ওভারপাস
নরসিংদীতে ওভারপাস থেকে নিচে পড়ল বাস, নিহত ২
নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ওভারপাস থেকে প্রায় ৩০ ফিট নিচে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১০ আগস্ট) মধ্যরাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলা হাসপাতালের বাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ব্যক্তিগত কারণ দেখিয়ে কুবি উপাচার্যের পদত্যাগ
নিহত নুরুল ইসলাম সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফের ছেলে এবং নুর উদ্দিন হবিগঞ্জের মৃত ইদ্রিস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী ঢাকা এক্সপ্রেসের একটি বাস একটি ট্রাককে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের ওপর থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলাম নিহত হন।
এছাড়া ফায়ার সার্ভিস ও সেনা সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে নুর উদ্দিন নামে আরেক যাত্রীর মৃত্যু হয়।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান বলেন, ‘যাত্রীবাহী বাস দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় এখানে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।’
আরও পড়ুন: আল্টিমেটামের ৪ ঘণ্টার মধ্যেই জবি উপাচার্যের পদত্যাগ
৩ মাস আগে
দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজের ৪২ শতাংশ অগ্রগতি
দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন নতুন রেললাইন প্রকল্পের আগস্ট পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৪২ শতাংশ। ২০২২ সালের জুনে এডিবির অর্থায়নে নির্মিত এ প্রকল্পটি চালু হবার সম্ভাবনা রয়েছে।
৪ বছর আগে