শুটিং
শুরু হচ্ছে ‘রাজকুমার’ সিনেমার শুটিং
শাকিব খানের সঙ্গে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির জুটি নিয়ে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা এসেছিল বেশ আগে। তবে এতদিন এ নিয়ে কোনো আলোচনা ছিল না। এরমধ্যে শাকিবের কয়েকটি সিনেমা মুক্তি পেয়ে যায়। অবশেষে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং।
কোর্টনি কফি এরইমধ্যে ঢাকায় এসেছেন ‘রাজকুমার’ এর শুটিংয়ে অংশ নিয়ে। রবিবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব ও কফি। সেখানেই ফ্রেমবন্দি হন তারা আর সেখানেই খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ।
আরও পড়ুন: বলিউডেও দ্যুতি ছড়ালেন জয়া
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কফির সঙ্গে শাকিব ছবি পোস্ট করে লিখেছেন ‘রাজকুমার’ আসছে।
হিমেল আরও জানান, মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে ঢাকায় শুরু হবে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। শুটিং হবে পাবনা ও আমেরিকায়। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে।
উল্লেখ্য, বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়া রাষ্ট্রপতির জন্মদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রযোজক আরশাদ আদনান, হিমেল আশরাফ, অভিনেতা চঞ্চল চৌধুরী, ‘প্রিয়তমা’র নায়িকা ইধিকা পাল ও কণ্ঠশিল্পী কোনাল।
আরও পড়ুন: বিনা কর্তনে চলছে ‘অ্যানিমেল’, আটকে আছে ‘কাঠগোলাপ’
চরকির পর্দায় যৌথ প্রযোজনার ‘দম’
১১ মাস আগে
শুটিংয়ে ফিরলেন পরীমণি
অবশেষে দুই বছর পর লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরলেন চিত্রনায়িকা পরীমণি। রবিবার (৮ অক্টোবর) দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প-Story of Dodo’ সিনেমার শুটিং শুরু করেছেন এই তারকা।
ফেরা প্রসঙ্গে উচ্ছ্বসিত কণ্ঠে পরীমণি গণমাধ্যমে বলেন, ‘এতদিন এই দিনটির অপেক্ষায় ছিলাম। দুটি বছর এই প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছিল। ফেরার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে ফেরা। ভীষণ ভালো লাগছে শুটিংয়ে ফিরতে পেরে।’তিনি আরও বলেন, ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় দেখা যাবে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।’
আরও পড়ুন: বিরতির পর ফিরছেন পরীমণি
একটানা কাজ করে শেষ হবে সিনেমাটির দৃশ্য ধারণ। চলতি বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।
সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক।
সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।
আরও পড়ুন: পরীমণির মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে হবে
এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে: পরীমণি
১ বছর আগে
অনুমতি ছাড়াই মাইকেল হাত ধরে আমাকে সরাতে গেছেন: সায়ন্তিকা
ঢালিউডের সিনেমায় প্রথমবার চুক্তিবদ্ধ হন টলিউডের জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে কিছুদিন আগে শুটিংও করতে আসেন তিনি। তবে কাজ শেষ না করেই নিজ দেশে ফিরে যান এই তারকা। সিনেমার নৃত্য পরিচালক কর্তৃক হয়রানির বিষয়টি কারণ হিসেবে উঠে এসেছে।
শুধু তাই নয়, প্রযোজকের অব্যবস্থাপনার জন্যও শুটিং ছেড়ে যান সায়ন্তিকা। এবার এ নিয়ে ভারতে এক সংবাদমাধ্যমে কথা বলেছেন এই নায়িকা।
তিনি জানান, ‘ছায়াবাজ’ সিনেমার নৃত্যপরিচালক মাইকেল তাকে হয়রানি করেছেন। সেখানে তিনি বলেন, ‘প্রথমে অন্য মাস্টারজি এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানেও টাকাপয়সা নিয়ে সমস্যার জন্য তিনি চলে যান। তারপর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে।’
সায়ন্তিকা আরও বলেন, ‘আমি একজন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। আমার অনুমতি ছাড়া মাইকেল হাত ধরে আমাকে সরাতে যায়। তখন আমি সবার সামনেই বাধা দিই।’
সিনেমা প্রযোজকের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো উত্তরই পাওয়া যায়নি। ওর কোনো পরিকল্পনা নেই। কোনো ব্যবস্থা নেই।’
‘ছায়াবাজি’র কাজ শেষ করতে চান সায়ন্তিকা। তবে সেটি সঠিক ব্যবস্থাপনায় হতে হবে।
তাজু কামরুলের পরিচালনায় এই সিনেমায় সায়ন্তিকার সঙ্গে জুটি বাঁধেন জায়েদ খান।
১ বছর আগে
ছবির শুটিং করতে গিয়ে আহত ভারতীয় মেগাস্টার অমিতাভ বচ্চন
দক্ষিণ ভারতে একটি ছবির শুটিংয়ের সময় আহত হয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তবে বর্তমানে তিনি নিজ বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন।
রবিবার রাতে ৮০ বছর বয়সী এই বলিউড সুপারস্টার তার ব্লগে দেয়া পোস্টে এ তথ্য জানান।
ব্লগ পোস্টে তিনি জানান, হায়দ্রাবাদে বৈজ্ঞানিক কল্পকাহিনী চলচ্চিত্র ‘প্রজেক্ট কে’ তে কাজ করার সময় তিনি পাঁজরে আঘাত পেয়েছিলেন। এটি হিন্দি এবং তেলেগু ভাষায় তৈরি করা হচ্ছে এবং ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বচ্চন লিখেছেন, তার পাঁজরের কার্টিলেজ ভেঙে গেছে এবং একটি পেশী ছিঁড়ে গেছে।
আরও পড়ুন: অমিতাভ ও অভিষেক বচ্চন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি
তিনি আরও লিখেছেন যে আঘাতটি ‘কষ্টদায়ক’ ছিল এবং তিনি মুম্বাইতে বাড়ি যাওয়ার আগে একজন ডাক্তারের পরামর্শ নিয়েছেন। তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে চিকিৎসক।
মুম্বাইতে তার বাড়ির বাইরে প্রায়শই জড়ো হওয়া ভক্তদের উদ্দেশ্যে বচ্চন লিখেছেন, ‘আমি আজ সন্ধ্যায় জলসা গেটে শুভাকাঙ্খীদের সঙ্গে দেখা করতে পারব না.. তাই আসবেন না,’ ‘অন্য সব ঠিক আছে।
তিনি বলেছিলেন যে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত ছবিটিতে তার কাজ স্থগিত করা হয়েছে।
বচ্চন ২০০টিরও বেশি ভারতীয় ছবিতে অভিনয় করেছেন। ১৯৭৩ সালের ‘জাঞ্জির’ বা ‘দ্য চেইন’ চলচ্চিত্রে তার সাফল্য আসে এবং তিনি সাহসী চরিত্রে অভিনয় করে সুপারস্টারের আসনে উঠে আসেন। ভক্তদেরকে তার চুলের স্টাইল, পোশাক এবং গভীর ভয়েস অনুলিপি করতে অনুপ্রাণিত করেন।
জনপ্রিয় এই অভিনেতা একজন প্রাক্তন রাজনীতিবিদ এবং একজন টেলিভিশন উপস্থাপকও।
আরও পড়ুন: ১ হাজার কৃষকের ঋণ পরিশোধে সাহায্য করলেন অমিতাভ
১ বছর আগে
শেষ হলো জয়া আহসানের প্রথম বলিউড সিনেমার শুটিং
বাংলাদেশ ও কলকাতার গণ্ডি পেরিয়ে জয়া আহসান এখন বলিউডে পৌঁছে গেছেন। তার প্রথম হিন্দি ভাষার চলচ্চিত্র ‘করক সিং’-এর কাজ সম্প্রতি শেষ হয়েছে।
চলচ্চিত্রটির পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়া আহসানের সহশিল্পী হিসেবে কাজ করেছেন বলিউড তারকা পঙ্কজ ত্রিপাঠিসহ অনেকে।
গত বছরের ডিসেম্বরের শুরু হয় সিনেমাটির শুটিং। সম্প্রতি শেষ হয়েছে ‘করক সিং’-এর কাজ। এরপরই শুটিংয়ের কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন জয়া আহসান।
ছবি শেয়ার করে জয়া আহসান লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি ও অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। এবং আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি।’
আরও পড়ুন: বলিউড সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে জয়া আহসান
ক্যারিয়ারের রোমাঞ্চকর একটি কাজ ‘বিউটি সার্কাস’: জয়া আহসান
সেরা অভিনেত্রী হিসেবে কলকাতায় সম্মাননা পেলেন জয়া আহসান
১ বছর আগে
কলকাতার সিনেমায় সিয়াম, আগস্টে শুটিং
প্রথমবার কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ। এখনও নাম ঠিক না হওয়া সিনেমাটির নির্মাতা সায়ন্তন ঘোষাল। এতে আরও অভিনয় করবেন প্রসেনজিৎ, শ্রাবন্তী ও আয়ুষী। জানা যায় আগস্ট থেকে লন্ডনে শুটিং শুরু হবে।সিনেমার গল্প প্রসঙ্গে ইউএনবিকে সিয়াম আহমেদ বলেন, ‘গল্প নিয়ে এখনও বিস্তারিত বলার অনুমতি নেই। এটি পরিচালক ভালো বলতে পারবেন। তিনিই আমাদের জানাবেন। আমি যেটুকু বলতে পারব সেটি জানাচ্ছি। এটি পারিবারিক গল্পের একটি সিনেমা। দুটি জেনারেশনের গল্প তুলে ধরা হয়েছে। যেটি শুধু কলকাতা নয়, বাংলাদেশের দর্শকরাও সম্পৃক্ত হতে পারবে।’সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে সিয়াম আরও বলেন, ‘গত দেড় বছর ধরে প্রযোজকের সঙ্গে সিনেমাটি নিয়ে টিমের সবার আলাপ হচ্ছে। কিন্তু গল্প নির্বাচনের বিষয়ে আমরা এক হতে পারছিলাম না। অবশেষে এমন একটি গল্প নির্বাচন হয়েছে সেটি সবার পছন্দ হয়েছে।’উল্লেখ্য, নেটফ্লিক্সের ‘লিটল থিংস’খ্যাত অভিনেত্রী মিথিলা পালকারের বিপরীতে বলিউডের একটি সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। ‘ইন দ্য রিং’ শিরোনামে সিনেমাটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা অলকা রঘুরাম।
আরও পড়ুন: ফের শাকিব-পূজা জুটি
অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আদর-বুবলীর ‘তালাশ’
২ বছর আগে
ঈদের বিশেষ ‘ছায়াছন্দ’ উপস্থাপনায় এইচ এম রানা
চার দশক ধরে প্রচার হয়ে আসছে সিনেমার গান নিয়ে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ছায়াছন্দ’। এই আয়োজনের উপস্থাপনায় ছিলেন দেশ বরেণ্য অনেকে। আর প্রতিবারের ধারাবাহিকতায় ঈদ মানেই ‘ছায়াছন্দ’র বিশেষ পর্ব।
আসন্ন ঈদে বিশেষ ‘ছায়াছন্দ’ উপস্থাপনা করবেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এইচ এম রানা।
অনুষ্ঠানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন একটি অনুষ্ঠান উপস্থাপনার জন্য বিটিভি কর্তৃপক্ষ আমাকে যেই সুযোগ আর সম্মান দিয়েছেন তাতে আমি ভীষণ আপ্লুত ও অনুপ্রাণিত। ইতোমধ্যে বিটিভির নিজস্ব অডিটরিয়ামের বিশাল এক সেটে এর রেকডিং ও শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।’
এইচ এম রানার গ্রন্থনা ও উপস্থাপনায় এবং সৈয়দা ফারহানা হাসানের প্রযোজনায় ছায়াছন্দ অনুষ্ঠানটি বিটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয় দিন রাত ৮ টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।
আরও পড়ুন: বলিউড: অবশেষে গাঁটছড়া বাঁধলেন রণবীর, আলিয়া!
১৮ বছরে পা দিলো শিশুদের প্রিয় সিসিমপুর
২ বছর আগে
সিনেমার ব্যস্ততার মধ্যে বিজ্ঞাপনের শুটিংয়ে জাহারা মিতু
চলতি সময়ে ব্যস্ত চিত্রনায়িকাদের একজন জাহারা মিতু। এই বছরে তার হাতে আছে একাধিক সিনেমার শুটিং। সেগুলো শেষ করছেন একে একে। কিন্তু এরমধ্যেই দীর্ঘদিন পর অংশ নিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে।
১১ এপ্রিল সোমবার দেশের জনপ্রিয় এক ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন জাহারা মিতু। এটি নির্মাণ করেছেন ইসরার আহমেদ আদনান।
জাহারা মিতু বলেন, ‘সিনেমা নিয়ে ব্যস্ততা এখন বেশি যাচ্ছে। মাঝে করোনার জন্য যে কাজগুলো আটকে ছিল সেগুলো একে একে ইতোমধ্যে শুরু হয়েছে। আর সিনেমার জন্য পূর্ব প্রস্তুতি নিয়েও ব্যস্ত থাকতে হয়। সব মিলিয়ে বিজ্ঞাপনে কাজ চাইলেও করা হয়নি। তবে ইচ্ছা ছিল। শেষ পর্যন্ত এই কাজটি দিয়ে বিজ্ঞাপনে কাজ করা হলো।’
আরও পড়ুন: ১৪ এপ্রিল গাঁটছড়া বাঁধবেন রণবীর ও আলিয়া
বিজ্ঞাপনের শুটিং শেষ করে মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে ‘শত্রু’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন জাহারা মিতু। থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন সুমন ধর। যেখানে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
জাহারা মিতুর এখনও আর পাঁচটি সিনেমার শুটিং শেষ করা বাকি রয়েছে। সেগুলো হলো ‘আগুন’, ‘কমান্ডো’, ‘জয় বাংলা’, ‘যন্ত্রণা’ ও ‘কুস্তিগীর’।
সিনেমাগুলো নিয়ে মিতু আরো বলেন, ‘প্রতিটি সিনেমার গল্প এবং আমার চরিত্রের ভিন্নতা দর্শক খুঁজে পাবেন। সিনেমাগুলো যারা পরিচালনা করছেন সবাই এদেশের গুণী পরিচালক। তাই প্রোডাকশনের মান নিয়েও আমার ভরসা রয়েছে। কাজ করতে গিয়ে অনেক নতুন অভিজ্ঞতা হচ্ছে। আশা করি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’
আরও পড়ুন: ঈদে মুক্তির মিছিলে ৪ সিনেমা, হল মালিকদের সংশয়
২ বছর আগে
টিকটক-লাইকি ভিডিওর ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ, থানায় মামলা
টিকটক ও লাইকি ভিডিও তৈরির ফাঁদে ফেলে সিলেটে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
এ ব্যাপারে বাদী হয়ে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন কিশোরীর বাবা।
মামলার আসামিরা হলেন, গোলাপগঞ্জ থানার বাণীগাজী গ্রামের আব্দুল লতিফের ছেলে টিকটকম অভিনেতা মো. জুবের আহমদ ফান্নি ও টিলাগড়ের অভিনেত্রী লিজা।
মামলা সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জগন্নাথপুরের সোনিয়া আক্তার (ছদ্ম নাম) বেশ কিছুদিন যাবৎ লাইকি টিকটকের সঙ্গে জড়িত রয়েছে। গত প্রায় মাস খানেক আগে সিলেট নগরীর টিলাগড়ে বসবাসরত লাইকি অভিনেতা লিজা নামক এক মেয়ের সাথে সোনিয়ার পরিচয় হয়। লিজার মাধ্যমে সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়া মোহিনী ৮৩/এ এর বাসিন্দা আব্দুল লতীফের ছেলে জুবের আহমেদ ফান্নির সাথে সোনিয়ার পরিচয় ঘটে। গত ঈদের পরবর্তী সময়ে জাফলংয়ে লাইকিতে শুটিংয়ের জন্য লিজা সোনিয়াকে প্রস্তাব দেয়। বিষয়টি সোনিয়া তার বাবার সাথে শেয়ার করলে সোনিয়ার বাবা লিজার সাথে ফোনে কথা বলে মেয়েকে অভিনয়ের জন্য যাওয়ার অনুমতি দেন।
গত ১৯ মে সোনিয়ার এক আত্মীয়ের বিশ্বনাথের বাসা হতে ফান্নি ও লিজা তাকে একটি সিএনজিতে করে নিয়ে আসে। সিলেটে আসার পরে শাহপরান থানাধীন লামাপাড়া এলাকায় মোহিনী ৮৩/এ বাসার যায় তারা।
লিজা সোনিয়াকে ওই বাসায় রেখে পোশাক পরিবর্তন করার কথা বলে চলে যায়। এরপর ফান্নি সোনিয়াকে নাস্তা ও কোল্ড ড্রিংকস খেতে দেয়। সোনিয়া তা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। সে বান্ধবী লিজা ও তার বাবাকে ফোন দেয়ার চেষ্টা করলে ধর্ষক তার ফোন কেড়ে নিয়ে তাকে প্রচুর মারধর করে। এক পর্যায়ে ফান্নি সোনিয়ার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন সকালে সোনিয়া ওই ঘটনা কারো কাছে যাতে না বলে সেই বিষয়ে ফান্নি সতর্ক করে হুমকি দিয়ে অসুস্থ অবস্থায় সোনিয়াকে বিশ্বনাথে সেই আত্মীয়র বাসায় সামনে নামিয়ে দিয়ে আসে।
আরও পড়ুন: এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ: অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে সাময়িক বরখাস্তের নির্দেশ
সেখান থেকে সোনিয়াকে বাড়িতে নেয়া হলে বিস্তারিত জেনে প্রথমে সিলেট র্যা ব-৯ ও পরবর্তীতে শাহপরান থানার সহায়তা নেন ভোক্তভোগীর বাবা।
পরবর্তীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আসক ফাউন্ডেশনের সহযোগিতায় সোনিয়াকে ওসমানী মেডিকেলের ওসিসি ডিপার্টমেন্টে ভর্তি করে চিকিৎসা শেষে শাহরান (রহঃ) থানায় বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
এ ব্যাপারে ফান্নির মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অঞ্জন সিংহ বলেন, থানায় মামলা রেকর্ড হয়েছে। পুলিশের পক্ষ হতে আসামিদের গ্রেপ্তারের বিষয়ে সকল ধরনের তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে।
৩ বছর আগে
বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং জানুয়ারিতে শুরু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য জীবনীভিত্তিক চলচ্চিত্রের শুটিং আগামী জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে।
৩ বছর আগে