জেল হাজত
আটক জঙ্গি ও কুকি-চিনের ১০ সদস্যকে জেল হাজতে পাঠাল আদালত
বান্দরবান ও রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নে অভিযান চালিয়ে আটক সাত জঙ্গি ও তিন কুকি-চিনের সদস্যকে রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
শুক্রবার (২১ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের আদালতে তাদেরকে হাজির করা হয়।
আরও পড়ুন: ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, যুবক গ্রেপ্তার
কোর্ট পুলিশের সহকারী উপপরিদর্শক আসাদুজ্জামান জানায়, সাত জঙ্গি ও তিন কুকি-চিনের সদস্যকে রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
তবে শুক্রবার তাদের রিমান্ড চাওয়া হয়নি। কয়েকদিন পর আবারও তাদেরকে আদালতে হাজির করা হলে তখন হয়ত রিমান্ডের আবেদন করা হবে।
এর আগে পার্বত্য জেলা বান্দরবান ও রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে র্যাবসহ অন্যান্য বাহিনীর অভিযানে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া' ও কুকি-চিন ন্যাশনাল পার্টির (কেএনএফ) সদস্যদের আটক করা
পরবর্তীতে বিকেলে তাদেরকে র্যাব ও পুলিশের প্রহরায় রাঙ্গামাটিতে আনা হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় তাদেরকে আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
প্রসঙ্গত, র্যাব-৭ ও র্যাব-১৫ সহ অন্যান্য বাহিনীর সহস্রাধিক সদস্য অভিযানে অংশ নেয়। এসময় তাদের অভিযানে গ্রেফতাররা হলেন- সুনামগঞ্জের সৈয়দ মারুফ আহমদ ওরফে মানিক(৩১), পিরোজপুরের ইমরান হোসাইন ওরফে সাওন(৩১), ঝিনাইদহের কাওসার ওরফে শিশির(৪৬), সিলেটের জাহাঙ্গীর আহম্মেদ ওরফে জনু(২৭), বরিশালের মো. ইব্রাহিম ওরফে আলী(১৯), সিলেটের আবু বক্কর সিদ্দিক ওরফে বাপ্পি(২৩), সুনামগঞ্জের রুফু মিয়া(২৬), বান্দরবানের জৌথান স্যাং বম (১৯), স্টিফেন বম(১৯), এবং মাল সম বম (২০)।
অভিযানকালে প্রশিক্ষণ ক্যাম্প থেকে ৯টি বন্দুক, বন্দুকের ৫০ রাউন্ড গুলি, কার্তুজ কেইস ৬২টি, হাত বোমা ছয়টি, কার্তুজ কেইস একটি, কার্তুজ বেল্ট দুইটি, দেশীয় পিস্তল একটি, ওয়াকিটকি সেট একটি, চার্জার তিনটি, কুকিচিং লিখা ১০টি মানচিত্র এবং অস্ত্র গোলা বারুদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
‘গ্রেফতাররা র্যাবের কাছে স্বীকার করেছে যে তাদের অর্থের বিনিময়ে আশ্রয় ও প্রশিক্ষণ দেয়ার জন্য একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর (কেএনএফ) সঙ্গে চুক্তি হয়েছিল।
উল্লেখ্য, ২০২১ সালে, জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমির পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক সশস্ত্র গ্রুপ কেএনএফের সঙ্গে আগামী বছর পর্যন্ত এলাকায় জঙ্গি প্রশিক্ষণের বিষয়ে একটি চুক্তি করেছিলেন। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে তিন লাখ টাকা এবং কেএনএফ সদস্যদের খাবারের খরচ বহন করবে।
আরও পড়ুন: পঞ্চগড়ে সড়কে স্বামীর সামনে মাদরাসা শিক্ষিকার মৃত্যু
বোয়ালমারীতে পরকীয়ার জেরে মেয়ের সামনে মাকে কুপিয়ে হত্যা!
২ বছর আগে
ধর্ষণের মামলায় জেল হাজতে এসআই
বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে পঞ্চগড়ের এক নারীর করা মামলায় কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিলকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
রবিবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩০ এপ্রিল জমিসংক্রান্ত বিষয় নিয়ে পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এক নারী। সেই ডায়েরির তদন্ত করতে গিয়ে তৎকালীন পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল বিধবা ওই নারীর সঙ্গে ‘প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর তিনি ভুয়া কাবিননামা করিয়ে নিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একসময় বিয়ের কাবিননামা চাইতে গেলে জলিল বিয়ের কথা অস্বীকার করেন। পরে ভুক্তভোগী নারী ২০২০ সালের ৬ অক্টোবর পঞ্চগড় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন। গত ২০ জানুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ২৩ জানুয়ারি (রবিবার) আদালত মামলাটি আমলে নিয়ে ওই উপ-পরিদর্শকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মাদ শাহরিয়ার জানান, ‘এসআই জলিল ছুটিতে আছে। তার মামলার বিষয়ে আমি কিছু জানিনা।’
আরও পড়ুন: খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
২ বছর আগে
লালমনিরহাটে ইউএনও’র ওপর হামলা, গ্রেপ্তার ৬
লালমনিরহাটের পাটগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণের ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে ওই উপজেলার বাউরা ইউনিয়নের নবী নগর ও জমগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার কররে পাটগ্রাম থানা পুলিশ।
আরও পড়ুন: ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা ঠাকুরগাঁওয়ের স্কুলছাত্রীর
গ্রেপ্তারকৃতরা হলেন-ওই উপজেলার জমগ্রাম এলাকার আব্দুল করিমের পুত্র আবু তাহের বুলবুল (৩৮), নবী নগর এলাকার আবুল হোসেনের পুত্র হাবিবুল ইসলাম (৪০), ফজলে রহমানের পুত্র মিরাজ হোসেন (৬৫), আব্দুল আজিজের পুত্র আজগর আলী (৪২), জাবেদ হোসেনের পুত্র রুবেল হোসেন (৩৪) ও শহিদুল ইসলামের পুত্র নুরনবী (২৮)।
এর আগে, গত ৭ এপ্রিল ইউএনও’র পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বাধা ও গাড়ি ভাঙচুর করেন স্থানীয় কতিপয় ব্যবসায়ী।
আরও পড়ুন: কুয়াকাটায় লকডাউন প্রচারণায় হামলার শিকার ইউএনও
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, ওই উপজেলার বাউরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নিবার্হী কর্মকতা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণের ওপর হামলা করা হয়। এ ঘটনায় ইউএনও অফিসের অফিস সহকারী স্বপন কুমার রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
৩ বছর আগে
সিলেটে রায়হান হত্যা: কনস্টেবল টিটু চন্দ্র কারাগারে
সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক রায়হান নিহতের ঘটনায় কনস্টেবল টিটু চন্দ্র দাসকে দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
৪ বছর আগে
ফরিদগঞ্জে চাচিকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে চাচিকে ধর্ষণ করে চাচার কাছে অর্থ দাবির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার এক যুবককে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
৪ বছর আগে