নিখোঁজ শিশু
হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকার খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু জুনাইদ মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে লাশটি নদীতে ভেসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
আরও পড়ুন: যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
জুনাইদ মিয়া (৮) উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার সন্তান।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ জুনাইদ মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন নদীতে লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
উল্লেখ্য, মায়ের সঙ্গে শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়নে মোশাহিদ মিয়া ও জুনাইদ মিয়া বেড়াতে আসে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তার খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। তাদের খালাতো ভাই বাড়িতে এসে ডুবে যাওয়ার খবর দেয়। স্থানীয়রা চেষ্টা চালিয়ে মোশাহিদ মিয়ার লাশ উদ্ধার করে। অপর শিশু জুনাইদ মিয়ার খোঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গাড়িচাপায় ভ্যানচালক নিহত
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
৭ মাস আগে
দিনাজপুরে নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
দিনাজপুরের কাহারোলে নিখোঁজ ছয় বছরের শিশুর লাশ পুনর্ভবা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রনি (৬) উপজেলার চক মহরম গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সে গতকাল (সোমবার) দুপুরে নিখোঁজ হয়।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, পরিবারের অসাবধানতায় গতকাল (সোমবার) দুপুরে শিশুটি বাড়ির পাশের পুনর্ভবা নদীতে পড়ে ডুবে গিয়েছিল।
তিনি আরও জানান যে আজ (মঙ্গলবার) সকালে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্হানীয়রা। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় পাওয়ার টিলার চাপায় শিশুর মৃত্যু
১ বছর আগে
যশোর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
যশোর সদরে নিখোঁজের একদিন পর চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার পতেঙ্গালী গ্রামের প্রতিবেশি বাড়ির চালের ড্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৭ বছরের শিশুর লাশ উদ্ধার
নিহত সানজিদা একই গ্রামের সোহেল হোসেনের মেয়ে।
এ ঘটনায় ওই বাড়ির মালিক আঞ্জুয়ারা বেগমকে আটক করেছে ডিবি পুলিশ।
আরও পড়ুন: ফরিদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১২টার পর থেকে সানজিদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় সানজিদার পরিবার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। পরে বিষয়টি নিয়ে ডিবি পুলিশ তদন্তে নামে। সানজিদার পরিবারের সদস্যদের প্রতিবেশি আঞ্জুয়ারা নামে এক নারীকে সন্দেহ হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘরের চালের ড্রামের মধ্যে শিশুর লাশ রাখা আছে বলে জানায় ওই নারী।
আরও পড়ুন: পাগলা নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
২ বছর আগে
পাগলা নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জের শ্যামপুরে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় থাকা শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয়রা।
এর আগে শনিবার দুপুরে নদীতে গোসল করে গিয়ে ডুবে যায় সে।
মৃত আব্দুল্লাহ (১১) শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুড়ি পাড়ার রফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: নওগাঁয় মাদরাসার সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধরী জুবায়ের আহমেদ জানান, শনিবার সন্ধ্যায় শিশু আব্দুল্লাহ বাড়িতে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে তারা জানতে পরে দুপুরে বাড়ির অদূরে পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় আব্দুল্লাহ। রাতে নদীতে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। রবিবার সকালে নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা উদ্ধার করে।
২ বছর আগে
সাভারে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার, খালু আটক
সাভারে নিখোঁজের তিন দিন পরে আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির খুনের সাথে জড়িত থাকার অভিযোগে ঘাতককে আটক করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের তরফ রাজাঘাট এলাকার একটি বিল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু রাজিয়া সুলতানা রংপুর জেলার মিঠাপুকুর থানার হুলাশু গ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে। সে বাবা মার সাথে রাজাঘাট এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অপহরণের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
আটক নাজমুল মিয়া একটি গার্মেন্টসে চাকরি করতো বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গেল ৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার নিজ বাড়ি থেকে রাজিয়া সুলতানা নামের আট বছরের ওই শিশু নিখোঁজ হয়। পরে শিশুটির পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি করলে পুলিশ শিশুটির আপন খালুকে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। রবিবার দিবাগত রাতে শিশুটিকে হত্যার কথা স্বীকার করে নাজমুল। পরে তাকে নিয়ে সোমবার ভোরে তরফ রাজাঘাট এলাকার একটি বিলের কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
শিশুটিকে পূর্ব শত্রুতার জের ধরে পানিতে চুবিয়ে তিনি হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: তুরাগ নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
৩ বছর আগে
রাজধানীর ডিএনডি খাল থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার এক দিন পর বৃহস্পতিবার সকালে নগরীর ডেমরা এলাকার ডিএনডি খাল থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে