তৃতীয় ধাপে খুলনার সাত ইউনিয়নে রবিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
জেলার তেরখাদা ও রূপসা উপজেলার সাতটি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন: ভোট দিতে গিয়ে মাগুরায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু
স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানায়, তেরখাদা উপজেলার মধুপুর, আজগরা, সাচিয়াদহ, ছাগলদহ, তেরখাদা সদর ও বারাসাত ইউনিয়ন এবং রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।
সাত ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৩১ জন, সাধারণ সদস্য প্রার্থী হিসেবে ২৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নারীদের জন্য সংরক্ষিত আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০ জন নারী প্রার্থী।
আরও পড়ুন: ভোটের টাকার জন্য স্ত্রী খুন: স্বামী পলাতক, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
এ নির্বাচনে ৬৩টি ওয়ার্ডের ৬৮ কেন্দ্রে এক লাখ ২৩ হাজার ৮৯১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৬২ হাজার ৪৮৬ জন পুরুষ ভোটার ও ৬১ হাজার ৪০৫ জন নারী ভোটার রয়েছে।