বৃদ্ধা
মাগুরায় বাড়িতে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু
মাগুরার মহম্মদপুরে একটি বাড়িতে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রবিবার (১২ মে) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা চরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পিয়ারি বেগম মধুখালী উপজেলার আড়কান্দি গ্রামের মৃত আসমত সরদারের স্ত্রী।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে গেছে ১৫ দোকান
মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আক্কাস মোল্যার বাড়িতে আগুনে পুড়ে মারা যান তিনি। পিয়ারি আক্কাস মোল্যরার শ্বাশুরি। ১০ বছর যাবৎ মেয়ে-জামাইয়ের বাড়িতে বসবাস করছিলেন তিনি।
আগুনে দুইটি ছাপড়া ঘর ও মামালালও পুড়ে যায়। আগুনে পিয়ারি বেগমের পুরো শরীর পুড়ে যায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত থাকায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন, পুড়ে গেছে দুটি শ্রেণিকক্ষ
৬ মাস আগে
সিরাজগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ফাতেমা বেগম নামে (৬৮) এক নারীকে পিটিয়ে আহত করার পাঁচ দিন পর তার মৃত্যু হয়েছে।
পারিবারিক কলহের জের ধরে ফাতেমার ভাতিজা ও নাতিরা তাকে বেধড়ক পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: রূপগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
নিহত ফাতেমা বেগম উপজেলার বড়ভাটরা গ্রামের মৃত হাসমত আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে ফাতেমার ছেলের বউ রেশমার সঙ্গে ভাতিজা নজরুল ইসলামের পুত্রবধূ মীমের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ফাতেমার ভাতিজা নজরুল ইসলাম, নজরুলের ছেলে আরিফ, আরেক ভাতিজা আলমাছ আলী ও আলমাছ আলীর দুই ছেলে বাদশা ও ইমন মিলে লাঠিসোঁটা নিয়ে হামলা ও মারধর শুরু করে।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
তারা নিহতের দুই পুত্রবধূ রেশমা ও মেহেরজানকে মারধর করার পর ঘরের ভেতরে গিয়ে ফাতেমাকে মারধর করে গুরুতর আহত করেন।
তাকে ওইদিন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হলে বুধবার তাকে বাড়িতে আনা হয়।
আরও পড়ুন: বাঘায় স্ত্রীর ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
শুক্রবার সকালে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে শনিবার সকালে ওই হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে বাড়িতে প্রবেশের পথ নিয়ে বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যা, আহত ৫
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের ছেলে জহির উদ্দিন বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। এ মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
১০ মাস আগে
মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ফরিদ আহম্মদ (৬৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকালের দিকে কোনো এক সময় ঢাকা চট্টগ্রাম রেললাইনের সোনাপাহাড় বিএসআরএম কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে।
পরে সোমবার দুপুরে রেল পুলিশের একটি টিম ফরিদ আহমেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
নিহত ফরিদ আহম্মেদ ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সকালের দিকে রেললাইনের পাশে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে রেল পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, আমরা তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাক ও ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু
তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
১ বছর আগে
মাগুরায় আগুনে বৃদ্ধার মৃত্যু
মাগুরা, ১৬ অক্টোবর (ইউএনবি)- মাগুরা জেলার শ্রীপুরে অগ্নিকাণ্ডে সখিনা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রবিবার(১৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সখিনা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চাপাদাহ গ্রামের কাফি প্রামানিকের স্ত্রী।
আরও পড়ুন: ঝিনাইদহে গোডাউনসহ ২ দোকান আগুনে পুড়ে ৪০ লাখ টাকার ক্ষতি
মৃতের জামাই সেলিম শেখ জানান, আমার শাশুড়ি আড়াই বছর ধরে আমার বাড়িতে অবস্থান করছিল। ঘটনার দিন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বের হওয়ার জন্য গ্যাস লাইনের আগুন জ্বালালে অসাবধানতাবশত আগুন মশারিতে ধরে যায়। এবং আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের প্রচেষ্টা আগুন নেভানো হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হলে সকালে তার মৃত্যু হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা পরিমল কুমার ভৌমিক বলেন, অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্ঘটনার সংবাদ আমাদেরকে জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু বিষয়টি আমাদের অজানা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা রিশ্চিত করেছেন।
আরও পড়ুন: উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
মাগুরায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
মাগুরায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সরকারি হাই স্কুলের পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এদিকে এলাকাবাসী পুলিশকে জানিয়েছে, নিহতের নাম রুবিয়া বেগম (৫৫) এবং তার স্বামীর নাম কওছার আলী শেখ।
আরও পড়ুন: সিলেটের কানাইঘাটে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, সকালে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এটা হত্যা না কি আত্মহত্যা তা এখনি বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।
আরও পড়ুন: সিলেটের জকিগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বগুড়ায় নিখোঁজের ১৩ দিন পর যুবকের লাশ উদ্ধার
১ বছর আগে
গুলশানের নর্দায় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
রাজধানীর গুলশানের নর্দা এলাকায় শুক্রবার বিকালে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ৬৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
নিহত জাহানারা খাতুন তাহেরা ভাটারা নর্দা সৌদি মসজিদ এলাকার মৃত জসিম উদ্দিনের স্ত্রী।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে নর্দা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাজধানী পরিবহনের একটি বাস এক নারীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন: গাজীপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২
পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘রাজধানী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালককেও আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় যুবক নিহত
চট্টগ্রামে বাসের ধাক্কায় মসজিদের ইমাম নিহত
১ বছর আগে
নড়াইলে স্বামী-সন্তানের জন্য ওষুধ নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার!
নড়াইলে ঘরে শয্যাশায়ী স্বামী ও সন্তানের জন্য ওষুধ নিয়ে আর বাড়ি ফেরা হলো না বৃদ্ধা আনোয়ারা বেগমের (৭০)। বেপরোয়া গতির পিকআপ কেড়ে নিল তার প্রাণ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নড়াইল-যশোর মহাসড়কে সদর উপজেলার গাবতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আনোয়ারা দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী চাঁচরা গ্রামের শওকত মোল্যার স্ত্রী।
আরও পড়ুন: হিলিতে মোটরসাইকেল ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রী নিহত
জানা গেছে, রাস্তা পার হতে গিয়ে বৃদ্ধা আনোয়ারা পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
স্থানীয়রা জানায়, আনোয়ারার স্বামী শওকত মোল্যা ও তার ছেলে দুইজনই শয্যাশায়ী। সে তাদের জন্য ওষুধ কিনতে গাবতলা গিয়েছিলেন। সেখানে রাস্তা পার হওয়ার সময় নড়াইল থেকে যশোরগামী একটি বেপরোয়া পিকআপ আনোয়ারাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে জ্ঞান হারান। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ঘাতক পিকআপটিকে জব্দ করা গেলেও এর চালক পালিয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: রাজবাড়ীতে বালুর স্তূপ ধসে নিহত ৩
কুমিল্লায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
১ বছর আগে
সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় বৃদ্ধা নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় এক বৃদ্ধা মারা গেছেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত
নিহত মায়া নন্দী (৬৫) সীতাকুণ্ড পৌর সদরের পশ্চিম মহাদেবপুর এলাকার সুনীল নন্দীর স্ত্রী। তিনি যমুনা ডায়াগনস্টিক ল্যাবের কর্মচারী ছিলেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামমুখী একটি বাস তাকে ধাক্কা দেয়। তিনি পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে মাথা থেঁতলে যায়।
তিনি আরও বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মায়া নন্দীকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, বাসচাপায় নিহত ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
১ বছর আগে
মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত মোসাম্মত জিন্নাতুল বেগম (৬০) দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার মৃত মনিরুজ্জামানের মেয়ে। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিহতের নাতি সাজু আহমেদ জানান, সন্ধ্যার পর স্থানীয় দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন তার দাদি। কাজীপাড়া বাস স্টপেজের পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যোওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, লাশটি ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত
সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ৫ লাখ, অঙ্গহানিতে পাবেন ৩ লাখ টাকা
১ বছর আগে
কুষ্টিয়ায় বৃদ্ধার শোবার ঘরে ১৫টি গোখরা সাপের বাচ্চা
কুষ্টিয়ার খোকসায় একটি বাড়ির শোবার ঘরের মাটি খুঁড়ে ১৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে।
শুক্রবার (১৪ জুলাই) উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া কুঠিপাড়ার আছিয়া খাতুন নামের এক নারীর বাড়ি থেকে গোখরা সাপের বাচ্চাগুলো ধরেন স্থানীয় এক সাপুড়ে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় গরু চুরির সালিশে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০, ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ
ওই নারীর স্বামী আকমল শেখের মৃত্যুর পর থেকে তিনি তার ভাই রেজন মোল্লার বাড়ির একটি কাঁচাঘরে আশ্রিত রয়েছেন।
রেজন মোল্লা জানান, সকালে তার বোনের মাটির ঘর খুঁড়ে বেশ কয়েকটি জীবিত গোখরা সাপের বাচ্চা ধরা হয়। এসময় মাটির নিচে সাপের ডিমের ৩০টি খোসা পাওয়া যায়। তবে মা সাপটিকে পাওয়া যায়নি। জীবিত সাপের বাচ্চা সাপুড়েকে দিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় পিটিয়ে মারা বিষধর সাপের বচ্চাগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ৪-৫ দিন ধরে তার বাড়িতে গোখরা সাপের একাধিক বাচ্চা দেখা যাচ্ছিল। প্রতিটি বাচ্চাই দুই থেকে আড়াই ফুট লম্বা। প্রতিদিনই দুই-একটি বাচ্চা সাপ পিটিয়ে মারা হয়।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় তার বোনের ঘর থেকে একে একে বের হয়ে আসে সাতটি সাপের বাচ্চা। প্রতিবেশীদের সহযোগিতায় সেগুলোকে পিটিয়ে মারা হয়। তার গোটা পরিবার এখন সাপ আতঙ্কে রয়েছে।
আছিয়া খাতুন বলেন, তিনি মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নিজে যে এতদিন সাপের সঙ্গে বসবাস করছিলেন তা বুঝতে পারেননি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় গড়াই নদীর পার থেকে রাসেল ভাইপার সাপ উদ্ধার
কুড়িগ্রামে চলন্ত মোটরসাইকেলে বিষাক্ত সাপ, প্রাণে বাঁচল চালক
১ বছর আগে