বিএম কলেজ
বরিশালে বিএম কলেজের হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের একটি হলের কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জুন) বিকালে কলেজের মুসলিম হলের একটি পরিত্যক্ত কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাইনুল ইসলাম বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া এলাকার আব্দুল রহিম হাওলাদারের ছেলে। তিনি ওই হলের আবাসিকছাত্র এবং বিএম কলেজে সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষে পড়াশুনা করেন।
আরও পড়ুন: জয়পুরহাটে একই শাড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, আমাদের কলেজের মুসলিম হলের একটি পরিত্যক্ত কক্ষে এ ছাত্রের লাশ পাওয়া গেছে। পুলিশ এই বিষয়টি দেখছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায়।
পুলিশ পরিদর্শক বলেন, মুসলিম হোস্টেলের উপরের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তার লাশ পেয়েছি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা লাশের সুরতহাল রিপোর্ট করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলতে পারবো। কি কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, তা এখন পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন: মাগুরায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, সাবেক স্বামী গ্রেপ্তার
ফরিদপুরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে
বিএম কলেজের শিক্ষকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তরিকুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় রবিবার বিকালে শাহিন হোসেন মল্লিক মামুনকে প্রধান আসামি ও ৪-৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা করেন হামলার শিকার শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।
তিনি বলেন, শিক্ষক তরিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
এদিকে, সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আলামিন সরোয়ার বলেন, কলেজের শিক্ষক তরিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় রবিবার দুপুরে আমরা জরুরি বৈঠকে বসেছি। আমরা বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেব। এছাড়া হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষ থেকেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
পড়ুন: খুলনায় ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ১৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র জব্দ
২ বছর আগে
শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে বরিশালে মশাল মিছিল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বরিশালে মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যার পর নগরীতে এই মিছিল করা হয়।
নাজির মহল্লা এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন বিএম কলেজ শাখার সভাপতি কিশোর কুমার বালা, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি মো. জাবের, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল জেলা সংগঠক হুজাইফা রহমান, রাকিব মাহামুদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুজয় শুভ, কবি ছোটন্দ্রনাথ চক্রবর্তী, সুমাইয়া আরেফিন প্রমুখ।
মশাল মিছিলে শাবিপ্রবি ভিসি বিরোধী নানা শ্লোগান দেয় নেতাকর্মীরা।
আরও পড়ুন: শাবিপ্রবির ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রতীকী অনশন
জাবি ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য: ক্ষমা চাইলেন শাবিপ্রবি উপাচার্য
২ বছর আগে
বিএম কলেজ ছাত্রীকে রাস্তায় ফেলে ছাত্রলীগ কর্মীর মারধর
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে নুজাইম ইসলাম শাওন নামে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও থানায় লিখিত অভিযোগ দিয়েছে মারধরের শিকার ওই ছাত্রী। রবিবার সন্ধ্যায় কলেজের প্রথম গেটের সামনে এই ঘটনা ঘটে।
মারধরের শিকার ছাত্রী বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ওই ছাত্রী জানায়, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র নুজাইম ইসলাম শাওন বিভিন্ন সময়ে তাকে উত্যক্ত করতো। এক বছর আগে তাকে প্রেমের প্রস্তাব দেয়। সে প্রস্তাব প্রত্যাখান করে। এতে তার পরিচিতজনের কাছে একাধিকবার হুমকি দিয়েছে। সর্বশেষ রবিবার সন্ধ্যায় সরকারি ব্রজমোহন কলেজের প্রথম গেটের সামনে মূল সড়কের মধ্যে আটকে মারধর করে। মারধরে হাতের মোবাইল পড়ে গিয়ে ভেঙে যায়। মারধরের ঘটনা কাউকে জানালে নুজাইম শাওনের সহযোগী বিএম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র সাগর ওই ছাত্রীকে কলেজে ঢুকতে দিবে না বলে হুমকি দেয়।
আরও পড়ুন: মধ্যরাতে চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২
এই ঘটনায় সোমবার দুপুরে অভিযোগ দেয়া হয়েছে।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, ছাত্রীকে মারধরের ঘটনায় নুজাইম ও সাগর নামে দুইজনের নামে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। হামলাকারীদের দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হবে।
সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, কিছুক্ষণ আগে ওই ছাত্রী লিখিত অভিযোগ দিয়ে গেছেন। আমরা প্রফেসর আক্তারুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। প্রতিবেদন পেলেই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: শাবিপ্রবি: আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
২ বছর আগে
বিএম কলেজে মুখোশধারীদের হামলা
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যাণ বিভাগে সশস্ত্র হামলা চালিয়েছে মুখোশধারী সন্ত্রাসীরা।
৪ বছর আগে