ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ১২১টি নমুনা পরীক্ষায় এই বছরের মধ্যে সর্বাধিক ৬১ জনের শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ৪১ শতাংশ।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পিসিআর টেস্ট) দিনাজপুর, সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট), ঠাকুরগাঁও সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালগুলো (এন্টিজেন টেস্ট) থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় মঙ্গলবার নতুন করে ৬১ জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলার ৩৫ জন, বালিয়াডাঙ্গীর ১১ জন, রানীশংকৈলের ৭ জন, হরিপুরের ৪ জন এবং পীরগঞ্জের ৪ জন। ১২১ জন রোগীর করোনা টেস্ট করা হয়। শনাক্তের হার ৫০ দশমিক ৪১ শতাংশ।
আরও পড়ুন: রামেক হাসপাতালের করোনায় ১২ মৃত্যু
সিভিল সার্জন আরও জানান, পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২ হাজার ১২১ জন, যাদের মধ্যে ১ হাজার ৬২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মোট মৃত্যু ৫১ জন।
আরও পড়ুন: মাগুরায় করোনা নিয়ন্ত্রণে লকডাউন শুরু
জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, এই জেলায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখে বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।