গোয়েন্দা বিভাগ
রাজধানীতে অনলাইন প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
ফেসবুক ব্যবহার করে নিম্নমানের পণ্য বিক্রি করে গ্রাহকদের প্রতারণার অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. বাপ্পি হাসান (২৪), মো. আরিফুল ওরফে হারিসুল (১৯), মো. সোহাগ হোসেন (২২), মো. বিপ্লব শেখ (২৫) ও নুর মোহাম্মদ (২৮)।
আরও পড়ুন: রাজশাহীতে বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ, আটক ১
এক সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ) মো রাজীব আল মাসুদ জানান, গোপন সূত্রে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম রবিবার ধানমন্ডির শংকর এলাকার অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ নিম্নমানের ব্যবহারের অযোগ্য শাড়ি, থ্রি পিস ও বিভিন্ন পোশাক জব্দ করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনাবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আটক ৫
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা ফেসবুকে তাদের ১৭টি অনলাইন শপিং পেজের মাধ্যমে ভালো মানের পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছে নিম্নমানের পণ্য সরবরাহ করত।
আটকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
২ বছর আগে
গাজীপুরে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেপ্তার ৬
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তারের দাবি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ডিবি সদস্যরা। মঙ্গলবার রাতে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মিনারুল ইসলাম সুজন (২৪), ইদ্রিস মিয়া (৪০), রাজু সোহেল (২২), হৃদয় হোসেন (২০), সুজন রানা(১৯)ও মেহেদী হাসান অপু (২১)।
জিএমপির উপ-কমিশনার জাকির হাসান জানান, মঙ্গলবার রাতে মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানিক দল নগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, চাকুসহ নানা ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আসামিদের অধিকাংশের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আরও পড়ুন: নরসিংদীতে গ্রেপ্তার ৪, ডাকাতির সরঞ্জাম উদ্ধার
খামারের আড়ালে ডাকাতি: ৪১টি গরু উদ্ধার, গ্রেপ্তার ৬
২ বছর আগে
খুলনায় পুলিশের সোর্স হত্যায় গ্রেপ্তার ৩
মহানগরীতে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সোর্স শফিকুল ইসলাম (৩৫) হত্যা মামলায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
৩ বছর আগে
জাল জাতীয় পরিচয়পত্র তৈরি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
জাল জাতীয় পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয়ায় সহায়তাকারী চক্রের ৫ সদস্যকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ।
৪ বছর আগে