শাহরুখ খান
'বাজিগর ২' নিয়ে আলোচনায় শাহরুখ খান
ফের আলোচনায় ১৯৯৩ সালের বলিউড সিনেমা ‘বাজিগর’ ও সুপারস্টার শাহরুখ খান।
রোমান্টিক থ্রিলার ধাঁচের এ সিনেমার সিক্যুয়াল নির্মাণ নিয়ে আলোচনা চলছে।
এরই মধ্যে শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে এ খবর।
প্রযোজক রতন জৈন সম্প্রতি ‘ইটাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে ‘বাজিগর ২’ নির্মাণের সম্ভাবনার ইঙ্গিত দেন।
জৈন জানান, শাহরুখ খানের সঙ্গে আলোচনা চলছে। তবে সুপারস্টার শাহরুখ পুনরায় সেই ভূমিকায় অভিনয় করতে রাজি হলে, তবেই প্রকল্পটি এগোবে।
আরও পড়ুন: শাহরুখ খানকে হত্যার হুমকি: সন্দেহভাজন আটক
সিক্যুয়ালটির জন্য একটি পরিকল্পনা এরই মধ্যে এগিয়েছে বলে জানান প্রযোজক।
এটি যে পুরোনো সিনেমার সিক্যুয়াল, সেটি যেন নিশ্চিত হয়, সেভাবেই স্ক্রিপ্ট তৈরি ও নতুন দিকনির্দেশনায় জোর দেন তিনি।
জৈন বলেন, ‘আমরা শাহরুখের সঙ্গে বাজিগর-২ নিয়ে কথা চালিয়ে যাচ্ছে। তবে এখনও খুব বেশি কিছু ঘটেনি। নিশ্চয়ই তৈরি করা হবে।’
চিত্রনাট্য এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনও চূড়ান্ত হয়নি। জৈন তার মৌলিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তার আকর্ষণীয় কাহিনী, দুর্দান্ত অভিনয় এবং স্মরণীয় সাউন্ডট্র্যাকের জন্য প্রশংসিত হয়েছিল সেটি।
১৯৯৩ সালের ১২ নভেম্বর মুক্তিপ্রাপ্ত 'বাজিগর' শাহরুখ খানকে তারকাখ্যাতি এনে দেয়। আব্বাস-মাস্তান পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছিলেন কাজল, শিল্পা শেঠি, রাখী, সিদ্ধার্থ রায়, দলীপ তাহিল এবং জনি লিভার।
মুভিটির রহস্যময় আখ্যান এবং অভিনেতাদের দ্যুতিময় অভিনয় এটিকে তাত্ক্ষণিক ক্লাসিক করে তুলে।
সম্প্রতি বাজিগর সিনেমার ৩১তম বার্ষিকী উদযাপন করেছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: শাহরুখ খানকে হত্যার হুমকি
১ মাস আগে
শাহরুখ খানকে হত্যার হুমকি
বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ৫০ লাখ রুপি মুক্তিপণ দাবি করে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ) মুম্বাই পুলিশ এই তথ্য জানিয়েছে।
ছত্তিশগড়ের রায়পুর থেকে যে ব্যক্তি ফোন করেছেন তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে 'হিন্দুস্তানি' বলে পরিচয় দেন।
বান্দ্রা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে।
কল করা ঐ ব্যক্তি ফৈজান খান বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে। তবে তিনি দাবি করেন, ২ নভেম্বর তাঁর ফোন চুরি হয়ে যায়।
আরও পড়ুন: ধুম ৪-এ শাহরুখ খান: ঘটনা না কি রটনা?
৫ নভেম্বর দুপুর ১টা ২০ মিনিট নাগাদ ফোনটি আসে, যেখানে মুক্তিপণ না দিলে 'জওয়ান' তারকার ক্ষতি করার হুমকি দেওয়া হয়।
শাহরুখ খানকে এই প্রথম হুমকি দেওয়া হলো বিষয়টি এমন নয়। গত বছরের অক্টোবরে তাকে একইভাবে হুমকি দেওয়া হয়েছিল। এর ফলে কর্তৃপক্ষকে তার সুরক্ষা ওয়াই + স্তরে উন্নীত করেছিল। এই স্তরের সুরক্ষার আওতায় তাকে ২৪ ঘণ্টা ছয়জন সশস্ত্র কর্মী সরবরাহ করে। এই সুরক্ষা সুবিধা পাওয়ার আগে তার দু'জন সশস্ত্র সুরক্ষা প্রহরীর ছিল।
সম্প্রতি বলিউডের আরেক তারকা সালমান খানের একটি ঘটনার প্রেক্ষিতে শাহরুখ খানকে এই হুমকি দেওয়া হয়।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে তাকে হুমকি দেওয়া হয়েছিল। হুমকি দিয়ে বলা হয়, তাকে পাঁচ কোটি টাকা দিতে হবে অথবা কৃষ্ণসার হরিণ হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভিখারাম জালারাম বিষ্ণোই নামে ওই গ্যাংয়ের এক সদস্য এই হুমকি দিয়েছেন বলে জানা গেছে। এই গ্যাংয়ের নেতা কর্ণাটকে এখনো আটক রয়েছেন।
৩০ অক্টোবর আরেকটি ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি সালমান খানের কাছ থেকে ২ কোটি রুপি মুক্তিপণ দাবি করে সতর্ক করেছিল। বারবার এরূপ হুমকির প্রেক্ষিতে সালমান খানের সুরক্ষাও জোরদার করা হয়। বিশেষ করে ১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীর সাম্প্রতিক হত্যার পরে এই ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
মুম্বাই পুলিশ উভয় বলিউড তারকার সর্বশেষ হুমকির তদন্ত করার সময় উচ্চ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করেছে। অভিনেতাদের ক্ষতির আশঙ্কা থেকে রক্ষায় এমন সুরক্ষা ব্যবস্থা যে রয়েছে তাএসব পদক্ষেপ নিশ্চিত করে।
আরও পড়ুন: পাঠান মুভি রিভিউ: বলিউড কিং শাহরুখ খানের অভিজাত প্রত্যাবর্তন
১ মাস আগে
২০২৬-এর ঈদ চলচ্চিত্রে মুখোমুখি শাহরুখ ও রণবীর
মহা ধুন্ধুমার হতে চলেছে ২০২৬-এ বলিউডের ঈদ আয়োজন। এই একই মৌসুমকে ঘিরে ঠিক হলো শাহরুখ খানের ‘কিং’ এবং রণবীর কাপুরের ‘লাভ অ্যান্ড ওয়ার’ চলচ্চিত্রের মুক্তির দিনক্ষণ। উপমহাদেশ জুড়ে ভক্তদের প্রত্যাশার সয়লাবে যেন জোয়ার তুলেছে এই ঘোষণা। সেই সঙ্গে পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি করতে চলেছে ছবি দুটি। চলুন, এখনও নির্মাণের মঞ্চে না ওঠা সিনেমা দুটি নিয়ে আকর্ষণীয় কিছু তথ্য জেনে নেওয়া যাক।
ঐতিহাসিক পূণর্মিলনী
শাহরুখ অভিনীত ফারাহ খানের পুনর্জন্ম কাহিনী ‘ওম শান্তি ওম’ ছিল ২০০৭-এর দীপাবলির ব্লকবাস্টার। একই সময়ে সঞ্জয় লীলা বনসালির ‘সাওয়ারিয়া’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রণবীর কাপুরের। তারপর থেকে দীর্ঘ ১৯ বছর পর বক্সঅফিসে বলিউড বাদশার মুখোমুখি হতে চলেছেন রণবীর। বলাই বাহুল্য যে, এখন তিনি আর সেই ‘সাওয়ারিয়া’র রণবীর নেই।
নির্মাতা বনসালির সঙ্গে চলচ্চিত্র যুদ্ধে এসআরকে সেবার জিতে গিয়েছিলেন ঠিকই। কিন্তু ২০১৫’তে শাহরুখের ‘দিলওয়ালে’ খুব একটা সুবিধা করে উঠতে পারেনি বনসালির ‘বাজিরাও মাস্তানি’র কাছে। এবার তৃতীয়বারের মতো কিং খানের সঙ্গে বক্সঅফিস প্রতিযোগিতায় অবতীর্ণ হতে যাচ্ছেন ১৫ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী এই চলচ্চিত্র নির্মাতা।
আরও পড়ুন: ‘কাঁটা’ আসছে বঙ্গতে
শাহরুখের ‘কিং’
পরপর ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’র মতো হিট মুভি দেওয়ার পর শাহরুখের এবারের চমকের নাম ‘কিং’। বহুল প্রত্যাশিত এই ক্রাইম ড্রামার মধ্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য পর্দায় প্রকাশিত চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। ছবিটির পরিচালনায় থাকবেন সুজয় ঘোষ।
এসআরকে’র রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে সিনেমার সহ-প্রযোজনায় অংশ নেবে সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স।
২০১৩-এর ‘চেন্নাই এক্সপ্রেস’-এর দুর্দান্ত সফলতার পর থেকে দীর্ঘ বিরতির এই প্রথম ঈদের মৌসুমে ছবি প্রকাশ করছেন কিং খান।
ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। তারকাশিল্পীদের মধ্যে আরও থাকবেন সম্প্রতি সাড়া জাগানো হরর-কমেডি মুঞ্জিয়া-খ্যাত অভিনেতা অভয় ভার্মা।
আরও পড়ুন: মেহজাবীন অভিনীত ভিকি জাহেদের ‘তিথিডোর’ নিয়ে কেন এত আলোচনা
ধাওয়া-পাল্টা ধাওয়াসহ অভূতপূর্ব কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং নজরকাড়া কিছু ভিজুয়াল ইফেক্ট দিয়ে সাজানো হবে মুভিটিকে। সঙ্গত কারণে বেশ সময় নিয়ে পরিকল্পনা চলছে ছবি নির্মাণে। সবকিছু ঠিকঠাক এগোলে ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ শেষ হবে নির্মাণের যাবতীয় কাজ।
রণবীরের ‘লাভ অ্যান্ড ওয়ার’
প্রথম দিকে ২০২৫-এর ক্রিসমাসে মুক্তি পাওয়া কথা থাকলেও সময় পিছিয়ে নতুন তারিখ ঠিক করা ২০২৬-এর ২০ মার্চ। সেই থেকেই ‘কিং’-এর সঙ্গে প্রতিযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর।
সঞ্জয় লীলা বনসালি পরিচালিত এই এপিক রোমান্টিক মুভিতে অভিনয় করবেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল। ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান (২০২২)-এর পর এটি দম্পতি রণবীর-আলিয়ার প্রথম চলচ্চিত্র।
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর ‘নীল জোছনা’ নিয়ে বড় পর্দায় ফিরছেন শাওন
বলিউডের ঈদ আয়োজনে এই পরিবর্তনের পটভূমি
ঘটনার সূত্রপাত ঘটে ঈদে ছবি মুক্তি থেকে বলিউডের ভাইজান-খ্যাত সুপারস্টার সালমান খানের সরে দাঁড়ানো থেকে। বছরের পর বছর ধরে অনেকটা একচেটিয়া ভাবেই ঈদ মৌসুমকে নেতৃত্ব দিয়ে আসছে সালমান খানের মুভিগুলো। কিন্তু এই ধারাবাহিকতা ভেঙে ২০২৬ সাল থেকে যাচ্ছে একটু ভিন্ন রকমের।
২০২৫ সালের ঈদের জন্য নির্ধারিত ‘সিকান্দার’ মুভির কাজ শেষ করেই পরিচালক অ্যাটলির সঙ্গে পরবর্তী মেগা-বাজেটের ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সালমান। ব্যাপক শুটিং ও ভিএফএক্স নিয়ে এই নতুন প্রজেক্টে রয়েছে বেশ ভারী কাজের চাপ। স্বভাবতই অতিরিক্ত সময়ের প্রয়োজনীয়তা ছবি মুক্তির দিনক্ষণকে ঠেলে দিয়েছে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে। এতে ২০২৬-এর ঈদ মৌসুমে সৃষ্টি হয় বিগ বাজেটের চলচ্চিত্র-শূন্যতা। আর এই শূন্যস্থান পূরণেই মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ‘কিং’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর।
শেষাংশ
২০২৬-এ বলিউডের ঈদ আয়োজনে শাহরুখ ও রণবীরের মুখোমুখি হওয়াটা জন্ম দিয়েছে নতুন মাত্রার ব্লকবাস্টার প্রতিযোগিতার সম্ভাবনা। একদিকে ‘কিং’-এর আবেগপূর্ণ পিতা-কন্যার আবেগঘন চিত্রনাট্য, অন্যদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ প্রেম ও সংঘর্ষের চিরনবীন পটভূমি। সব মিলিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ২০২৬-এর ঈদুল ফিতর হতে চলছে বলিউডের সবচেয়ে প্রত্যাশিত আয়োজনগুলোর মধ্যে একটি। কার মাথায় মুকুট উঠবে তা নিয়ে রুদ্ধঃশ্বাস প্রতীক্ষার পাশাপাশি মুভিপ্রেমীরা পাচ্ছে এক স্মরণীয় উৎসবমুখর সপ্তাহের হাতছানি।
আরও পড়ুন: আসছে নিশো-তমা জুটির নতুন সিনেমা ‘অসিয়ত’
৩ মাস আগে
ধুম ৪-এ শাহরুখ খান: ঘটনা না কি রটনা?
বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মুভি ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে থাকা মুভি সিরিজটির নাম ‘ধুম’। এরই নতুন কিস্তি তথা ধুম ৪ নিয়ে বেশ কয়েক বছর ধরেই চলছে হৈচৈ।
প্রধান ভূমিকায় কারা ফিরছেন আর নতুন কারা আসছেন তা নিয়ে হাজারও জল্পনা-কল্পনা ভক্তদের মাঝে। সেগুলোর মধ্যে সম্প্রতি ধুম ৪-এ এসআরকে (শাহরুখ খান) এর অভিনয়ের বিষয়টি বিতর্কের ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
চলুন, খবরটির সত্যতা যাচাই করে নেওয়া যাক।
ধুম: এক সফল ফ্র্যাঞ্চাইজির উপাখ্যান
সহকারী পুলিশ কমিশনার জয় দীক্ষিত এবং তার সহযোগী আলি আকবর ফতেহ খান বিশ্বের সবচেয়ে ধূর্ত চোরকে ধরাশায়ী করতে জড়িয়ে পড়তে থাকে বিপজ্জনক পরিস্থিতিতে। এমনই পটভূমি নিয়ে ধুম চলচ্চিত্রের মাধ্যমে বলিউডের ‘বাডি কপ’ জনরাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছেন নির্মাতা আদিত্য চোপড়া।
আরও পড়ুন: একইদিনে বাংলাদেশের হলেও ‘ডাঙ্কি’?
বক্স অফিস আয়ের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম বলিউড ফিল্ম ফ্র্যাঞ্চাইজি। এখন পর্যন্ত ট্রিলজিটির প্রতিটিতেই খলনায়কের চরিত্রগুলো জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছে নায়কদেরকে। কখনো ব্যাংক ডাকাতি কখনো বা অমূল্য শিল্পকর্ম চুরি; এমনই অন্ধকার জগতকে জড়িয়ে দেখানো হয়েছে নতুন নতুন গল্প।
সবগুলোতে অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া যথাক্রমে জয় ও আলি আকবরের ভূমিকায় অপরিবর্তিত ছিলেন। কিন্তু চোরের চরিত্রগুলোতে প্রতিবারই অংশ নিয়েছেন ভিন্ন ভিন্ন খ্যাতিমান তারকারা।
প্রথম ছবিতে জন আব্রাহামের সঙ্গে সহ-খলনায়িকা হিসেবে ছিলেন এশা দেওল। দ্বিতীয়টিতে ছিলেন ঋত্মিক রোশান ও ঐশ্বরিয়া রাই। আর সর্বশেষটাতে ছিলেন শুধু আমির খান।
প্রথম দুই কিস্তির পরিচালক ছিলেন সঞ্জয় গাধবি, যেগুলো মুক্তি পেয়েছিল ২০০৪ ও ২০০৬-এ। তবে সর্বশেষেরটিতে পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন ধুমের সবগুলো কিস্তির চিত্রনাট্যকার ভিজয় কৃষ্ণ আচার্য। ধুম নিয়ে যশ রাজ ফিল্মসের তৃতীয় প্রজেক্টটি প্রেক্ষাগৃহে এসেছিল ২০১৩ সালে।
আরও পড়ুন: বিনা কর্তনে চলছে ‘অ্যানিমেল’, আটকে আছে ‘কাঠগোলাপ’
১১ মাস আগে
একইদিনে বাংলাদেশের হলেও ‘ডাঙ্কি’?
চলতি বছর শাহরুখ খানের আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে। সেটি এরইমধ্যে সবার জানা। ‘ডাঙ্কি’ দিয়ে প্রথমবার রাজকুমার হিরানির পরিচালনায় দেখা যাবে শাহরুখকে। আর সিনেমাটি রবিবার (১৭ ডিসেম্বর) সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গেল। এখন শুধু অপেক্ষা ২২ ডিসেম্বরের।
পুরো বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের দর্শক দেখবে ‘ডাঙ্কি’। এমনটাই আভাস দিলেন ‘পাঠান’, ‘জাওয়ান, ‘অ্যানিমেল’ আমাদানি করা প্রতিষ্ঠানের অনন্য মামুন। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এমনটা জানান তিনি।
২ ঘণ্টা ৪১ মিনিটের সিনেমা ‘ডাঙ্কি’র ট্রেলার ইতোমধ্যে সাড়া ফেলেছে। শাহরুখের অন্য সিনেমার চেয়ে ‘ডাঙ্কি’ নিয়ে আগ্রহের মূল কারণ পরিচালক রাজকুমার হিরানি। বলিউডের এই মাস্টারপিস ডিরেক্টরের ছোঁয়ায় নতুন এক শাহরুখকে দেখা যাবে বলে বিশ্বাস ভক্তদের।
এই সিনেমায় আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি।
আরও পড়ুন: পাঠান মুভি রিভিউ: বলিউড কিং শাহরুখ খানের অভিজাত প্রত্যাবর্তন
সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরলেন শাহরুখ খান!
১ বছর আগে
সালমান-ক্যাটরিনার 'টাইগার থ্রি' নিয়ে কেন এত বিতর্ক
সালমান খান ও ক্যাটরিনা কাইফের জুটি মানেই ছবি সুপার হিট হওয়ার শতভাগ সম্ভাবনা। এরসঙ্গে আবার যখন যুক্ত হলো শাহরুখ খান, হৃত্বিক রোশন ও ইমরান হাশমির মতো তারকা; তখন প্রত্যাশা দ্বিগুণ হওয়ার কথা বলাই বাহুল্য। সিনেমাপ্রেমীরা ঠিক এই সহজাত অভিজ্ঞতারই সম্মুখীন হলেন ১২ নভেম্বর ‘টাইগার থ্রি’ মুক্তির মাধ্যমে। 'এক থা টাইগার' (২০১২), 'টাইগার জিন্দা হ্যায়' (২০১৭), 'ওয়ার' (২০১৯) ও 'পাঠান' (২০২৩) নিয়ে যশ রাজ ফিল্মসের সৃষ্টি করা স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি এটি।
মনীশ শর্মা পরিচালিত ভারতের সর্বাধিক প্রত্যাশিত চলচ্চিত্রটির এই মুক্তিলগ্নে ছবিটিকে ঘিরে জন্ম নিয়েছে কিছু বিতর্ক। কী সেই বিতর্ক! আর তা কতটুকুই বা প্রভাব ফেলছে ফিল্মের জনপ্রিয়তায়, চলুন- জেনে নেওয়া যাক।
যে কারণে 'টাইগার থ্রি' নিয়ে এত বিতর্ক
৩টি দেশে ‘টাইগার থ্রি’ মুক্তির নিষেধাজ্ঞা
৩০০ কোটি রুপি বা প্রায় ৩৯৭ কোটি বাংলাদেশি টাকার (১ ভারতীয় রুপি = ১.৩২ বাংলাদেশি টাকা) সমান বাজেটে তৈরি করা মুভিটি কয়েকটি দেশে নিষিদ্ধ হওয়ার শোরগোল উঠেছে। দেশগুলো হলো: ওমান, কুয়েত ও কাতার।
চলচ্চিত্রের খলনায়ক ইমরান হাশমি একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের নেতার ভূমিকায় অভিনয় করেছেন। এই সংগঠনগুলো সরাসরি মুসলিম ধর্ম-প্রধান দেশগুলোকে প্রতিনিধিত্ব করায়, একটি নেতিবাচক পটভূমির ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে, চিত্রায়নটির মাধ্যমে দেশগুলোর ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।
আরও পড়ুন: নভেম্বরে মুক্তির অপেক্ষায় বাংলাদেশি যেসব চলচ্চিত্র ও ওয়েব সিরিজ
তবে চূড়ান্তভাবে নিষিদ্ধকরণের বিষয়টি এখনও রটনার মাঝেই সীমাবদ্ধ। অপরপক্ষে, দেশগুলোতে এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে ছবির কাহিনি নিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই মুক্তি দেওয়া হবে দেশগুলোর প্রেক্ষাগৃহে।
তবে বিনা কর্তনে ভারতে মুক্তির ছাড়পত্র পাওয়া ছবিটির মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হওয়ার পেছনে আরেকটি স্পর্শকাতর বিষয়কে দায়ী করা হচ্ছে।
আর সেটি হচ্ছে, জোয়া চরিত্রে অভিনীত ক্যাটরিনা কাইফের তোয়ালে পরিহিত একটি অ্যাকশন সিকুয়েন্স।
তোয়ালে পরিহিত অবস্থায় ক্যাটরিনা কাইফের অ্যাকশন দৃশ্য
যশ রাজ ফিল্মসের সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পের সিংহভাগই খরচ হয়েছে অ্যাকশন দৃশ্যের জন্য। ধুন্ধুমার দৃশ্যগুলোর একটি ছিল ক্যাটরিনা ও জনপ্রিয় হলিউড মুভি ব্ল্যাক উইডো বা বুলেট ট্রেনখ্যাত মিশেল লি’র তোয়ালে পরা অবস্থায় মার্শাল আর্ট।
চলচ্চিত্রের অ্যাকশনকে আলাদাভাবে প্রতিনিধিত্ব করা সিকুয়েন্সটি স্থান পেয়েছিল মুভির ট্রেইলারেও। তারপর থেকেই দুই নারীর এমন মুষ্ঠিযুদ্ধ নিয়ে শুরু হয়ে যায় হৈচৈ।
আরও পড়ুন: নতুন চমক নিয়ে ‘দ্য মার্ভেলস’ আসছে বাংলাদেশে
১ বছর আগে
শাহরুখের ‘ডানকি’ বনাম প্রভাসের ‘সালার’: মুক্তি পাচ্ছে বড়দিনে
শাহরুখ খান, ৯০-এর দশক থেকে শুরু করে এখন পর্যন্ত বলিউড সিনেমার আকাশে সবচেয়ে আলোকিত তারকার নাম। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে এই ৬০-এর কোঠায়ও ব্র্যান্ড এসআরকে অভিনীত চলচ্চিত্রগুলো স্থান পাচ্ছে সর্বোচ্চ উপার্জনকারী সিনেমার তালিকায়। অন্যদিকে প্রভাস ২১ শতকের দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী তারকা। তামিলনাড়ুতে জন্মগ্রহণকারী তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির এই তারকা বর্তমানে গোটা ভারতবর্ষের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের একজন। আসছে বড় দিনে ভারতীয় সিনেমার এই দুই অধিপতি মুখোমুখি হতে যাচ্ছে; অবশ্যই তাদের অভিনয়ের যুদ্ধে। একদিকে শারুখের বহুল প্রত্যাশিত ‘ডানকি’, অন্যদিকে সিজফায়ার শিরোনামে প্রভাসের ‘সালার’-এর প্রথম পার্ট।
স্বভাবতই হৈচৈ শুরু হয়ে গেছে মিডিয়াসহ শাহরুখ-প্রভাসের সারা দুনিয়াজোড়া ভক্তদের মধ্যে। কে কার থেকে কতটা এগিয়ে থাকবে- এমন জল্পনা-কল্পনার খোরাক যোগানো ছবি দু’টির বিস্তারিত নিয়েই আজকের নিবন্ধ। চলুন, জেনে নেওয়া যাক ‘ডানকি’ ও ‘সালার’ চলচ্চিত্রের বিস্তারিত।
আরও পড়ুন: ৪৮তম টরন্টো উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত
শাহরুখ খানের ‘ডানকি’
কেমন গল্প থাকছে ‘ডানকি’ সিনেমায়
চলচ্চিত্রটির শিরোনামটি এসেছে মুলত ডানকি ফ্লাইট থেকে। সাধারণত এক দেশে থেকে একাধিক অবৈধ ট্রাঞ্জিটের মাধ্যমে অন্য দেশে প্রবেশের পদ্ধতি বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে ডানকি ফ্লাইট বা ডানকি রুট। এই পথে প্রতি বছর হাজার হাজার তরুণ কানাডা এবং যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোতে প্রবেশ করে।
এমনি এক ভারতীয় তরুণের জীবন কাহিনী ফুটে উঠবে এই সিনেমায়। মজার মজার সব ঘটনার মধ্য দিয়ে আবর্তিত হবে নানান জটিলতায় ভরা এই অবৈধ যাত্রা। পরিশেষে সে কি নিজের গন্তব্যে পৌঁছতে পারবে, না কি ফিরে আসবে নিজের দেশে- তারই জবাব মিলবে এই রম্য উপস্থাপনায়।
‘ডানকি’ নির্মাণের নেপথ্যের কলাকুশলীরা
২০২০ সালের শেষের দিকে গুজব উঠে যে, বলিউড বাদশাকে নিয়ে চলচ্চিত্র বানাতে যাচ্ছেন প্রথিতযশা চলচ্চিত্রকার রাজকুমার হিরানি। ২০২১ সালের আগস্ট নাগাদ সম্পন্ন হয়ে গিয়েছিল ছবির চিত্রনাট্য। অতঃপর পরের বছর ১৯ এপ্রিলে আনুষ্ঠানিক ঘোষণার পর বিষয়টি আর গুজব থাকে না।
পরিচালক হিরানিসহ গল্পের স্ক্রিপ্ট লেখনে অংশ নিয়েছেন অভিজাত জোশী এবং কণিকা ধিলোন। দৃশ্য ধারণের জন্য সিনেমাটোগ্রাফার অমিত রায়কে প্রথমে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু পরে তার জায়গায় চূড়ান্ত ভাবে স্থলাভিষিক্ত হন সিকে মুরলীধরন। আর এর মাধ্যমে তিনি লাগে রাহো মুন্না ভাই (২০০৬), থ্রি ইডিয়েট্স (২০০৯) এবং পিকে (২০১৪) এর পর হিরানির সঙ্গে চতুর্থবারের মতো একসঙ্গে হলেন।
২০২১ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয় মূল ফটোগ্রাফি। ২০২২ সালের জুলাই মাসে বুদাপেস্ট এবং লন্ডনে চিত্রগ্রহণ হয় টানা এক মাস। অক্টোবরে মুম্বাইতে শাহরুখ খানের একটি দুর্ধর্ষ বাইকের সিকোয়েন্স শুটিং হয়। নভেম্বরে সৌদি আরবের জেদ্দা ও নিওমে শ্যুটিং চলে টানা ১২ দিন। ২০২৩-এর জানুয়ারী মাসে মুম্বাইতে পানির নীচের দূর্দান্ত একটি শটে অংশ নেন এরআরকে।
সিনেমার সঙ্গীত আয়োজন করেছেন স্বনামধন্য সঙ্গীত কম্পোজার প্রীতম চক্রবর্তি।
রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং জিও স্টুডিও নির্মিত ছবিটির প্রযোজনায় ছিলেন স্বয়ং হিরানি, জ্যোতি দেশপান্ডে ও শাহরুখ-সহধর্মিনীয় গৌরী খান।
আরও পড়ুন: অনুমতি ছাড়াই মাইকেল হাত ধরে আমাকে সরাতে গেছেন: সায়ন্তিকা
ডানকি ইতোমধ্যে আন্তর্জাতিক নন-থিয়েট্রিকাল ডিস্ট্রিবিউশন স্বত্ব বাবদ আয় করেছে ২৩০ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ৩০৪ কোটি ৫৫ লাখ টাকারও বেশি)। দেশের ভেতরে নন-থিয়েট্রিকাল প্রচার স্বত্ব থেকে এসেছে ১৫৫ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ২০৫ কোটি ২৪ লাখ টাকারও বেশি)। এই স্বত্বটি নিয়েছিল জিয়োসিনেমা।
শাহরুখের ‘ডানকি’তে আর কারা থাকছেন
ছবির কাস্টিং ডিরেক্টর ছিলেন মুকেশ ছাবরা। ‘ডানকি’-এর মাধ্যমে প্রথমবারের মত শাহরুখের নায়িকা হিসেবে দেখা যাবে তাপসী পান্নুকে। ২০২২ সালের অক্টোবরে কাস্টিং-এ যোগদান করেন বোমান ইরানি, দিয়া মির্জা, সতীশ শাহ, এবং ভিকি কৌশাল। অন্যান্যদের মধ্যে আরও দেখা যাবে ধর্মেন্দ্র ও পরীক্ষিত সাহনিকে।
প্রভাসের ‘সালার পার্ট-১ সিজফায়ার’
‘সালার’ সিনেমার কাহিনী
মৃত বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষাকে রীতিমত মিশন হিসেবে নিয়ে অভিযানে নেমে পড়ে একজন গ্যাং লিডার। রূদ্ধঃশ্বাস এই অভিযানে ভয়াবহ সব অপরাধী চক্রের সঙ্গে মরণপণ লড়াইয়ের পটভূমি নিয়ে অগ্রসর হবে ‘সালার’-এর গল্প।
‘সালার’ চলচ্চিত্রের নির্মাণ ও বাজেট
২০২০-এর ২ ডিসেম্বর শিরোনাম প্রকাশের মাধ্যমে উন্মোচিত হয় সিনেমাটির নির্মাণ পরিকল্পনা। মুল কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় হায়দ্রাবাদে ২০২১-এর ১৬ জানুয়ারী। তারও কিছু দিন পর ২৯ জানুয়ারী তেলেঙ্গানার গোদাবরীখানি শহরের কাছে কয়লা খনিতে শুরু হয় শ্যুটিং।
২০২২ সালের মার্চ নাগাদ শ্যুটিং-এর মাত্র ৩০ শতাংশ শেষ হয়েছিল। একই বছর প্রভাসের রাধে শ্যাম এবং নীলের কেজিএফ চ্যাপ্টার ২ মুক্তির কারণে চিত্রগ্রহণ সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। এরই মধ্যে মার্চে স্পেনে ছুটি কাটাতে যেয়ে প্রভাস হাঁটুতে ব্যাথা পান, যার কারণে শ্যুটিং আরও বিলম্বিত হয়েছিল। সব মিলিয়ে জুন মাসে আবার নতুন উদ্যমে শুরু হয় শ্যুটিং।
আরও পড়ুন: ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসব ২০২৩-এর পর্দা উঠছে
১ বছর আগে
জাওয়ান: বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল
স্বাধীনতা পরবর্তী প্রথমবারের মতো একযোগে কোনো হিন্দি সিনেমা মুক্তি পেল বাংলাদেশে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এদেশের প্রেক্ষাগৃহের পর্দায় দেখা গেলো শাহরুখ খানের ‘জাওয়ান’।
বৃহস্পতিবার দুপুরে ‘জাওয়ান’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর দেশের মাল্টিপ্লেক্সগুলোতে একাধিক শো চলে দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমার।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দেশের সব সিঙ্গেল স্ক্রিনসহ ৪৮ হলে মোট ২৩৭টি শো চলবে সিনেমাটির। খবরটি নিশ্চিত করেছেন এর বাংলাদেশের পরিবেশক অনন্য মামুন।
‘জাওয়ান’ বাংলাদেশের মুক্তি নিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনা ছিল ঘোষণার পর থেকেই। অনেকে দলবদ্ধ হয়ে সিনেমাটি দেখার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। যা এদেশে প্রথম। বলিউডের ‘খান’দের সিনেমা মুক্তির পর ভারতীয় ভক্তদের উন্মাদনার খবর পাওয়া যেত। আর এবার সেই উন্মাদনায় মাতছে বাংলাদেশের দর্শকও।
আরও পড়ুন: বাংলাদেশেও আজ মুক্তি পাচ্ছে 'জাওয়ান'
ভক্তদের একদল প্রেক্ষাগৃহ ভাড়া করে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখে ফেলেছেন শাহরুখ ভক্তরা।
এই বছরই শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পায়। সিনেমাটির আয় ভারতীয় সিনেমায় ইতিহাস গড়েছে। কিন্তু দর্শকের মন ছুঁতে পারেনি। তাই বলিউড বাদশাহ’র সিনেমা নিয়ে এক ধরনের হতাশা তৈরি হয় ভক্তদের মাঝে। তবে ‘জাওয়ান’ নিয়ে আশাবাদের কমতি ছিল না। আর এর কারণ দক্ষিণী পরিচালক।
ভারতের দক্ষিণের পরিচালকদের সুনাম এখন বিশ্বজুড়ে। পর্দায় গল্পের উপস্থাপনে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন তারা। তাইতো অ্যাটলি কুমারের সিনেমায় যখন বলিউড বাদশাহ কাস্ট হলেন তখন থেকে শাহরুখের ‘বাদশাহ’ হয়ে ফিরে আশার বন্দনায় মেতেছেন ভক্তরা।
আরও পড়ুন: বিশ্বব্যাপী মুক্তির দিন বাংলাদেশে 'জাওয়ান’
৩০০ কোটি বাজেটের ‘জাওয়ান’ সিনেমায় আরও এক চমক হিসেবে যোগ হয়েছে দক্ষিণের সুপারস্টার বিজয় সেতুপতি। সবমিলিয়ে যেই আশা তৈরি হয়েছিল তাকেও যেন ছাড়িয়ে গেল এই সিনেমা।
মুক্তির প্রথম দিন থেকেই সবার মুখে ‘জাওয়ান’ এর প্রশংসা। ভক্তদের আশা পুরণ হলো। দীর্ঘদিন পর বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল।
‘জাওয়ান’ এ শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। তিনি বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন। তার অভিনীত দুই চরিত্রের নাম বিক্রম রাঠোর ও আজাদ রাঠোর।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নয়নতারা, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। এছাড়া দীপিকা পাড়ুকোনকে অতিথি চরিত্রে দেখা গেছে।
আরও পড়ুন: বিশ্বব্যাপী মুক্তির ৯৯ দিন পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’
১ বছর আগে
বাংলাদেশেও আজ মুক্তি পাচ্ছে 'জাওয়ান'
চলতি বছর বাংলাদেশে মুক্তি পেয়েছিল বলিউডের ‘পাঠান’ ও ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা দুটি। তবে সেগুলো যখন এদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ততদিনের পুরো বিশ্বে মুক্তির কয়েক মাস হয়ে যায়।
তাই শাহরুখ খান ও সালমান খানের সিনেমা হয়েও ব্যবাসায়িক সুবিধা করতে পারেনি আমদানিকারি প্রতিষ্ঠান।
তবে শাহরুখের ‘জাওয়ান’ নিয়ে আলোচনা ছিল ভিন্ন।কারণ বলা বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দেখা যাবে সিনেমাটি। ব্যবসায়িক দিক থেকে এটি যেমন সম্ভাবনাময় ছিল তেমনি আলোচনাও বেশ।
এদেশের শাহরুখ ভক্তরা অধীর অপেক্ষায় ছিল ৭ সেপ্টেম্বরের জন্য। কারণ আজ (৭ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে ‘জাওয়ান’।
আরও পড়ুন: বাংলাদেশে কবে মুক্তি পাবে ‘জাওয়ান’
গতকাল (৬ সেপ্টেম্বর) সেন্সর বোর্ডে সিনেমাটি প্রদর্শনের কথা ছিল। কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। আজ দুপুর পর্যন্ত মুক্তি অনিশ্চিত থাকলেও অবশেষে আনকাট সেন্সর পেলো 'জাওয়ান'। আর আজকেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে বলিউড বাদশাহর এই সিনেমা।
খবরটি নিশ্চিত করে পরিবেশক অনন্য মামুন ইউএনবিকে বলেন, এটি অবশ্যই আশাবাদের বিষয় যে বিশ্বব্যাপী মুক্তির দিনই বাংলাদেশের দর্শক হলে গিয়ে 'জাওয়ান' দেখতে পাবে। মোট ৪৮ হলে সিনেমাটি মুক্তি পাবে।
মামুন আরও জানান, আজ (৭ সেপ্টেম্বর) থেকে সিনেপ্লেক্সেগুলোয় ' জাওয়ান' দেখা যাবে। আগামীকাল থেকে সিঙ্গেল স্ক্রিনের হলে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
দক্ষিণভারতের নির্মাতা অ্যাটলির এই সিনেমায় শাহরুখ ছাড়াও ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় থালাপতি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোনকে!
আরও পড়ুন: বিশ্বব্যাপী মুক্তির দিন বাংলাদেশে 'জাওয়ান’
১ বছর আগে
বিশ্বব্যাপী মুক্তির দিন বাংলাদেশে 'জাওয়ান’
বাংলাদেশে বলিউডের সিনেমা রিলিজের ধারাবাহিকতা শুরু হয়েছে। এরইমধ্যে এবছর মুক্তি পেয়েছে 'পাঠান' ও 'কিসি কা ভাই কিসি কা জান'।
তবে দুটি সিনেমাই এসেছে বিশ্বব্যাপী মুক্তির কয়েক মাস পর।
জানা গেল এবার আসতে যাচ্ছে শাহরুখ খানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা 'জাওয়ান'। তবে এবার আর দেরি নয়। বিশ্বব্যাপী মুক্তির দিনই ৭ সেপ্টেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
'জাওয়ান' বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।
আরও পড়ুন: ডন ৩: শাহরুখের বদলে বলিউডের নতুন ডন রণবীর সিং
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অনন্য মামুন খবরটি নিশ্চিত করেছেন।তিনি জানান, শাহরুখ ভক্তদের জন্য সুসংবাদ জাওয়ান মুক্তি পাচ্ছে বাংলাদেশে। তথ্য মন্ত্রণালয় আজ (২৭ আগস্ট) তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। 'জাওয়ান' হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র যা একই সঙ্গে রিলিজ হবে বাংলাদেশে।
‘জাওয়ান’ পরিচালনা করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার।এই প্রথম দক্ষিণী নির্মাতার পরিচালনায় কাজ করেছেন বলিউডের বাদশাহ। এতে তার নায়িকা নয়নতারা। এছাড়াও আছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি প্রমুখ।
দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়কে দেখা যাবে অতিথি চরিত্রে।
আরও পড়ুন: পাঠান মুভি রিভিউ: বলিউড কিং শাহরুখ খানের অভিজাত প্রত্যাবর্তন
বলিউডে ‘কিং খান’ শাহরুখের ৩০ বছর
১ বছর আগে