বিকাশ এজেন্ট
জুয়ায় হারের ক্ষতি পোষাতে বিকাশ এজেন্টকে হত্যা: আসামিকে গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী উপজেলার রূপসা বাজারের বিকাশ ব্যবসায়ী শরীফ খানকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে মো. তরিকুল শেখ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।
এর আগে, বুধবার শরীফকে কুপিয়ে হত্যা করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ২
নিহত শরীফ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম ধামবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে।
আসামি মো. তরিকুল শেখ কালুখালী উপজেলার রুপসা বাজারের চাঁদ আলী শেখের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে কালুখালি উপজেলার রূপসা সুইচ গেট বাজার এলাকায় জদুর সেলুনের দোকানের সামনে শরীফ খানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শরীফের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর কালুখালী থানা পুলিশ নিবিড়ভাবে তদন্ত শুরু করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তরিকুল শেখকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে তরিকুল জানান, তিনি ও শরীফ একই বাজারে ব্যবসা করতেন। তরিকুল অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং এভাবে অনেক টাকা হেরেছেন।
আরও পড়ুন: খতনার সময় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক গ্রেপ্তার
তিনি পরিকল্পনা করেন, বিকাশের এজেন্ট শরীফকে হত্যা করে টাকা হাতিয়ে নেবেন। শরীফকে হত্যা করার জন্য তরিকুল তার চাচাতো ভাইয়ের ঘর থেকে দা সংগ্রহ করেন।
শরীফ রাতে বাড়িতে খাবার খেয়ে রূপসা বাজারের পাশে গাঁয়েবি মসজিদে ছেলেকে নিয়ে ওয়াজ মাহফিলে আসেন। বাবা-ছেলে দুইজন বসে ওয়াজ শোনার সময় তরিকুল তাকে ডেকে নিয়ে যান।
পুলিশ জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী রুপসা সুইচ গেট এলাকায় জদুর দোকানের সামনে আসামি তরিকুল তাকে দা দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করেন।
রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তরিকুল শেখ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আরও পড়ুন: ১৬ বছর আত্মগোপনে থেকে অবশেষে গ্রেপ্তার!
৯ মাস আগে
ঠাকুরগাঁওয়ে বিকাশ ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা লোপাট
ঠাকুরগাঁওয়ের হরিপুরে অভিনব কৌশলে বিকাশ এজেন্টের সাড়ে ৩ লাখ টাকা নিয়ে গেছে একটি প্রতারক চক্র।
হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের যাদুরানী বাজারে মুনসুর টেলিকমের ( বিকাশ এজেন্ট) দোকানে শনিবার এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: সুবিধাবঞ্চিতদের ঈদ উদযাপনে বিকাশে অনুদান দেয়া যাবে
জানা গেছে, শনিবার মুনসুর দোকান খোলার জন্য তার ব্যবসা প্রতিষ্ঠান যাদুরানীবাজারে আসেন। ব্যবসা পরিচালনা করার জন্য সাথে ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে আসেন।
দোকানে এসে পাশেই টাকার ব্যাগটি রেখে সাটারের তালা খোলার চেষ্টা করেন, কিন্তু তালা খুলতে পারছিলেন না। এ সময় পাশে ওৎ পেতে থাকা প্রতারক চক্র পেছন থেকে এসে ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
ঘটনা বুঝতে পেরে ব্যবসায়ী মুনসুরের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায়নি।
আরও পড়ুন: মেধা বিকাশে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে হুয়াওয়ে
তালা না খোলার বিষয়ে মুনসুর বলেন, তালাতে সুপার গোল্ড আঠা দিয়ে তালাটিকে জমাট করে দেয়া হয়েছিল।
এ বিষয়ে মুনসুর হরিপুর থানায় একটি জিডি করেছেন।
৩ বছর আগে
বিকাশ অ্যাপে যুক্ত হলো ম্যাপ
সারা দেশের যেকোনো স্থান থেকে কাছের বিকাশ এজেন্ট, মার্চেন্ট, গ্রাহক সেবা কেন্দ্রের অবস্থান জানিয়ে দিতে বিকাশ অ্যাপে যুক্ত হলো বিকাশ ম্যাপ।
৪ বছর আগে
চট্টগ্রামে বিকাশের টাকা ছিনতাইয়ের মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড
চট্টগ্রামে বিকাশ এজেন্টের সাড়ে ৮লাখ টাকা ছিনতাইয়ের মামলায় জসিম উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
৪ বছর আগে