লোহাগাড়া
কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে যুবক আহত
চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের খৈয়ারকুল রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
আহত মো. রাশেদ আবিদ (২২) সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের আবদুল্লাহর পুত্র।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শারফু সিকদার জানান, গুরুতর আহত রাশেদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: হাতীবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা!
রাশেদের মামা মো. ফারুক বলেন, ‘রাশেদের বাড়ি সাতকানিয়ায়। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে রাশেদসহ আমি বাড়ি থেকে আমিরাবাদের উদ্দেশে ফিরছিলাম। হঠাৎ কক্সবাজার থেকে ট্রেন আসতে দেখে সেলফি তুলতে রেললাইনে দাঁড়িয়ে যায় রাশেদ। সেই মুহূর্তেই পেছন থেকে ট্রেন এসে তাকে ধাক্কা দেয়।’
তিনি আরও বলেন, ‘গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
১ বছর আগে
চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ২০ লাখ টাকার জাল নোট জব্দ, আটক ২
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এসময় দুজনকে আটকের দাবি করেছে পুলিশ।
বুধবার (১ মার্চ) বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে ওমর আলী (৫০) এবং ভোলা দৌলত খাঁ চর পাড়া এলাকার মো. বেলায়েতের ছেলে রুবেল (৩২)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রতারকচক্র জাল টাকা পাচার করছে। গোপনে এমন সংবাদে এসআই মাহফুজুর রহমান থানা পুলিশের একটি টিম নিয়ে উপজেলার চুনতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় বাসে তল্লাশি চালায়। এসময় ওমর আলী ও রুবেল নামে দুই ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকার ২০টি বান্ডিলে মোট ২০ লাখ টাকার জাল টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, নারী আটক
চট্টগ্রামে হত্যাসহ ১০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার: র্যাব
অর্থ আত্মসাতের অভিযোগ: চট্টগ্রামের ৩ সার্ভেয়ার কারাগারে
১ বছর আগে
লোহাগাড়ায় মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ ডিসেম্বর) রাত ১১টায় উপজেলার আধুনগর খাঁনহাট স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আরিয়ান চৌধুরী জোবাইর (২৬) উপজেলার আধুনগর চৌধুরী পাড়া এলাকার কায়কোবাদ চৌধুরীর ছেলে।
আরও পড়ুন: কুমিল্লায় বিয়ের আশ্বাসে বাড়ি থেকে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৫
জানা গেছে, ভুক্তভোগী মাদরাসায় যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করত অভিযুক্ত জোবাইর। ২৯ নভেম্বর সকালে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে অভিযুক্ত জোবাইর ও তার সঙ্গে থাকা দুই-তিনজন প্রাইভেটকারে করে ভুক্তভোগীকে তুলে নিয়ে যায়। একটি কটেজে নিয়ে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত জোবাইর।
পরে ২ ডিসেম্বর রাতে ভুক্তভোগীকে আধুনগর বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর ভুক্তভোগীর পরিবার মামলা করলে পুলিশ অভিযুক্ত জোবাইরকে গ্রেপ্তার করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ভুক্তভোগীর মা তার মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা করলে ১১ ডিসেম্বর রাতে পুলিশের একটি দল অভিযুক্ত জোবাইরকে গ্রেপ্তার করে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও জানান, ভুক্তভোগীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নয়াপল্টনে পুলিশের অভিযানে নিহত ২, শতাধিক আহত, গ্রেপ্তার ৬০০: ফখরুল
ঢাকা থেকে চুরি হওয়া শিশু সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ২
২ বছর আগে
লোহাগাড়ায় বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত, চালক গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়ায় বাসচাপায় মারুফুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় ঘাতক বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার রাউজান থানাধীন ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযুক্ত বাসচালক সুজন দে (৩৮) রাউজান থানার ইয়াছিন নগরের মৃত বিমল দে’র ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি বাজার এলাকায় বাসচাপায় মারুফুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। মারুফ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত ছিলেন। তিনি ছুটি নিয়ে মোটরসাইকেলযোগে তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায় আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পরপরই বাসের চালক সুজন আত্মগোপন করে এবং হেলপার সাজ্জাদ হোসেনকে স্থানীয় জনগণ আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে।
এতে বলা হয়, পরবর্তীতে নিহত পুলিশ কনস্টেবল মারুফের মা ঘাতক বাসচালক ও হেলপারের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি মামলা করেন। এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে ঘাতক বাসচালক রাউজান থানাধীন ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকায় আত্নগোপন করে আছে। এই তথ্যের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ১০টায় অভিযান চালিয়ে অভিযুক্ত সুজন দেকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন।
গ্রেপ্তার সুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
২ বছর আগে
চট্টগ্রামে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফুল ইসলাম (২২) চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নয়া বাজার এলাকার সাংবাদিক ছিদ্দিক আহমদের ছেলে এবং কনস্টেবল হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রাম ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাফিকুল ইসলাম জামান, মারুফুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে হারবাংয়ের বাড়ি যাওয়ার পথে রাত সাড়ে ৯টার চুনতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
২ বছর আগে
পুলিশের কব্জি কেটে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশী অভিযানে আসামির ধারালো দায়ের কোপে কনস্টেবল জনি খানের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় মামলার মূল আসামি কবির আহমদকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে লোহাগাড়ার পাহাড়ি এলাকা থেকে এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক সময়ে কর্তব্যরত পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্নের ঘটনায় দায়ের হওয়া মামলার মূল আসামি কবিরকে র্যাবের অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় সহযোগীসহ লোহাগড়ার পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের কেটে নেয়া কবজি সফলভাবে প্রতিস্থাপিত
এর আগে গত রবিবার রাতে বান্দরবন সীমান্তবর্তী এলাকা থেকে কবিরের স্ত্রী রানু বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
গত রবিবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযানে গিয়ে আসামির দায়ের কোপে হাতের কবজি বিচ্ছিন্ন হয় কনস্টেবল জনি খানের। একই ঘটনায় মামলার বাদীসহ আরও এক কনস্টেবল আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পদুয়া এলাকার বাসিন্দা মো. আবুল হোসেন গত ২৪ মার্চ অনধিকার প্রবেশ ও মারামারির অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পদুয়ার লালারখিল এলাকার মৃত আলী হোসেনের ছেলে কবির আহমদকে (৪০) ২ নম্বর আসামি করা হয়। রবিবার সকাল ১০টার দিকে লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম আসামি কবির আহমদকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালালে আসামি কবিরের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালানো হয়।
আরও পড়ুন: আসামির দায়ের কোপে পুলিশের হাতের কবজি বিচ্ছিন্ন!
২ বছর আগে
চট্টগ্রামে পুলিশের কেটে নেয়া কবজি সফলভাবে প্রতিস্থাপিত
চট্টগ্রামের লোহাগাড়ায় আসামির দায়ের কোপে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পুলিশ কনেস্টেবল জনি খানের হাতের কব্জি প্রতিস্থাপন করা হয়েছে। ঢাকার একটি হাসপাতালে তার কব্জি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার ঢাকা থেকে বিষয়টি নিশ্চিত করেছেন জনি খানের সঙ্গে থাকা লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ দত্ত। তিনি জানান, রবিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। জনি খান বর্তমানে ভালো আছেন। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।
আরও পড়ুন: আসামির দায়ের কোপে পুলিশের হাতের কবজি বিচ্ছিন্ন!
এর আগে রবিবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আধারমানিক লালারখিল এলাকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হন পুলিশসহ তিনজন।
আহতরা হলেন- লোহাগাড়া থানার কনস্টেবল মো. জনি খান (২৮), কনস্টেবল শাহাদত হোসেন (২৭) ও মামলার বাদী আবুল কাশেম (৪০)।এসময় আসামি কবির আহমদের দায়ের কোপে মো. জনি খানের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত আসামি কবির আহমদের স্ত্রী রুবি বেগমকে বান্দরবান সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কবির আহমেদকেও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।
২ বছর আগে
চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রবিবার (২৪ অক্টোবর) রাত ৮টায় উপজেলার আমিরাবাদ রাজমহল কমিউটিনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন (২৫) আমিরাবাদ দর্জিপাড়া এলাকার মু. আব্দুল মন্নানের ছেলে ও সাজ্জাদ হোসেন (১৮) পদুয়া আলী সিকদার পাড়ার আবুল কাসেমের ছেলে।
আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুছ বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছেন এবং আরও তিন জন আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পড়ুন: নাটোরে ২ মোটরসাইকেল আরোহী নিহত
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব বলেন, রাতে দু’টি মোটরসাইকেল যোগে চার যুবক পদুয়া থেকে বটতলী মোটর স্টেশনের দিকে আসছিলেন। পেছনের দিক থেকে মালামাল বহনকারী একটি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেল দু’টিকে ধাক্কা দিলে চারজন সড়কে ছিটকে পড়েন। এসময় তাদেরকে উদ্ধার করে স্থানীয় মা-মণি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াতকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ সদস্য মুজিবুর জানান, রাত পৌনে ১১টার দিকে লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সাজ্জাদকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছে।
পড়ুন: বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত
সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত
৩ বছর আগে
লোহাগাড়ায় নিখোঁজের ৩ দিন পর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার
চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজের তিন দিন পর এক মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার জঙ্গল পদুয়ার বারৈই পাড়া খালের বাঁশ ঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মুক্তিযোদ্ধা মেঘনাথ দে (৮০) একই এলাকার স্বর্গীয় আনন্দ মোহনের ছেলে।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল জানান, নিহত মেঘনাথ তালিকাভুক্ত না হলেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। ২০১৭ সালে তার নাম তালিকাভুক্ত মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে তালিকাভুক্ত করা হয়নি।
মেঘ নাথের বৃদ্ধা স্ত্রী জানান, তিন দিন আগে তার স্বামী নিখোঁজ হয়। তারা আত্মীয় স্বজনসহ সম্ভাব্য স্থানে স্বামীকে খুঁজেছেন।
তিনি বলেন, মাঝে মধ্যে মেঘনাথ ২-৩ দিনের জন্য কোথাও চলে যেতেন। আবার বাড়ি ফিরতেন। এবারও আমরা তাই মনে করেছিলাম। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কাছে খালের পাড়ে বাঁশবনে লাশ পাওয়ার কথা শুনে এসে দেখি এটা আমার স্বামীর লাশ। এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মৃত্যুর কারণ বের করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাই।
পড়ুন: রাজধানীতে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
সাতকানিয়া সার্কেলের এএসপি জাকারিয়া রহমান জিকু জানান, এলাকার মেম্বারে দেয়া খবর পেয়ে আমরা এসে বৃদ্ধের লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘রিপোর্ট আসার আগেই আমরা তদন্ত শুরু করবো। মেঘনাথের মৃত্যুর কারণ উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
পড়ুন: কক্সবাজারে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
৩ বছর আগে
চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও সন্তান নিহত হয়েছে।
৪ বছর আগে