ঠাকুরগাঁও সদর হাসপাতাল
করোনাভাইরাস: ঠাকুরগাঁওয়ে ৫০ শতাংশেরও বেশি শনাক্ত
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ১২১টি নমুনা পরীক্ষায় এই বছরের মধ্যে সর্বাধিক ৬১ জনের শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ৪১ শতাংশ।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পিসিআর টেস্ট) দিনাজপুর, সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট), ঠাকুরগাঁও সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালগুলো (এন্টিজেন টেস্ট) থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় মঙ্গলবার নতুন করে ৬১ জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলার ৩৫ জন, বালিয়াডাঙ্গীর ১১ জন, রানীশংকৈলের ৭ জন, হরিপুরের ৪ জন এবং পীরগঞ্জের ৪ জন। ১২১ জন রোগীর করোনা টেস্ট করা হয়। শনাক্তের হার ৫০ দশমিক ৪১ শতাংশ।
আরও পড়ুন: রামেক হাসপাতালের করোনায় ১২ মৃত্যু
সিভিল সার্জন আরও জানান, পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২ হাজার ১২১ জন, যাদের মধ্যে ১ হাজার ৬২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মোট মৃত্যু ৫১ জন।
আরও পড়ুন: মাগুরায় করোনা নিয়ন্ত্রণে লকডাউন শুরু
জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, এই জেলায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখে বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন: সিনোফার্মের দ্বিতীয় দফায় ৬ লাখ টিকা দেশে পৌঁছেছে
৩ বছর আগে
ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ
ঠাকুরগাঁও জেলায় প্রতিদিন করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
গত এক বছরের মধ্যে মঙ্গলবার সবচেয়ে বেশি সংখ্যক করোনা শনাক্ত হয়েছে একদিনে। এদিন ৩০ জন করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে ৪৪ প্রাণহানি, শনাক্ত ২৩২২
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, মঙ্গলবার রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় নতুন করে ৩০ জন করোনায় সংক্রমিত হয়েছে। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পিসিআর টেস্ট) দিনাজপুর, সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট), ঠাকুরগাঁও সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালগুলো (এন্টিজেন টেস্ট) থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১২ জন, বালিয়াডাঙ্গী ৬ জন, রানীশংকৈল ৭ জন, হরিপুর ২ জন এবং পীরগঞ্জ ৩ জন। মোট ১০৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের হার ২৮ দশমিক ৩০ শতাংশ।
আরও পড়ুন: সুশাসনের ঘাটতি করোনাভাইরাস নিয়ন্ত্রণকে দীর্ঘায়িত করছে: টিআইবি
মঙ্গলবার বালিয়াডাঙ্গী উপজেলা নিবাসী ৮০ বছর বয়সী একজন করোনা সংক্রমিত রোগী চিকিৎসাধীন অবস্থায় রংপুর করোনা ডেডিকেটেড হাসাপাতালে মারা যান।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১ হাজার ৮১২ জন। এদের মধ্যে ১ হাজার ৫৮৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মারা গিয়েছেন ৪১ জন।
আরও পড়ুন: করোনা: রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
এদিকে ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর পাঠানো হয়েছে।
৩ বছর আগে
ঠাকুরগাঁওয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলায় বরুনাগাঁও গ্রামে ছেলের লাঠির (কাঠের চেলা) আঘাতে বাবার মৃত্যু হয়েছে।
নিহত নূর ইসলাম (৬৫) ওই এলকার মৃত সিদ্দিক আলীর ছেলে।
এ ঘটনায় নূর ইসলামের ছেলে হাসিবুল ইসলামকে (৩২) আটক করা হয়েছে।
আরও পড়ুন: পলাশবাড়িতে বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে ছোট ভাই ‘খুন’
জানা যায়, সোমবার সকালে নূর ইসলামকে তার ছেলে হাসিবুল ইসলাম একটি কাঠের চেলা দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় এলাকার লোকজন নূর ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর নিয়ে যাওয়ার পথেই নূর ইসলামের মৃত্যু হয়।
সদর থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম পরিবারের লোকজনের বরাত দিয়ে বলেন, আগের দিন বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করেই সম্ভবত এই হত্যাকাণ্ড হতে পারে। তারপরও আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে।
আরও পড়ুন: সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে খুনের মামলায় চার্জশিট দাখিল
তিনি আরও বলেন, এ ঘটনায় ছেলে হাসিবুল ইসলাম হাসুকে গ্রেপ্তার করা হয়েছে ও নিহত নুর ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে তালাকপ্রাপ্ত স্বামীর হাতে গৃহবধূ খুন
সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
৩ বছর আগে
বিয়ে না করায় নার্সকে উত্যক্ত, যুবকের ৩ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও সদর হাসপাতালের নার্সকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
৪ বছর আগে