রকাশ করে। সংযুক্ত আরব আমিরাত আপনার যোগ্য নেতৃত্ব এবং গভীর প্রজ্ঞার ওপর আস্থা রেখেছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে আমাদের দুই দেশের গঠনের পর থেকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে চমৎকার দ্বিপক্ষীয় সহযোগিতা উপভোগ করছে এবং একটি দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্ব গড়ে তুলেছে।
আরও পড়ুন: আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
তিনি তার চিঠিতে ১০ মার্চ ১৯৭৪ সালে প্রথম উপসাগরীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত কর্তৃক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ঐতিহাসিক স্বীকৃতির কথা স্মরণ করেন। যা অন্যান্য ভ্রাতৃপ্রতিম আরব দেশগুলোর কাছ থেকে আমাদের স্বীকৃতি অর্জনের পথ প্রশস্ত করেছিল। এছাড়া এই অঞ্চলের সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারিত্বের ভিত্তি গড়ে উঠেছিল।
তিনি উল্লেখ করেন, বর্তমানে মজবুত ও দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক সহযোগিতার উচ্চ সোপানে পৌঁছেছে এবং মানবসম্পদ, ব্যবসা, বাণিজ্য, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতাসহ অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ অগ্রগতি হয়েছে।
তিনি তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পৃক্ততা এবং অংশীদারিত্ব আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমাদের দুই দেশের জনগণের কল্যাণে আরও সুসংহত এবং দৃঢ় করা হবে।
আরও পড়ুন: আরব আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
রোহিঙ্গা প্রত্যাবাসনে দ. কোরিয়ার ‘আরও উদ্যোগ’ চায় বাংলাদেশ
২ বছর আগে
ইউএই এর বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প সম্ভাবনাময়: রাষ্ট্রদূত
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ককে আরও জোরদার করতে আগ্রহী দুবাই। বিশেষ করে বাংলাদেশের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে সম্ভাবনাময় বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আল হামুদী।
বুধবার দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেন রাষ্ট্রদূত।
এসময় তিনি জানান, দুবাইয়ের গ্লোবাল ভিলেজে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন রয়েছে। বাংলাদেশকেও এই সুযোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
রাষ্ট্রদূত বলেন, প্যাভিলিয়ন স্থাপনের মাধ্যমে দুবাইসহ বিভিন্ন দেশের পর্যটকদের কাছে বাংলাদেশের পণ্য সম্পর্কে তথ্য তুলে ধরা সহজ হবে। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যও বাড়বে।
আরও পড়ুন: ঢাকা-রিয়াদ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: সৌদি রাষ্ট্রদূত
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম একটি শ্রমবাজার। দেশটিতে প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ সম্মানজনক পেশায় বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে বলে জানান তিনি।
বৈঠকে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দক্ষ শ্রমিক, ১৭ কোটি মানুষের বিশাল অভ্যন্তরীণ বাজার, অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো সুবিধা ও বিভিন্ন দেশে রপ্তানিতে শুল্কমুক্ত বাজার সুবিধার কারণে, বৈশ্বিক উদ্যোক্তাদের কাছে বাংলাদেশ এখন আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যে পরিণত হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে আরব আমিরাতের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান সভাপতি।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজে যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব পড়বে না: পরিকল্পনামন্ত্রী
বৈঠকে চলতি মাসে উদ্বোধন হতে যাওয়া ইউএই ও বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বিষয়েও আলোচনা হয়।
খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালাল ফুড ও দক্ষতা উন্নয়নসহ নানা খাতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপক্ষীয় বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর সুযোগ রয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, হাবীব উল্লাহ ডন, পরিচালক মো. আমজাদ হোসাইন ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।
২ বছর আগে
মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প নগরে বিনিয়োগ করবে ইউএই: তথ্যমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শিল্প উদ্যোক্তারা চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প নগরে বিনিয়োগ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
৪ বছর আগে
করোনাভাইরাস: ইউএইতে ভিসার সাধারণ ক্ষমার মেয়াদ ১৭ নভেম্বর পর্যন্ত বাড়ল
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসকারীদের মধ্যে যাদের ভিসা মেয়াদ ১ মার্চের আগে শেষ হয়েছে, তাদের জরিমানা ছাড়াই সাধারণ ক্ষমার সময়সীমা বাড়ানো হয়েছে।
৪ বছর আগে
ইউএই থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) তিনদিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ বছর আগে
দেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আবুধাবি ত্যাগ
তিন দিনের সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর শেষে মঙ্গলবার দেশের উদ্দেশ্যে আবুধাবি ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ বছর আগে