ইউনিয়ন পরিষদ নির্বাচন
সিলেটে ২৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে
৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ২৫ ইউনিয়নের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এদিকে একই দিন বিভাগের ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণের কথা থাকলেও উচ্চ আদালতের আদেশে একটি ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত হওয়া ইউনিয়ন হলো দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: বোরহানউদ্দিনে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে আহত ১০
এছাড়া সিলেট জেলার বিশ্বনাথ, ওসমানীনগর ও দক্ষিণ সুরমা উপজেলার ১৭টি ইউনিয়নে এবং হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জের ৮টি ইউনিয়নে নির্বাচন ভোটগ্রহণ চলছে। এই ধাপের নির্বাচনে সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: ঠাকুরগাঁওয়ে সংঘর্ষে নিহত ৩
নির্বাচন অফিস জানায়, প্রতিটি কেন্দ্রে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে চার পুলিশ ও প্রতি তিন কেন্দ্রে পাঁচ সদস্যের একটি করে মোবাইল টিম রয়েছে। ২৫ ইউনিয়নে মোট ৫০টি মোবাইল টিম রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাবের পাঁচটি টিম, চার প্লাটুন বিজিবি, প্রতি উপজেলায় দু‘জন করে বিচারিক ও তিন জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
২ বছর আগে
সিরাজগঞ্জে নির্বাচনী সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষ কাউলিয়া ইউনিয়নে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত মেম্বার প্রার্থীর ভাই জাকির হোসেন মোল্লা (৫০) মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হাকিমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত জাকির হোসেন উপজেলার কুরকী গ্রামের মৃত বারেক মোল্লার ছেলে এবং খাষ কাউলিয়া ইউপি’র ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাহাঙ্গীর মোল্লার বড় ভাই।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার খাষ কাউলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুরকী ভোট কেন্দ্রে মেম্বর প্রার্থী জাহাঙ্গীর হোসেন মোল্লা (টিউবওয়েল) ও আব্দুল হাকিমের (ফুটবল) সমর্থকদের মধ্যে সংঘর্ষে জাহাঙ্গীর মোল্লার বড় ভাই জাকির হোসেন মোল্লাসহ ১০ জন আহত হয়। আহতদের টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় জাকিরকে রাতেই ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ২টার দিকে তিনি মারা যান। এ মৃত্যুর খবর পেয়ে ৩টার দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হাকিমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ টাঙ্গাইল থেকে ময়নাতদন্ত শেষে চৌহালী আনা হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সংলাপ: ইসি গঠনে আইন চায় ন্যাপ
এদিকে এই উপজেলার সাত ইউপি’র নির্বাচনে চারটিতে আওয়ামী লীগ ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে আ.লীগের আবুল কালাম নৌকা প্রতীকে ছয় হাজার ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী ঘোড়া প্রতীকে পেয়েছেন চার হাজার ৫৪ ভোট। খাষ কাউলিয়ায় আওয়ামী লীগের আবু সাঈদ বিদ্যুৎ নৌকা প্রতীকে সাত হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী গণি মোল্লা আনারস প্রতীকে পেয়েছেন দুই হাজার ৮৬২ ভোট। স্থল ইউনিয়নে আ.লীগের নজরুল ইসলাম নৌকা প্রতীকে পাঁচ হাজার ৩০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ১০ ভোট। সদিয়া চাঁদপুর ইউনিয়নে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম জাহিদ নৌকা প্রতীকে ১০ হাজার ৯৫ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইসমাইল সরকার উদয় মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন দুই হাজার ২৮৮ ভোট। খাষ পুকুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবুল আনারস প্রতীকে ৩৯০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই নূরী পেয়েছেন দুই হাজার ৪২৭ ভোট। এখানে আওয়ামী লীগ প্রার্থী আবু দাউদ নৌকা দুই হাজার ৪৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
আরও পড়ুন: ইউপি নির্বাচনে সহিংসতা: সিলেটে গুলিবিদ্ধ হয়ে নিহত ১
উমারপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন ঘোড়া প্রতীকে ছয় হাজার ৯৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আনারস প্রতীকে পেয়েছেন চার হাজার ৬৫৮ ভোট। এখানে আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রাজ্জাক নৌকা প্রতীকে তিন হাজার ২১২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ঘোরজান ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান রমজান আলী ঘোড়া প্রতীকে চার হাজার ৫৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আক্তারুজ্জামান সরকার নৌকা প্রতীকে পেয়েছেন তিন হাজার ৩২১ভোট।
৩ বছর আগে
খুলনার ৭ ইউপিতে ভোটগ্রহণ শুরু
তৃতীয় ধাপে খুলনার সাত ইউনিয়নে রবিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
জেলার তেরখাদা ও রূপসা উপজেলার সাতটি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন: ভোট দিতে গিয়ে মাগুরায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু
স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানায়, তেরখাদা উপজেলার মধুপুর, আজগরা, সাচিয়াদহ, ছাগলদহ, তেরখাদা সদর ও বারাসাত ইউনিয়ন এবং রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।
সাত ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৩১ জন, সাধারণ সদস্য প্রার্থী হিসেবে ২৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নারীদের জন্য সংরক্ষিত আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০ জন নারী প্রার্থী।
আরও পড়ুন: ভোটের টাকার জন্য স্ত্রী খুন: স্বামী পলাতক, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
এ নির্বাচনে ৬৩টি ওয়ার্ডের ৬৮ কেন্দ্রে এক লাখ ২৩ হাজার ৮৯১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৬২ হাজার ৪৮৬ জন পুরুষ ভোটার ও ৬১ হাজার ৪০৫ জন নারী ভোটার রয়েছে।
৩ বছর আগে
খুলনায় রুটি বিক্রেতা রিক্তা এখন ইউপি সদস্য
খুলনার ফুলতলা সদর ইউনিয়নে ফুটপাতের দোকানি থেকে সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন রিক্তা ইসলাম (২৭) নামের এক নারী। বৃহস্পতিবার দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি)ফুলতলা সদর ইউনিয়নের চার, পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংরক্ষিত মহিলা আসন থেকে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন।
রিক্তা ওই ইউনিয়নের মো. লিয়াকত খাঁ’র মেয়ে। তারা বাবা পেশায় একজন চায়ের দোকানদার। আর স্বামী পয়গ্রামের বাসিন্দা ইমরান শেখ (৩০) টাইলস শ্রমিক। অষ্টম শ্রেণি পাস রিক্তা গত ছয়-সাত বছর ধরে রাস্তার পাশে রুটি বিক্রি করেন। একমাত্র মেয়ে তাবাচ্ছুম বুশরা স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণিতে পড়ে।
এলাকাবাসী জানায়, রিক্তা খুবই গরীব, তিনি ফুলতলা বাজারের গরুহাট এলাকায় রাস্তার পাশে খুপড়ি ঘরে রুটির দোকান চালান। এলাকাবাসীরা তাকে নির্বাচনে দাঁড়াতে উৎসাহিত করেন।
আরও পড়ুন: দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত ৬
কোনও কাজই ছোট নয় বলে মনে করেন রিক্তা। তাইতো জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরও যথারীতি দোকানে রুটি বানিয়ে বিক্রি করছেন তিনি। তবে আগের চেয়ে তার দোকানের ক্রেতা সংখ্যা বেড়েছে।
রিক্তার স্বামী ইমরান শেখ বলেন, এলাকার সবার দোয়া ও সহযোগিতায় তার স্ত্রী নির্বাচনে জিতেছে। বাকি ছয় প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এক হাজার ৯৬৩ ভোট পেয়েছে জয়ী হয়েছে রিক্তা। এলাকার মানুষ ভালোবেসে যে দায়িত্ব দিয়েছেন, স্ত্রী যেন তার প্রতিদান দিতে পারে সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিক্তা বলেন, আমার মতো গরীব মানুষকে যারা ভোট দিয়েছেন, তাদের কাছে আমি চীর ঋণী। নির্বাচনে আমার জয়ী হওয়াটা মেনে নিতে পারছিলেন না প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী। তিনি ফলাফল পাল্টানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। মানুষ যে ভালোবাসা দিয়েছে তার প্রতিদান দিতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
আরও পড়ুন: সুষ্ঠু ও নিরপেক্ষ ইউপি নির্বাচন করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইউপি নির্বাচন: নরসিংদীতে সহিংসতায় নিহত বেড়ে ৩
৩ বছর আগে
খুলনার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থীকে ছুরিকাঘাত
খুলনায় ২৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে বলে খবর পাওয়া গেছে। নির্বাচন চলাকালে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে খর্নিয়া বাজার থেকে এক কিলোমিটার দূরত্বে এই ঘটনা ঘটে।
আহত আফরোজা আক্তার মিতা ওই ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী।
আহত মিতার স্বামী রবিউল আলম বলেন, ভোট গ্রহণ চলাকালীন কেন্দ্র থেকে কেন্দ্রে ছুটে বেড়াচ্ছিলেন মিতা। দুপুর ২টার দিকে খর্ণিয়া বাজার পার হয়ে সামনে যাচ্ছিলেন। এ সময় তার বমি আসলে গাড়ি থেকে নামেন। হঠাৎ মোটরসাইকেলে দু’জনন লোক এসে কিছু বুঝে ওঠার আগেই তারা মিতাকে লাথি মেরে ফেলে দেয়। এরপর ছুরি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়।
তিনি বলেন, স্থানীয়রা মিতাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার মাথায় ছয়টি সেলাই দেন চিকিৎসকরা।
আরও পড়ুন: প্রচারণার সময় হঠাৎ হামলায় পিরোজপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে দাবি করেন রবিউল ইসলাম।
এ ব্যাপারে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজীত অধিকারী বলেন, ষড়যন্ত্রকারীরা নৌকার প্রার্থীর ওপর ছুরি দিয়ে হামলা চালিয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয় চলে বিকাল ৪টা পর্যন্ত। ২৬১টি কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিল ৫ লাখ ৩৭ হাজার ৬৬৮ জন। ইউপি চেয়ারম্যান প্রার্থী ১১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ২৯৬ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ৯৫৮ জন।
খুলনা জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ডুমুরিয়ার ১৪টি ইউনিয়ন, বটিয়াঘাটায় তিনটি ইউনিয়ন, ফুলতলার চারটি ইউনিয়ন এবং রূপসা উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওই এলাকাগুলোতে বৈধ অস্ত্রসহ চলাচল ও অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া নির্বাচনী এলাকাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনার জন্য গত সোমবার ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়।
আরও পড়ুন: সাবেক নারী ইউপি সদস্যের বাড়ির সামনে ইউপি সদস্যের লাশ
খুলনা জেলার সিনিয়র নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল থেকে খুলনার ২৫টি ইউনিয়নে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রত্যেক উপজেলায় র্যাব ও বিজিবির তিনটি করে মোট ৬ প্লাটুন টহল দিয়েছে। প্রত্যেক কেন্দ্রে ৫-৬ জন পুলিশসহ ১৭ জন আনসার দায়িত্ব পালন করেন। উপজেলায় তিনজন ম্যাজিস্ট্রেটসহ তিন-চারটি ইউনিয়ন তদারকির জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করেছেন।
৩ বছর আগে
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে কেন্দ্রে থাকা অবস্থায় এক প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাত ১২ টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড রামনগর তিঁতুতলা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদিন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা কলেজের শিক্ষক ছিলেন।
ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আনোয়ারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১১টার দিকে প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদীন তার শরীরিক অসুস্থতার কথা জানান । এ সময় তার শ্বাসকষ্ট দেখা দেয়। একটু পরেই পরে তিনি ভোট কেন্দ্রের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয় চিকিৎসক এসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: চতুর্থ ধাপে ৮৪০ ইউপি নির্বাচনের ভোট ২৩ ডিসেম্বর
কুর্শা ইউনিয়ন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুর্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে এ ইউনিয়নে গত কয়েক দিন ধরে ইউনিয়নে আওয়ামী লীগ, জাসদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে উত্তেজনা চলে আসছে।
প্রসঙ্গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নে এবং ভেড়ামারা উপজেলার ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: লালমনিরহাটে স্বামী-স্ত্রীর লড়াই
৩ বছর আগে
মেহেরপুরে দুই ভাই খুন: ৬৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩
মেহেরপুরের গাংনীতে নির্বাচনী সহিংসতায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতদের ভাই বেল্টু হোসেন বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে গাংনী থানায় সাবেক ইউপি সদস্য, এবার নির্বাচনে সদস্য প্রার্থী ও গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানকে এক নম্বর আসামি করে ৬৬ জনের নামে এই মামলা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহ আলম জানান, নিহতদের ভাই বেল্টু মিয়া বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেড়টার দিকে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
গত ৮ নভেম্বর রবিবার সকালের দিকে কাথুলি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আজমাইন হোসেন টুটুল পশ্চিমপাড়া এলাকায় ভোট চাইতে যান। ফিরে আসার সময় প্রতিপক্ষ মেম্বর প্রার্থী আতিয়ার রহমানসহ তার ভাই মহব্বত আলীর নেতৃত্বে আরও কয়েকজন তাকে ধরে নিয়ে মাঠের মধ্যে নিয়ে যাচ্ছিল। এসময় তারা আজমাইন হোসেন টুটুলকে কুপিয়ে মারাত্মক আহত করেন।
আরও পড়ুন: নির্বাচনী সহিংসতায় মেহেরপুরে সহোদর ‘খুন’খবর পেয়ে টুটুলের মামাত ভাই সাহাদুল ইসলাম ও জাহারুল ইসলাম তাকে বাঁচাতে ছুটে যায়। সেখানেই জাহারুল ইসলাম ও সাহাদুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বিপক্ষের লোকেরা।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামীকাল বৃস্পতিবার গাংনী উপজেলার পাচঁটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কাথুলি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে বর্তমান সদস্য আজমাইন হোসেন টুটুল ও সাবেক সদস্য আতিয়ার রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: মেহেরপুরে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
৩ বছর আগে
পাবনায় নির্বাচনী সহিংসতায় নিহত ১
পাবনার সুজানগর উপজেলার ভাইনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সবুজ হোসেন (৪৫) উপজেলার চালনা গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে। তিনি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দলের চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের সমর্থক ছিলেন।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিন ও প্রতিদ্বন্দ্বী দলের চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
তিনি জানান, আহতদের মধ্যে আমিন উদ্দিনের সমর্থক সবুজ হোসেন ও আরেকজন আনোয়ার হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে সবুজের মৃত্যু হয়।
এদিকে সবুজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদ্রোহী প্রার্থী ওমর ফারুকের সমর্থকরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে।
আরও পড়ুন:ইউপি নির্বাচন: লালমনিরহাটে স্বামী-স্ত্রীর লড়াই
ইউপি নির্বাচন: কক্সবাজারে প্রার্থীসহ ২ সহোদর গুলিবিদ্ধ
ইউপি নির্বাচন: কুষ্টিয়ায় সংঘর্ষে আ'লীগের ১০ কর্মী আহত
৩ বছর আগে
লালমনিরহাটের ছয় ইউনিয়নে উপনির্বাচন ২০ অক্টোবর
লালমনিরহাটের ছয় ইউনিয়ন পরিষদে (ইউপি) উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৪ বছর আগে