বুধবার দুপুর ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ওই বিভাগের স্টাফ মিজানুর রহমান বাচ্চুকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সমাজকল্যাণ বিভাগের প্রধান অধ্যাপক আব্দুস সবুর বলেন, ‘দুপুর ১টার দিকে মুখোশধারী ২০/২৫ জন ব্যক্তি ধারাল অস্ত্র ও রড নিয়ে বিভাগে প্রবেশ করে। তারা ঢুকেই আমাদের স্টাফ মিজানুর রহমান বাচ্চুর মোটরসাইকেল ভাঙচুর করে। তারপর তারা দ্বিতীয় তলায় উঠে মিজানুর রহমান বাচ্চুকে মারধর ও কুপিয়ে জখম করে।’
তিনি বলেন, বিভাগের অফিসে ভাঙচুর চালায় মুখোশধারীরা। তারা দুইটি টিভি, কম্পিউটারসহ আমার রুম এবং সকল চেয়ার টেবিল ভাঙচুর করে। পুরো বিভাগ ভেঙে লণ্ডভণ্ড করে ফেলেছে। যাওয়ার সময় তারা সিসি টিভি রেকর্ড ও মেশিন নিয়ে গেছে।
তবে, কী কারণে হামলা হয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া।
তিনি জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
হঠাৎ করে হামলা করা মুখোশধারীদের কাউকে চেনেন না বলে জানিয়েছেন আহত মিজানুর রহমান বাচ্চু।
বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।