দেবর ও ভাবী
পরকীয়ায় চুয়াডাঙ্গায় ভাবী-দেবরের বিষপান, ভাবীর মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পরকীয়া সম্পর্কের জেরে ভাবি ও দেবর বিষপানে আত্মহত্যা চেষ্টার ঘটনায় ভাবীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শাপলা খাতুন (২২) উপজেলার মজলিশপুর গ্রামের নতুন পাড়ার কাতার প্রবাসী জাহিদ হোসেনের স্ত্রী।
অসুস্থ প্রতিবেশি দেবর সাকিব হোসেন (২৬)।
আরও পড়ুন: পিরোজপুরে বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা
স্থানীয়রা জানায়, কর্মসূত্রে শাপলা খাতুনের স্বামী জাহিদ হোসেন কাতারে অবস্থান করছেন। এরই মধ্যে শাপলা খাতুন প্রতিবেশি দেবর সাকিব হোসেনর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ সম্পর্কের কথা সাকিবের পরিবারের সদস্যরা জানতে পারলে তাকে অন্যত্র বিয়ে দেয়ার কথা ঠিক করে। সাকিবের বিয়ের বিষয়ে জানতে পেরে শনিবার সকাল ৮টার দিকে শাপলা বিষপান করে আত্মহ্যার চেষ্টা করে।
এদিকে শাপলার বিষপানের ঘটনা জানতে পেরে এর কিছুক্ষণ পরেই সাকিব হোসেনও নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে দুই পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন। সেখানেই রাত ১২টার দিকে শাপলার মৃত্যু হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা!
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ বলেন, মহিলা মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে শাপলা নামে এক তুরণী মৃত্যু হয়েছে। শনিবার সকালে বিষপানরত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে জরুরি বিভাগে নিলে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি রাখেন।
২ বছর আগে
পরকীয়ার জেরে হত্যা: দেবর ও ভাবীর যাবজ্জীবন
কুষ্টিয়ায় পরকীয়ার জের ধরে রনি ইসলাম নামে এক যুবককে হত্যার দায়ে দেবর ও ভাবীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।
৪ বছর আগে