পুলিশ হেফাজতে মৃত্যু
নরসিংদীতে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু: এমএসএফের সুষ্ঠু তদন্ত দাবি
নরসিংদীতে পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মানবাধিকারবিষয়ক সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
পুলিশের হেফাজতে থাকা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। এমএসএফ সুষ্ঠু তদন্তের পর এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি করছে। বিষয়টি এমএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্তবার জানানো হয়। আইন ও সালিশ কেন্দ্র ছেড়ে যাওয়ার পর মানবাধিকারকর্মী সুলতানা কামাল এমএসএফ প্রতিষ্ঠা করেন।
এর আগে বুধবার সকালে রায়পুরা থানার শৌচাগার থেকে আসামি সুজন মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সেখানে ভেন্টিলেটরের রডের সঙ্গে তার পরনের শার্ট ব্যবহার করে ঝুলতে থাকা লাশটি পাওয়া যায়।
গত ৫ নভেম্বর রায়পুরা পৌর এলাকার মজিবুর রহমানের ছেলে সুজন মিয়া তার স্ত্রী লাভলী আক্তারকে ছুরিকাঘাত করে হত্যা করে বলে অভিযোগ উঠে। পরে তাকে ফরিদপুর সদর উপজেলার আটরশি দরবার শরিফ এলাকা এলাকা থেকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেয়া হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে ‘পুলিশ হেফাজতে মৃত্যু’: মানবাধিকার সংগঠনের বিচার দাবি
এমএসএফ জানিয়েছে যে অভিযুক্তের মৃত্যু সংক্রান্ত বক্তব্য কোনোভাবেই বিশ্বাসযোগ্য হতে পারে না। শৌচাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে বলা হচ্ছে। সেখানে অনেক মানুষকে আটকে রাখা হয়েছে। সুতরাং, এটি অসম্ভব যে কেউ এত গুরুতর ঘটনা লক্ষ্য করবে না। জেলা পুলিশ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।
সংবিধান অনুযায়ী হেফাজতে যেকোনো ব্যক্তির সুরক্ষা দেয়া রাষ্ট্রীয় দায়িত্ব। তাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে এমএসএফ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
নারীর প্রতি সহিংসতা বাড়ছে: এমএসএফের প্রতিবেদন
১১২০ দিন আগে
লালমনিরহাটে হেফাজতে মৃত্যু: পুলিশের তদন্ত কমিটি
লালমনিরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগে আটকের কয়েক ঘণ্টা পর থানায় পুলিশ হেফাজতে হিমাংশু রায়ের মৃত্যুর ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাট পুলিশের এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামানকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ও কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুতে আটক, পুলিশ হেফাজতে স্বামীর মৃত্যু
তিনি জানান, ওই কমিটি তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
পুলিশ সুপার বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য আটক হিমাংশু রায়ের আত্মহত্যার কারণ জানতে ও ওই ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে কোনো অবহেলা ছিল কি না তা দেখতে জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: পুলিশ হেফাজতে মৃত্যু: ৩ সদস্যের যাবজ্জীবন
প্রসঙ্গত, গত শুক্রবার সকালে স্ত্রীকে হত্যার অভিযোগে আটকের কয়েক ঘণ্টা পর লালমনিরহাট জেলায় ৩৪ বছর বয়সী হিমাংশু রায় পুলিশ হেফাজতে মারা যান। তবে পুলিশের দাবি, বিশ্বেশ্বর রায়ের ছেলে হিমাংশু চন্দ্র থানার ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১৪২৭ দিন আগে
স্ত্রীর মৃত্যুতে আটক, পুলিশ হেফাজতে স্বামীর মৃত্যু
স্ত্রীকে হত্যার অভিযোগে আটকের কয়েক ঘণ্টা পর শুক্রবার লালমনিরহাট জেলায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তি পুলিশ হেফাজতে মারা গেছেন।
তবে পুলিশের দাবি, বিশ্বেশ্বর রায়ের ছেলে হিমাংশু চন্দ্র থানার ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, শুক্রবার সকালে হিমাংশু রায়ের বাড়িতে তার স্ত্রী ছবিতা রানীর (৩০) লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারসহ মৃত্যুর কারণ জানতে ওই নারীর স্বামী হিমাংশু রায়কে আটক করে থানায় নিয়ে আসেন।
আরও পড়ুন: পুলিশ হেফাজতে মৃত্যু: ৩ সদস্যের যাবজ্জীবন
ওসি জানান, জিজ্ঞাসাবাদ শেষে থানার একটি রুমে তাকে রাখা হয়। সেই রুমে হিমাংশু রায় আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হিমাংশুর বড় ভাই সুধীর চন্দ্র রায় বলেন, ‘সুস্থ ভাইকে ধরে নিয়ে গেছে পুলিশ। থানা হেফাজতে কীভাবে মারা গেল আমাদের জানা নেই। আমাদের ধারণা তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আমরা এর বিচার চাই।’
আরও পড়ুন: ডিবি পুলিশ হেফাজতে মৃত্যু: সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
এ বিষয়ে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. হিরনর্ময়ন বর্মন সাগর জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।
১৪২৮ দিন আগে
পররাষ্ট্রমন্ত্রীর সাথে পুলিশ হেফাজতে নিহত রায়হানের স্বজনদের সাক্ষাৎ
সিলেটে পুলিশ হেফাজতে নিহত রায়হানের স্বজনরা ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে সাক্ষাৎ করেছেন।
১৮৫২ দিন আগে
সিলেটে রায়হান হত্যা: সাময়িক বরখাস্ত এসআই আকবর গ্রেপ্তার
সিলেটে রায়হান হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ (আইসি) সাময়িক বরখাস্ত এসআই আকবরকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে।
১৮৫২ দিন আগে
পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু: স্বাধীন তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
সিলেটে পুলিশ হেফাজতে যুবক রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
১৮৭৯ দিন আগে
পুলিশ হেফাজতে মৃত্যু: ৩ সদস্যের যাবজ্জীবন
নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের প্রথম রায়ে তিন পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার এক আদালত।
১৯১৩ দিন আগে