ফ্ল্যাগশিপ
জিটি ২ সিরিজে প্রথমবারের মতো একসঙ্গে তিনটি উদ্ভাবন নিয়ে আসছে রিয়েলমি
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি প্রথমবারের মতো বিশ্বের তিনটি উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দিতে আগামী ২০ ডিসেম্বর ‘জিটি ২ সিরিজ বিশেষ অনুষ্ঠান’ আয়োজন করতে যাচ্ছে। প্রিমিয়াম ফ্ল্যাগশিপ জিটি ২ সিরিজ থেকে এই প্রযুক্তিগুলো সম্বলিত নতুন একটি ফোন উন্মোচনের মাধ্যমে রিয়েলমি বৈশ্বিকভাবে হাই-এন্ড বাজারে প্রবেশ করবে।
তরুণ ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ও ট্রেন্ডসেটিং ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসার বিষয়টিকে রিয়েলমি সব সময় অগ্রাধিকার দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায়, বৈশ্বিকভাবে শীর্ষ ছয় নম্বরে থাকা বিশ্বের কনিষ্ঠ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি জিটি ২ সিরিজের জন্য তিনটি উদ্ভাবনী প্রযুক্তির (ম্যাটেরিয়ালস, ফটোগ্রাফি ও কমিউনিকেশন) উন্মোচন করবে।
উল্লেখ্য, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সঙ্গে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।
আরও পড়ুন: মেগা ডিসকাউন্টে রিয়েলমি স্মার্টফোন পাওয়া যাবে দারাজ ১২.১২ ক্যাম্পেইনে
রিয়েলমির বর্ষ সেরা ক্যাম্পেইন শুরু, ১ লাখ টাকা জিতে নেয়ার সুযোগ
২ বছর আগে
গ্লোবালি লঞ্চ হচ্ছে বছরের সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি ২ প্রো
স্ন্যাপড্রাগন® ৮ জেন ১ মোবাইল প্ল্যাটফর্ম সম্বলিত নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে রিয়েলমি। কোয়ালকম স্ন্যাপড্রাগন টেক সামিট ডিজিটাল ২০২১ এ সম্প্রতি ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ‘রিয়েলমি জিটি ২ প্রো’ নামের নতুন এই ফ্ল্যাগশিপ ব্র্যান্ডটির সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন হবে এবং এটি ব্যাপক প্রশংসিত রিয়েলমি জিটি সিরিজের প্রথম প্রো ডিভাইস হতে যাচ্ছে।
ফোরজি থেকে ফাইভজি যুগে প্রবেশের সঙ্গে সঙ্গে সারা বিশ্বের গ্রাহকদের জন্য উচ্চ মানসম্পন্ন, শক্তিশালী স্মার্টফোন নিয়ে আসার লক্ষ্যে শুরু থেকেই কোয়ালকম টেকনোলজিসের সঙ্গে কাজ করছে রিয়েলমি। ২০২১ সালে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ও ৮৭০ ফাইভজি মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করা প্রথম স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম রিয়েলমি। সারা বিশ্বের বাজারে ব্যাপক আলোড়ন তোলে স্ন্যাপড্রাগন ৮৭০ যুক্ত রিয়েলমি জিটি নিও ২ ফাইভজি এবং স্ন্যাপড্রাগন ৮৮৮ যুক্ত রিয়েলমি জিটি।
বর্তমানে কোয়ালকমের সর্বশেষ অত্যাধুনিক চিপসেট সংযোজিত ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে রিয়েলমি। এটি গেমিং, এআই সক্ষমতা এবং ফাইভজি’র ক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মোচন করবে এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নিশ্চিতভাবে নতুন মাত্রা যোগ করবে।
এ ব্যাপারে রিয়েলমি’র ভিপি চেস শ্যু বলেন, ‘কোয়ালকম টেকনোলজিস সব সময়ই রিয়েলমি’র অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। রিয়েলমি কয়েক মাস আগে রিয়েলমি জিটি ২ প্রো তৈরির কাজ শুরু করেছে এবং শিগগিরই সারা বিশ্বের তরুণ ব্যবহারকারীদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে এমন উচ্চ মানসম্পন্ন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসবে।’
উল্লেখ্য, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভজি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভজি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সঙ্গে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভজি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।
আরও পড়ুন: বিক্রির নতুন রেকর্ড গড়ল রিয়েলমি সি২৫ওয়াই
দেশের বাজারে এলো ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি নিও ২
দারাজে নতুন রেকর্ড করল রিয়েলমি `জিটি মাস্টার এডিশন’
২ বছর আগে
বাংলাদেশে জিটি সিরিজের সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে রিয়েলমি
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সব সময়ই তরুণ ব্যবহারকারীদের জন্য সেরা স্মার্টফোন নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্র্যান্ডটি সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ সিরিজ থেকে স্থানীয় বাজারে জিটি মাস্টার এডিশন উন্মোচন করেছে। তারই ধারাবাহিকতায় ব্র্যান্ডটি এখন তাদের জনপ্রিয় জিটি সিরিজ থেকে আরেকটি স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি তাদের এ সিরিজের সর্বশেষ ও সেরা ফোন।
এর পাশাপাশি অন্যান্য সিরিজের স্মার্টফোন ও বিশ্বব্যাপী উন্মোচিত হওয়া সর্বশেষ এওআইটি পণ্য বাজারে আনতেও প্রস্তুতি নিচ্ছে ব্র্যান্ডটি। নভেম্বরে ব্যবহারকারীদের জন্য রিয়েলমি’র অনেক চমক অপেক্ষা করছে বলেও জানা গেছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, কিছুদিন আগেই বাজারে আসা রিয়েলমি জিটি মাস্টার এডিশন ইতোমধ্যে স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস দারাজে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই ফোনের সবগুলো ইউনিট বিক্রি হয়ে গেছে। জিটি সিরিজের ফোনের প্রতি ক্রেতাদের বিপুল উৎসাহ দেখে রিয়েলমি তাদের ফ্ল্যাগশিপ সিরিজ থেকে আরেকটি স্টাইলিশ ও উন্নতমানের ফোন বাজারে আনার সিদ্ধান্ত নেয়।
দেশের প্রথম ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভজি প্রসেসর সমৃদ্ধ ফোন রিয়েলমি জিটি মাস্টার এডিশনে রয়েছে ইন্ডাস্ট্রির প্রথম ৬৪ মেগাপিক্সেল স্ট্রিট ফটোগ্রাফি ক্যামেরা সেটআপ। এছাড়া এ ফোনে রয়েছে ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। চমৎকার স্টাইলিশ এ ফোনটি ডিজাইন করেছেন বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়া। রিয়েলমি’র জিটি সিরিজের নতুন ফোন এর ফিচারগুলোও আরও উন্নত ও স্টাইলিশ হবে।
আরও পড়ুন: দারাজে নতুন রেকর্ড করল রিয়েলমি `জিটি মাস্টার এডিশন’
নতুন ফোন বাজারে আনার মধ্য দিয়ে রিয়েলমি প্রযুক্তিগত দিক থেকে আরেক ধাপ এগিয়ে যাবে। কিছুদিন পূর্বেই ব্র্যন্ডটি দেশের বাজারে তাদের প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক’ এনেছে। সামনের দিনগুলোতে রিয়েলমি ব্যবহারকারীদের জন্য আরও লাইফস্টাইল পণ্য ও স্মার্ট ডিভাইস আনবে। এই কৌশলের অধীনে রিয়েলমি সামনের দিনগুলিতে ব্যবহারকারীদের জন্য আরও সমৃদ্ধ পণ্য নিয়ে আসবে।
রিয়েলমি আগামী তিন বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভ জি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভ জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। তারই অংশ হিসেবে রিয়েলমি নতুন আরেকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনার জন্যও প্রস্তুতি নিচ্ছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভ জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।
ক্যানালিসের তথ্য মতে, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড হয়েছে রিয়েলমি। তাছাড়া কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, সম্প্রতি বিশ্বব্যাপী শীর্ষ ছয় স্মার্টফোন বিক্রেতার তালিকায় জায়গা করে নিয়েছে এই ব্র্যান্ডটি।
আরও পড়ুন: বাজারে এল রিয়েলমির ফ্ল্যাগশিপ কিলার জিটি মাস্টার এডিশন
বিশ্বব্যাপী ৫জি পণ্য সরবরাহে প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে রিয়েলমি
৩ বছর আগে
গ্লোবালি লঞ্চ হল ফ্ল্যাগশিপ কিলার রিয়েলমি জিটি ৫জি
সম্প্রতি গ্লোবাল লঞ্চ ইভেন্টের মাধ্যমে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বৈশ্বিক বাজারে নিয়ে আসল বহুল প্রতিক্ষিত ফ্ল্যাগশিপ কিলার ফোন রিয়েলমি জিটি ৫জি এবং তিনটি নতুন এআইওটি পণ্য-রিয়েলমি ওয়াচ ২, ওয়াচ ২ প্রো এবং রিয়েলমি টেকলাইফ রোবট ভ্যাকুয়াম।
অনুষ্ঠানে রিয়েলমি তাদের নতুন উন্নত এআইওটি কৌশল উন্মেচন করে এবং আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য ল্যাপটপ এবং ট্যাবলেট নিয়ে আসার কথাও জানিয়েছে। বিস্তারিত জানতে ক্লিকঃ https://cutt.ly/realmeGT5G_GlobalLaunch
আরও পড়ুন: লকডাউনে দেশব্যাপী ‘রিয়েলমির’ হোম ডেলিভারি সেবা
জিটি ৫জি প্রবর্তণের মধ্য দিয়ে রিয়েলমি বিশ্বব্যাপী মিড ও হাই-এন্ড স্মার্টফোন সেগমেন্টে প্রবেশ করেছে এবং তরুণ ব্যবহারকারীদের স্মার্টফোনের অন্তহীন সুবিধা উপভোগ করার সুযোগ করে দিয়েছে।
গ্র্যান্ড ট্যুরিং (জিটি) অভিজ্ঞতার মূল নির্যাস দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই স্মার্টফোনের ডিজাইন। ৫জি ফোন এর সব আকর্ষণীয় এবং সুবিধাজনক বৈশিষ্ট্যের কারণে দীর্ঘ সময়ের জন্য উচ্চ গতি এবং দুর্দান্ত পারফরম্যান্স বজায় রাখবে স্মার্টফোনটি। রিয়েলমি জিটি ৫জি মিড এবং হাই-এন্ড ফ্ল্যাগশিপ ফোনের সেগমেন্টে নতুন মানদণ্ড তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: দেশব্যাপী পাওয়া যাচ্ছে সুপার অ্যামোলেড গেমিং ফোন রিয়েলমি
রিয়েলমি জিটিতে আছে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী হাই-এন্ড চিপসেট স্ন্যাপড্রাগন ৮৮৮ সহ প্রিমিয়াম গতির অনুপ্রেরণামূলক নকশা এবং টেকসই পারফরম্যান্সের জন্য একটি স্টেইনলেস স্টিল কুলিং সিস্টেম। সাথে থাকছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৬৫ ওয়াটের সুপার ডার্ট চার্জার। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আরও রয়েছে ১২ জিবি র্যা ম এবং ২৫৬ জিবি স্টোরেজ সুবিধা। তাছাড়া অন্যান্য আকর্ষণীয় বৈশিষ্ট্যর মধ্যে আছে ডুয়াল লাইট সেন্সর, কানেক্টিভিটি সুবিধা, ফ্ল্যাগশিপ ক্যামেরা, মনোমুগ্ধকর অডিও এবং জিটি মোড।
আরও পড়ুন: টিইউভি রাইনল্যান্ড এবং রিয়েলমি চালু করল স্মার্টফোন কোয়ালিটি স্ট্যান্ডার্ড
রিয়েলমি’র সিইও স্কাই লি এ উপলক্ষে বলেন, ‘আমরা আমাদের ফ্ল্যাগশিপ কিলার ফোনটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে নিয়ে আসতে পেরে আনন্দিত। রিয়েলমি জিটি-র বৈশ্বিক লঞ্চ কাটিং-এজ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে তরুণ গ্রাহকদের কাছে সর্বাধিক সংখ্যক ফ্ল্যাগশিপ বৈশিষ্ট্য সম্বলিত স্মার্টফোন নিয়ে এসেছে। রিয়েলমি জিটি ৫জি আরও সহজলভ্য করেছি আমরা। যা তরুণদের দৈনন্দিন জীবনকে আরও বেগবান করার জন্য আমাদের চলমান প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।'
৩ বছর আগে
নতুন ফ্ল্যাগশিপ নিয়ে সিম্ফনি
বাংলাদেশের সর্বাধিক বিক্রিত হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো জেড সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোন সিম্ফনি জেড৩৫।
চার্মিং গ্রীন, ফ্যানটাস্টিক ব্লু, মর্ডান ব্লু এবং সুপার গ্রীন এই চার কালারে হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাবে আকর্ষণীয় বান্ডেল অফারসহ মাত্র ১০ হাজার ৪৯০ টাকায়।
এই ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে এ্যান্ড্রোয়েড এর লেটেস্ট ভার্সন এ্যান্ড্রোয়েড ১১.০। ২০.৫:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৮২ ইঞ্চ ২.৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬৪০।
আরও পড়ুন: একদিন ব্যবসা মানেই হবে ‘ডিজিটাল ব্যবসা’: মোস্তাফা জব্বার
২.৩ গিগাহার্জের পাওয়ারফুল প্রসেসর ও মিডিয়াটেকেরগেমিং চিপসেট জি৩৫’র সাথে জিপিউ হিসেবে আছে আইএমজি জিই৮৩২০ যার স্পীড ৬৮০ মেগাহার্জ এবং ডিডিআর ফোর ভার্সন র্যাজম যার ফলে হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে স্বাচ্ছ্যন্দে।
জেড৩৫ হ্যান্ডসেটটিতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ত্রিপল রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল মেইন শ্যুটার যার এ্যাপারচার ২.০, ২ মেগাপিক্সেল আল্ট্রা ডেপথ সেন্সর এবং এ আই ক্যামেরা। মেইন শ্যুটারে ২.০ এ্যাপারচার থাকার কারনে ছবি হবে অনেক বেশী প্রাণবন্ত। সেলফি তোলার জন্য এই স্মার্টফোনটিতে আছে ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা। স্যামসাং এর সেন্সর ব্যবহার করা হয়েছে ক্যামেরাতে।
আরও পড়ুন: প্রযুক্তিজ্ঞানের মাধ্যমে তরুণদের বিশ্বে নেতৃত্ব দিতে প্রস্তুত করতে হবে: পলক
ক্যামেরা ফিচারের উল্লেখযোগ্য ফিচার গুলো হলো এআই, পোট্রেইট, ইমোজি, প্যানোরামা, স্লো-মো, ডিসপ্লে ফ্ল্যাশ, ওয়াটার মার্ক, ফেইস বিউটি, টাইম ল্যাপস, মিরর ইত্যাদি।
সিম্ফনির নতুন এই স্মার্টফোনটিতে আছে ৩জিবি ডিডিআর ফোর র্যা ম এবং ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ যা মেমোরি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ৪ জিবি র্যা ম এবং ৬৪ জিবি রমের আরও একটি ভেরিয়েন্টও আসবে খুব শিগগরই।
হেভি গেমিং বা মাল্টিটাস্কিংয়ের সময়ও চিন্তা করতে হবে না ব্যাটারির চার্জ নিয়ে কারণ ৯.৪ মিলিমিটার পুরু হ্যান্ডসেটটিতে পাওয়ারে আছে ৬০০০ এমএএইচের লি-পলিমার বিশাল ব্যাটারি যা দিয়ে নর্মাল ব্যবহারে অনায়াসে তিনদিন ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: ওয়ালটনের বড় পর্দার নতুন ট্যাব ‘ওয়ালপ্যাড ১০পি’এখন বাজারে
এছাড়াও আছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা যা দিয়ে এই বিশাল এমপিআর ব্যাটারি ৫০ শতাংশ চার্জ হতে সময় নিবে মাত্র ১ ঘণ্টা।
স্মার্টফোনটিতে মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্সর আছে যেমন জাইরো, গ্রাভিটি, লাইট এবং প্রক্সিমিটি সেন্সর।
ফোনটিতে আছে বেশ কিছু স্পেশাল ফিচার, তার মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচারগুলো হলো এ আই, পোট্রেইট, প্রফেশনাল, স্লো-মো, ডিজিটাল ওয়েলবিয়িং, রিভার্স চার্জিং, ফেস আনলক, ওয়ান হ্যান্ড মোড, স্মার্ট একশন, গেইম মোড, ওয়ান হ্যান্ড মোড, স্মার্ট এ্যাকশন, আল্ট্রা পাওয়ার সেভিং, এ্যাপস লক, গুগল লেন্সসহ আরও প্রয়োজনীয় ফিচারস।
৩ বছর আগে
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে কসমস ফাউন্ডেশনের ওয়েবিনার শনিবার
ঢাকা-ওয়াশিংটনের বর্তমান সম্পর্ক ও এটিকে এগিয়ে নেয়ার জন্য চ্যালেঞ্জ এবং সুযোগগুলো চিহ্নিত করতে কসমস ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা একটি অনলাইন সিম্পোজিয়ামে একত্রিত হচ্ছেন।
‘যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন: বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ভবিষ্যত নির্ধারণ’ শীর্ষক সিম্পোজিয়ামে ওয়াশিংটন ডিসিভিত্তিক শীর্ষস্থানীয় নীতি গবেষণা প্রতিষ্ঠান উইড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারসের এশিয়া কর্মসূচির উপপরিচালক ও দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র অ্যাসোসিয়েট কুগেলম্যান মূল বক্তব্য উপস্থাপন করবেন।
আরও পড়ুন: গ্যালারি কসমসের মাসব্যাপী ভার্চুয়াল চিত্র প্রদর্শনী ‘দ্য ব্ল্যাক স্টোরি’ শুরু
কূটনীতিক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় (ইএসটি সময় সকাল ১০টায়) কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতউল্লাহ খান কসমস ফাউন্ডেশনের ফেসবুক পেজে প্রিমিয়ারের অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেবেন।
সিম্পোজিয়ামটি কসমস ফাউন্ডেশনের ফ্ল্যাগশিপ ‘ডায়ালগ’ সিরিজের সর্বশেষ সংস্করণ।
এছাড়া রাষ্ট্রদূত তারিক করিম, ডা. নিনা আহমদ, ড. আলী রিয়াজ এবং রাষ্ট্রদূত সেরাজুল ইসলাম সিম্পোজিয়াম অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের পুরো ভিডিওটি শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় কসমস ফাউন্ডেশনের ফেসবুক পেজে দেখা যাবে।
করোনা মহামারি আঘাত হানার আগে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য রেকর্ড ৯ বিলিয়ন ডলার ছুঁয়েছে।
দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে সম্পর্কের সম্ভাবনা এবং দীর্ঘকালীন আলোচিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিল এখন বাস্তবতা কাছাকাছি। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ইউএস চেম্বার অব কমার্স এপ্রিলের প্রথম সপ্তাহে এটি উদ্বোধনের আয়োজন করেছে।
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের সংবাদ মার্কিন গণমাধ্যমে খুব গুরুত্ব পেয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ‘৫০ স্প্রিং অব ফ্রিডম’ আর্ট ক্যাম্প সম্পন্ন
এই পটভূমিতে কসমস গ্রুপের জনহিতকর প্রতিষ্ঠান কসমস ফাউন্ডেশন বাংলাদেশের ভবিষ্যতের কৌশলগত অন্তর্দৃষ্টি এবং নীতি সমাধানের প্রতিশ্রুতির সাথে মিল রেখে এ সিম্পোজিয়ামের আয়োজন করছে।
৩ বছর আগে
উন্মোচিত হলো হাই-পারফরমেন্স ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘রিয়েলমি জিটি’
তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ৪ মার্চ বৈশ্বিকভাবে তাদের নতুন হাই-পারফরমেন্স ফ্ল্যাগশিপ স্মার্টফোন ’রিয়েলমি জিটি’ উন্মোচন করেছে। এর আগে ডিভাইসটির কোডনেম ছিলে রেস।
৩ বছর আগে
মটোরোলার জি৮ পাওয়ার লাইট পাওয়া যাবে ১৩,৪৯৯ টাকায়
ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ফ্ল্যাগশিপ ১১.১১ সেল উপলক্ষে মটোরোলার সফল ফ্র্যাঞ্চাইজি ‘জি’ সিরিজের স্মার্টফোন ‘মটো জি৮ পাওয়ার লাইট’ পাওয়া যাবে ১৩ হাজার ৪৯৯ টাকায়।
৩ বছর আগে
অন্ধকারেও ছবি তুলতে ভিভো ভি২০
বাংলাদেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ভিভো ভি২০’ নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।
৪ বছর আগে
রিয়েলমি সি১৭ রিভিউ: সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ স্মার্টফোন
প্রযুক্তির উৎকর্ষতা মোবাইল ফোনকে দিনে দিনে আরও স্মার্ট করে তুলছে। সেই সাথে দামও বাড়ছে। আপনি যদি ট্রেন্ডিং ফিচারসহ একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন কিনতে চান, তবে রিয়েলমি সি-সিরিজটি আপনার জন্য। বাংলাদেশের বাজারে চলতি বছরের ফেব্রুয়ারিতে রিয়েলমে সি২ ছাড়ার মধ্যে দিয়ে, গ্রাহকদের বাজেটের মধ্যে অত্যাধুনিক ফিচারের উন্নত মানের স্মার্টফোন ব্যবহারের সুযোগ করে দিয়েছে ট্রেন্ডিং স্মার্টফোন ব্রান্ড রিয়েলমি। এরই ধারাবাহিকতায়, বিশ্বের মধ্যে বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো সি সিরিজের সবশেষ স্মার্টফোন রিয়েলমি সি১৭ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। দেশের বাজারে পাওয়া নতুন এ স্মার্টফোনটির দাম ও ফিচার সম্পর্কে জানতে পড়ুন এ নিবন্ধটি।
৪ বছর আগে