চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ফরিদ আহম্মদ (৬৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকালের দিকে কোনো এক সময় ঢাকা চট্টগ্রাম রেললাইনের সোনাপাহাড় বিএসআরএম কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে।
পরে সোমবার দুপুরে রেল পুলিশের একটি টিম ফরিদ আহমেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
নিহত ফরিদ আহম্মেদ ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সকালের দিকে রেললাইনের পাশে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে রেল পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, আমরা তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।