শিল্প ও সংস্কৃতি
শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান
শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘শিল্পকলা পদক ২০২১ ও ২০২২’ ঘোষণা করেছে। পদক পাচ্ছেন মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান।
এর মধ্যে ‘শিল্পকলা পদক ২০২১’পাচ্ছেন ১০ গুণীজন ও সংগঠন এবং ‘শিল্পকলা পদক ২০২২’পাচ্ছেন আরও ১০ গুণীজন।
আরও পড়ুন: আ. লীগের ইশতেহারে নারী উদ্যোক্তাদের উন্নয়নে বড় পদক্ষেপের অঙ্গীকার
২০২১ সালের শিল্পকলা পদক পাচ্ছেন- যন্ত্রসংগীতে মো. নূরুজ্জামান, নৃত্যকলায় শারমীন হোসেন, কণ্ঠসংগীতে সাদি মহম্মদ, চারুকলায় শিল্পী বীরেন সোম, নাট্যকলায় অধ্যাপক আবদুস সেলিম, লোক সংস্কৃতিতে মো. নহীর উদ্দিন, চলচ্চিত্রে ড. মতিন রহমান, আবৃত্তিতে কাজী মদিনা, যাত্রাশিল্পে এম. এ. মজিদ এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ।
২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন- যন্ত্রসংগীতে ফোয়াদ নাসের, নৃত্যকলায় সাজু আহম্মেদ, কণ্ঠসংগীতে এলেন মল্লিক, চারুকলায় অধ্যাপক অলক রায়, নাট্যকলায় খায়রুল আলম সবুজ, লোকসংস্কৃতিতে সুনীল কর্মকার, ফটোগ্রাফিতে রফিকুল ইসলাম, আবৃত্তিতে মীর বরকতে রহমান, যাত্রাশিল্পে অরুণা বিশ্বাস এবং সৃজনশীল সাংস্কৃতিক গবেষক হিসেবে ড. সফিউদ্দিন আহমদ।
আরও পড়ুন: প্রকল্প শেষে গাড়ি জমা না দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি জনপ্রশাসনমন্ত্রীর
উল্লেখ্য, শিগগিরই রাষ্ট্রপতির অনুমতি ও তারিখ নির্ধারণ সাপেক্ষে ‘শিল্পকলা পদক ২০২১ ও ২০২২’প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।
সম্মাননা হিসেবে পদকপ্রাপ্ত গুণীজন প্রত্যেকে পাবেন একটি করে স্বর্ণপদক, সনদপত্র এবং ১ লাখ টাকার চেক।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রত্যাখ্যান
১১ মাস আগে
রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে নড়াইলে বিশেষ আয়োজন
নড়াইলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম এবং প্রেম ও বিদ্রোহের অমর কবি জাতীয় কবি কাজী নজরুলের ৪৬তম প্রয়াণ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দু’কবির জীবন ও সৃষ্টির ওপর আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে।
নড়াইল জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান।
আরও পড়ুন: গুগল ডুডলে কাজী নজরুলের ১২১তম জন্মবার্ষিকী
অনুষ্ঠানে জাতীয় কবি নজরুল ইসলামের জীবন ও সৃষ্টির ওপর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সৃষ্টির ওপর নড়াইল আব্দুল হাই ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান আলোচনা করেন।
আরও পড়ুন: টিআইসিতে তির্যকের নাটক রবীন্দ্রনাথের ‘রাজা’
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুন্ডু, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, রওশন আরা কবির লিলি, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান লুলু, মুন্সি আসাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সংগঠনের শিল্পীরা সংগীত-কবিতা ও নৃত্য পরিবেশন করেন।
আরও পড়ুন: শিশুদের শিল্প, সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে ইরানি রাষ্ট্রদূতের আহ্বান
৩ বছর আগে
ফরিদপুরে ৩ দিনের চিত্রকলা প্রদর্শনী
ফরিদপুরে শুক্রবার বিকালে ‘নতুন আশার সূর্যোদয়’ শীর্ষক তিন দিনের চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে।
৩ বছর আগে
মানুষে-মানুষে বন্ধন বাড়িয়ে তুলতে পারে শিল্প: ভিয়েতনামের রাষ্ট্রদূত
শিল্প ও সংস্কৃতি ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যকার মানুষে-মানুষে বন্ধন বাড়িয়ে তুলতে পারে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন।
৩ বছর আগে
‘বাংলা সংস্কৃতি বলয়’র আত্মপ্রকাশ ২০ সেপ্টেম্বর
অনলাইনে বিশ্ব সম্মেলনের মাধ্যমে আগামী ২০ সেপ্টেম্বর বাংলা সংস্কৃতির আন্তর্জাতিক সংগঠন ‘বাংলা সংস্কৃতি বলয়’র আত্মপ্রকাশ ঘটবে।
৪ বছর আগে