নিহতরা হলেন- কামাল হোসেন ও ওমর ফারুক। গুরুতর অসুস্থ দুই শ্রমিক হলেন- সোহাগ হোসেন ও ইউসুফ চৌধুরী।
বুধবার দুপুরে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের হোগলডহুরী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার দুপুরে ইউসুফ চৌধুরী নিজ বাসায় নির্মাণাধীন সেফটি ট্যাংকের সেন্টারিংয়ের মালামাল খুলতে যায় শ্রমিকরা। এসময় সেফটি ট্যাংকের ভিতরে প্রথমে কামাল উদ্দিন নেমে আর ওপরে উঠেনি। তারপর তাকে দেখতে নামে অপর শ্রমিক ওমর ফারুক। সেও না উঠায় সোহাগ ও ইউসুফ চৌধুরী তাদের দেখতে ট্যাংকে নামার পর দুজনই অসুস্থ হয়ে পড়ে।
এরপর স্থানীয়রা তাদের দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ট্যাংক ভেঙে দুজনের লাশ উদ্ধার করে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা ওয়াসি আজাদ জানান, ট্যাংকে বিষাক্ত গাসের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। অপর দুই শ্রমিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোসলেহ উদ্দিন জানান, নিহত দুই শ্রকিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।