আইএসএ
নয়াদিল্লিতে আন্তর্জাতিক সৌর জোটের ৬ষ্ঠ অধিবেশন অনুষ্ঠিত
ভারতের নয়াদিল্লিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক সৌর জোটের (আইএসএ) ৬ষ্ঠ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
অধিবেশনে সভাপতিত্ব করেন ভারতের বিদ্যুৎ ও নতুন ও নবায়নযোগ্য শক্তিমন্ত্রী শ্রী রাজ কুমার সিং। আইএসএর ১১৬টি সদস্য ও স্বাক্ষরকারী দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা অধিবেশনে অংশ নেন।
এই উপলক্ষে শ্রী রাজ কুমার সিং বলেন, ‘বিশ্বের প্রায় ৮০ শতাংশ জনসংখ্যা এমন দেশে বাস করে যেগুলো জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভর করে। নবায়নযোগ্য শক্তি উৎসগুলো ২০৩০ সালের মধ্যে বিশ্বের মোট বিদ্যুতের ৬৫ শতাংশ সরবরাহ করতে এবং ২০৫০ সালের মধ্যে বিদ্যুৎ খাতের ৯০ শতাংশ কার্বনমুক্ত করতে পারে। আন্তর্জাতিক সৌর জোট সদস্য দেশগুলিকে সৌরকে শক্তির উৎস হিসেবে বেছে নিতে, বিনিয়োগ আকর্ষণের অনুকূল পরিবেশ তৈরি করতে এবং বাড়ন্ত বিশ্ব চাহিদা মেটাতে প্রয়োজনীয় শক্তি সরবরাহ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’
তিনি বলেন, ‘এর জন্য আইএসএ তার ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (ভিজিএফ) পদ্ধতির মাধ্যমে দেশে প্রতি প্রকল্পে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা প্রকল্পের ব্যয়ের ১০ শতাংশ (যেটিই কম) অনুদান প্রদান করে। অধিবেশনে প্রকল্পের ধারণা এবং দেশগুলোর প্রয়োজনের উপর নির্ভর করে প্রকল্পের ব্যয়ের ৩৫ শতাংশ পর্যন্ত অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।’
অধিবেশনের সহসভাপতি ফ্রান্সের উন্নয়ন, ফ্র্যাঙ্কোফোনি ও আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রতিমন্ত্রী হেলেন জাকারোপুলো বলেন, ‘ফ্রান্সের জন্য আইএসএ ক্লিন এনার্জির উন্নয়ন এবং জলবায়ু বিঘ্ন মোকাবিলা করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমাদের জোটকে নিয়মিত এবং ক্রমবর্ধমান সমর্থনসহ আমরা এই প্রকল্পে আমাদের পূর্ণ ভূমিকা পালন করছি।’
তিনি বলেন, ‘ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) মাধ্যমে আমরা ২০১৬ সাল থেকে ১ দশমিক ৫ বিলিয়ন ইউরোরও বেশি মূল্যের সৌর প্রকল্পে অর্থায়ন করেছি। ফ্রান্স পদক্ষেপ নিচ্ছে এবং আমরা তা ত্বরান্বিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। গত বছর, আমরা আমাদের অংশীদারদের জলবায়ু অর্থায়নে ৭ দশমিক ৫ বিলিয়ন ইউরোরও বেশি অর্থ সরবরাহ করেছি। এগুলো কেবলমাত্র সংখ্যা নয়, বরং বাস্তব প্রকল্প। যেমন বেনিনের ওনিগবোলো সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ; যা আমরা এই বছর সম্পন্ন করেছি। যা বেনিনের জনগণের কাছে ২৫ মেগাওয়াট ক্লিন এনার্জি নিয়ে এসেছে।’
আরও পড়ুন: বৈষম্যহীন বিশ্ব গড়ার প্রত্যয়ে ডিপিআই ও এআই আন্তর্জাতিক সম্মেলন শুরু
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অংশীদারদের ন্যায্য শক্তি রূপান্তর পরিকল্পনা প্রণয়ন ও অর্থায়নেও সহায়তা করি। এটি আমাদের সমস্ত আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রতিষ্ঠাতা নীতি: জাতীয় কর্মসূচি ও অগ্রাধিকারের উপর ভিত্তি করে। সৌর বিপ্লবকে শক্তির অভিগম্যতার একটি বিস্তৃত কৌশল দ্বারা সমর্থিত হতে হবে। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে এই জোটের বিশ্বের বৃহৎ চ্যালেঞ্জগুলোর একটির সমাধান প্রদানের ক্ষমতা রয়েছে, বিশ্বের অসঙ্গতি সত্ত্বেও।’
আন্তর্জাতিক সৌর জোটের মহাপরিচালক ড. অজয় মথুর বলেন, ‘বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এবং নির্ভরযোগ্য শক্তি না পাওয়াদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে এমন প্রয়োগে সৌর শক্তির বিকাশ ত্বরান্বিত করার জরুরি প্রয়োজন রয়েছে। যেমন- সৌর মিনি-গ্রিড থেকে বিদ্যুৎ পাওয়া, কৃষি পাম্পে শক্তি জোগানো, কোল্ড স্টোরেজ পরিচালনা ইত্যাদি।’
তিনি বলেন, ‘আইএসএ এলডিসি ও এসআইডিসহ ৫৫টি উন্নয়নশীল দেশে ৯ দশমিক ৫ গিগাওয়াটেরও বেশি সৌর অ্যাপ্লিকেশন সুবিধা প্রদান করছে এবং সৌর শক্তিকে সমর্থন করে জীবিকা নির্বাহের উপায়গুলোর উপর উন্নয়নশীল বিশ্বজুড়ে প্রায় চার হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়েছে। আমরা আমাদের সদস্য দেশগুলোতে সৌর শক্তি বিষয়ে প্রযুক্তি, জ্ঞান ও দক্ষতার কেন্দ্র হিসেবে কাজ করবে এমন স্টার কেন্দ্রগুলো গড়ে তুলতে কাজ করছি।’
ড. অজয় মথুর বলেন, ‘এছাড়াও, আইএসএ সৌর মিনি-গ্রিডগুলোকে বিশ্বব্যাপী শক্তির অভিগম্যতা প্রদান করতে সক্ষম করছে, বিশেষ করে যেখানে গ্রিড সম্প্রসারণ খুব ব্যয়বহুল। গ্যারান্টিগুলো বেসরকারি খাতের বিনিয়োগকে আকর্ষণ করতে সাহায্য করে এবং আইএসএ আফ্রিকার সদস্য দেশগুলোতে তার গ্লোবাল সোলার সুবিধার মাধ্যমে গ্যারান্টি প্রদানের জন্য এমন একটি পদ্ধতি তৈরি করেছে। আমরা এই দেশগুরোর উদ্যোক্তাদেরকেও সক্ষম করছি, যারা সাহায্যে বিভিন্ন দেশ ও অঞ্চলজুড়ে সৌর শক্তির প্রধান সরবরাহকারী হতে পারে।’
২০২০ সালের মে মাসে এলডিসি ও এসআইডির চাহিদা পূরণের জন্য আইএসএ নমুনা প্রকল্প শুরু করে। এর লক্ষ্য ছিল সৌর প্রযুক্তির অ্যাপ্লিকেশনগুলো প্রদর্শন করা, যা স্কেল আপ করা যেতে পারে এবং উপকারী সদস্য দেশগুলোর ক্ষমতা গড়ে তোলা। আইএসএ-র সহায়তায় স্থাপিত চারটি প্রকল্পের উদ্বোধন করেন শ্রী আর কে সিং।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে:
মালয় প্রজাতন্ত্রের সংসদ ভবনের সৌরায়ণ, ফিজি প্রজাতন্ত্রের দুটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের সৌরায়ণ, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৮ কিলোওয়াট সৌর পিভি সিস্টেম এবং ২০ কিলোওয়াট ব্যাটারি স্টোরেজ ক্ষমতাসহ সেইচেল প্রজাতন্ত্রের লা দিগ দ্বীপে কৃষি অংশীদারদের সুবিধার্থে ৫ মেট্রিক টন ক্ষমতার একটি সৌর চালিত কোল্ড স্টোরেজ স্থাপন। এছাড়া, কিরিবাতি প্রজাতন্ত্রের নওয়াই জুনিয়র সেকেন্ডারি স্কুল (জেএসএস)-এ ২৪ কিলোওয়াট বিএসএসের সঙ্গে জুড়ি ৭ কিলোওয়াট সৌর পিভি ছাদ সিস্টেমসহ সৌরায়ণ।
প্রকল্পগুলো আইএসএর সদস্য দেশগুলোকে সৌর শক্তি উন্নয়নে সহায়তা করার প্রতিশ্রুতির প্রমাণ। আইএসএ সৌর শক্তির সুবিধাগুলো সবার কাছে পৌঁছে দিতে কাজ করে চলবে, যাতে আমরা একটি টেকসই ও স্বচ্ছ শক্তি ভবিষ্যৎ নির্মাণ করতে পারি।
আরও পড়ুন: ঢাকায় টেক্সাইল ট্যালেন্ট হান্ট ৮.০ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত
শ্রী সিং বলেন, ‘আইএসএ অনুদান উদ্যোগের আওতায় আইএসএ’র প্রদত্ত ৫০ হাজার মার্কিন ডলার প্রতিটি প্রকল্পের মাধ্যমে মালয় প্রজাতন্ত্র, ফিজি প্রজাতন্ত্র, সেইচেল প্রজাতন্ত্র এবং কিরিবাতি প্রজাতন্ত্রের চারটি প্রকল্প উদ্বোধন করা আমার সম্মান ও সৌভাগ্যের। আইএসএ আমাদের সদস্য দেশগুলোর অর্জনকে স্বীকৃতি দেয় এবং সৌর শক্তির মাধ্যমে শক্তি রূপান্তরের কারণে তাদের প্রচেষ্টার প্রশংসা করে। আমাদের সম্মিলিতভাবে একে অপরের সাফল্য ও চ্যালেঞ্জ থেকে শিখতে হবে।’
অধিবেশনটিতে আইএসএ’র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার প্রতিটি সদস্য দেশের প্রতিনিধিত্ব করা হয়।
এই সংস্থা আইএসএর ফ্রেমওয়ার্ক চুক্তির বাস্তবায়ন এবং এর উদ্দেশ্য অর্জনের জন্য গ্রহণযোগ্য সমন্বিত পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। অধিবেশনটি বার্ষিকভাবে মন্ত্রী পর্যায়ে আইএসএর সদর দপ্তরে বসে।
এটি সৌর শক্তি স্থাপন, কর্মক্ষমতা, নির্ভরযোগ্যতা, খরচ ও অর্থায়নের স্কেলের ক্ষেত্রে প্রোগ্রাম এবং অন্যান্য কার্যক্রমের সামগ্রিক প্রভাব মূল্যায়ন করে।
আইএসএর ষষ্ঠ অধিবেশনে শক্তি অভিগম্যতা, জ্বালানি সুরক্ষা এবং শক্তি রূপান্তরের তিনটি জটিল বিষয়ের উপর আইএসএর মূল উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
আন্তর্জাতিক সৌর জোট (আইএসএ) ১১৬টি সদস্য এবং স্বাক্ষরকারী দেশ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। এটি সরকারগুলোকে সৌর শক্তির ব্যবহার সহজ করতে এবং কার্বন-নিরপেক্ষ ভবিষ্যতে টেকসই রূপান্তর হিসেবে সৌর শক্তির প্রচারে সহায়তা করে।
আইএসএর লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সৌর শক্তিতে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণ করা এবং প্রযুক্তি ও এর অর্থায়ন খরচ কমানো। এটি কৃষি, স্বাস্থ্য, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন খাতে সৌর শক্তির ব্যবহারকে উৎসাহিত করে।
আইএসএ সদস্য দেশগুলো নীতি ও বিধিমালা প্রণয়ন, সেরা অনুশীলন শেয়ারিং, সাধারণ মানদণ্ডে সম্মত হওয়া এবং বিনিয়োগ সংগঠনের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসছে।
এই কাজের মাধ্যমে আইএসএ সৌর প্রকল্পের জন্য নতুন ব্যবসায়ী মডেল শনাক্ত, নকশা এবং পরীক্ষা করেছে; সরকারগুলোকে সহজে সৌর বিশ্লেষণ এবং পরামর্শের মাধ্যমে তাদের শক্তি বিধিমালা এবং নীতিগুলোকে সৌরবান্ধব করতে সহায়তা করেছে; বিভিন্ন দেশ থেকে সৌর প্রযুক্তির জন্য চাহিদা পূরণ করেছে এবং খরচ কমিয়েছে; ঝুঁকি কমিয়ে এবং খাতটিকে বেসরকারি বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় করে তুলে অর্থায়নে অভিগম্যতা উন্নত করেছে; সৌর প্রকৌশলী এবং জ্বালানি নীতি নির্ধারকদের জন্য সৌর প্রশিক্ষণ, ডেটা এবং অন্তর্দৃষ্টির অ্যাক্সেস বৃদ্ধি করেছে।
আইএসএ ভারতে সদর দপ্তর সহকারে প্রথম আন্তর্জাতিক আন্তঃসরকারি সংস্থাগুলির মধ্যে একটি। এটি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক (এমডিবি), উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান (ডিএফআই), বেসরকারি ও সরকারি খাতের সংগঠন, নাগরিক সমাজ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করছে যাতে বিশেষ করে অনুন্নত দেশ (এলডিসি) এবং ছোট দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রে (এসআইডি) সৌর শক্তির মাধ্যমে ব্যয়বহুল ও রূপান্তরমূলক সমাধান স্থাপন করা যায়।
আরও পড়ুন: ঢাকায় জাতীয় যুব উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত
১ বছর আগে
সমুদ্র তলদেশের সম্পদের পূর্ণ সুবিধা ঘরে তুলতে আইএসএ’র সহযোগিতা চায় ঢাকা
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, সমুদ্রতলের বিস্তীর্ণ ও অনাবিষ্কৃত সম্পদ দিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকার ক্ষেত্রে পরিবর্তনমূলক পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার জ্যামাইকার কিংস্টনে আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের (আইএসএ) ২৬তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তব্যে রাবাব ফাতিমা এ কথা বলেন।
তিনি বলেন,গভীর সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণা,সক্ষমতা বিনির্মাণ ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে প্রবেশের ক্ষেত্রে আইএসএ-এর বর্ধিত সহযোগিতা প্রয়োজন।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা আইএসএ থেকে সমুদ্র তীরবর্তী সম্পদের আর্থিক সুবিধার ন্যায়সঙ্গত অংশীদারী নিশ্চিত করার এবং এই এলাকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতের বিনিয়োগকে সহজতর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, আমাদের উন্নয়ন যাত্রাকে গতিশীল করুন।
আরও পড়ুন: জ্যামাইকায় রাবাব ফাতিমার পরিচয়পত্র পেশ
বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত রূপকল্প ২০৪১ এর কথা তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা। রুপকল্প ২০৪১ এর অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সমুদ্র তলদেশের সম্পদ থেকে প্রাপ্ত আর্থিক সুবিধার ন্যায়সঙ্গত অংশীদারিত্ব নিশ্চিত করা এবং সমুদ্র তলদেশে বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতের বিনিয়োগকে সহজতর করার ওপর জোর দেন।
এসময় তিনি সমুদ্র তলদেশ থেকে খনিজ সম্পদ অন্বেষণ করার সময় সামুদ্রিক পরিবেশ সুরক্ষার ওপরও জোর দেন।
এক্ষেত্রে তিনি সামুদ্রিক পরিবেশ এবং এর সম্পদের কার্যকর ব্যবহার,সংরক্ষণ ও সুরক্ষার জন্য সম্প্রতি প্রণীত ‘বাংলাদেশ মেরিটাইম জোনস্ আইন’ এর বিষয়টি তুলে ধরেন।
আইএসএ-এর ২৬তম বার্ষিক এই অধিবেশন কিংস্টনে ১৩ ডিসেম্বর শুরু হয়েছে যা ১৫ ডিসেম্বর শেষ হবে।
রাষ্ট্রদূত রাবাব ফাতিমা আইএসএ-এর মহাসচিব মাইকেল ডব্লিউ লজের আমন্ত্রণে এ অধিবেশনে যোগ দেন।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই অধিবেশনে সংস্থাটির সদস্য দেশগুলোর উল্লেখযোগ্য সংখ্যক স্থায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট এর সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বর্তমানে আইএসএ কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: বঙ্গমাতার জীবনাদর্শ হোক সকল নারীর অনুকরণীয়: রাবাব ফাতিমা
শেখ কামালের ভূমিকা যুব সমাজের জন্য অনুকরণীয় আদর্শ: রাবাব ফাতিমা
৩ বছর আগে
আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের সদস্য হলো বাংলাদেশ
আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের (আইএসএ) পরিষদ-সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চার বছর মেয়াদে এই পরিষদ কাজ করবে।
৩ বছর আগে
আইএসএ’র সাথে আরও বেশি সহযোগিতা চায় বাংলাদেশ
টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের উপায় হিসেবে সক্ষমতা বিনির্মাণ এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির (আইএসএ) মধ্যে আরও বেশি সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
৪ বছর আগে