সেফটি ট্যাংক
বরিশালে সেফটি ট্যাংকে পড়ে যাওয়া বালতি তুলতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু
বরিশালের বানারীপাড়ায় রবিবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে সেফটি ট্যাংকে পড়ে যাওয়া বালতি তুলতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
নিহতেরা হলেন- বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের হাওলাদার বাড়ির আবুল কালাম হাওলাদার (৭০) এবং তার ছেলে কামরুল ইসলাম হায়দার (৪৩)।
আরও পড়ুন: বরিশালে স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে স্বামীর যৌতুক দাবির মামলা!
বানারীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই জানান, কয়েকদিন আগে তারা নিজ বাড়িতে নতুন সেফটিক ট্যাংক নির্মাণ করেন। রবিবার (২৭ আগস্ট) সকালে সেন্টারিং খুলতে সেফটি ট্যাংকির মধ্যে জমে থাকা পানি পরিষ্কার করতে গিয়ে বালতিটি ট্যাংকের ভিতরে পড়ে যায়। পড়ে যাওয়া বালতি তুলতে গিয়ে ট্যাংকের মধ্যে নেমে ছেলে কামরুল ইসলাম অজ্ঞান হয়ে পড়েন। ছেলেকে উদ্ধারের জন্য সেপটিক ট্যাংকে নামলে বাবাও অজ্ঞান হয়ে পড়েন।
তিনি বলেন, পরে স্বজন ও স্থানীয়রা অচেতন অবস্থায় বাবা ও ছেলেকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এসআই ওসমান গনি আরও বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে শিশু ধর্ষণের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নিহত
১ বছর আগে
হাজীগঞ্জে সেফটি ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংক থেকে সেন্টারিং খুলতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজারের হকার্স মার্কেটে বারেক হাজীর নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চাপাইনবাবগঞ্জ জেলার নাছোল উপজেলার সুখানদিঘি গ্রামের মো. সাজেমান আলীর ছেলে রাব্বানি (৩৮) ও তার ছোট ভাই মোহন (২২)।
স্থানীয় বাসিন্দা আরাফাত হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার সময় মোহন নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে সেন্টারিং খোলার জন্য নামে। এরপর তার কোন সাড়া না পেয়ে তার ভাই রাব্বানি ট্যাংকের ভেতরে নামে। তারও কোন সাড়া না পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন করা হয়। ফায়ার সার্ভিস এসে দুই ভাইকে সেফটি ট্যাংক থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, দুই ভাইয়ের লাশ থানায় নেয়া হয়েছে। পরিবার থেকে সিদ্ধান্ত দিলে বাকি আইনী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় জলাশয়ে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
নওগাঁয় বোনকে আনতে গিয়ে প্রাণ গেল ভাইয়ের
২ বছর আগে
কুড়িগ্রামে সেফটি ট্যাংকের বিষক্রিয়ায় নিহত ১
কুড়িগ্রাম পৌরসভা এলাকার গোডাউন কামারপাড়া এলাকায় নতুন সেফটি ট্যাংকের সাটার খোলার পর বিষক্রিয়ায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত রতন (৩২) পার্শ্ববর্তী বেলগাছা ইউনিয়নের আত্মারাম গ্রামের মোকছেদ আলীর ছেলে।
আরও পড়ুন: কুড়িগ্রামে হেরোইনসহ গ্রেপ্তার ৩
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক মনোরঞ্জন সরকার জানান, কামারপাড়া গ্রামের পশু চিকিৎসক ওয়াজেদ মিয়ার ছেলে মামুনের বাড়িতে নতুন সেফটি ট্যাংকের সাটার খুলে নিচে নামতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শ্রমিক রতন ঢলে পড়েন। তাকে রশি দিয়ে টেনে তোলার পর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে হাট বাজারগুলোতে স্বাস্থ্যবিধির বেহাল অবস্থা
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার।
আরও পড়ুন: আদালতের আদেশ অমান্য করে কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
৩ বছর আগে
সাতক্ষীরার সেই শিশুকে ‘বাবা-মা’ই হত্যা করে’ সাজিয়েছে গুমের নাটক
নিখোঁজের ৪০ ঘণ্টা পর সাতক্ষীরার নবজাতক শিশু সন্তান সোহানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে
লক্ষ্মীপুরে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু
লক্ষ্মীপুরে নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া অপর দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ বছর আগে