সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) উদ্দেশে রওয়ানা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
আরও পড়ুন: দালালের খপ্পরে রুশ-ইউক্রেন যুদ্ধে জড়াচ্ছেন বাংলাদেশিরা: পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র উপদেষ্টা দুবাই থেকে ওমানের রাজধানী মাস্কাটে যাবেন ১৪ ফেব্রুয়ারি। সেখানে তিনি ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশগ্রহণ করবেন।
কনফারেন্স শেষে ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।