শহরের অম্বিকা ময়দানে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
আরও পড়ুন: শেখ হাসিনাকে নিয়ে কসমস সেন্টারে প্রদর্শনী শুরু শনিবার
কালার পয়েন্ট নামে একটি সংগঠন এই এই চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করেছে, যা চলবে রবিবার পর্যন্ত।
আরও পড়ুন: শিল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে: দোরাইস্বামী
প্রদর্শনীতে দেখা যাবে ফরিদপুর, রাজবাড়ী ও ঢাকা জেলার চিত্রকলা শিল্পীদের রং তুলিতে আকাঁ জীবন-প্রকৃতির বিভিন্ন ছবি। ফেব্রুয়ারি মাসে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে প্রদর্শনীতে নবীন ও প্রবীণ শিল্পীদের জলরঙ, তেলরঙ ও অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা মোট ৬৪টি চিত্র স্থান পেয়েছে।
এদিকে উদ্বোধনের দিনেই বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রদর্শনীতে সমবেত হন। স্বাস্থ্যবিধি মেনেই শিল্পীদের রং তুলিতে আঁকা বাহারি সব ছবি উপভোগ করেন তারা।
আরও পড়ুন: গ্যালারি কসমসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘটনাবহুল জীবন প্রদর্শিত
কালার পয়েন্টের পরিচালক চিত্রশিল্পী রেজাউল করিম জুয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক রেজভী জামান, আলতাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক দীপক রায়।
চিত্রশিল্পী রেজাউল করিম জুয়েল জানান, মহামারি করোনার সময়ে শিল্পীদের করা চিত্রকলাগুলো নিয়ে একটি নতুন দিনের প্রত্যাশায়, সুন্দর একটি সকালের আশায় এই চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গ্যালারি কসমসের আর্ট ক্যাম্প
প্রদর্শনীতে আসা আলফাডাঙ্গা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম বলেন, শিল্পীদের এ চিত্রকর্ম প্রদর্শনী আশা জাগানিয়া একটি মহান উদ্যোগ। মানুষ মানুষকে ভালোবাসুক, সুকুমার বৃত্তি চর্চ্চা আরও বেগবান হোক। নতুন আশার সূর্যোদয়ের সূচনা হোক সকলের।
প্রদর্শনীর প্রসঙ্গে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘সুস্থ ধারার সংস্কৃতিক চর্চা সমাজকে আরও বেগবান করবে এবং এই চিত্রকলা প্রদর্শনী ফরিদপুর জেলাকে আরও সমৃদ্ধি করবে।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে শিল্পীরা চমৎকার কাজ করেছেন: তথ্যমন্ত্রী
আরও পড়ুন: গ্যালারি কসমসের আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম ভার্চুয়াল প্রদর্শনী অনুষ্ঠিত