মিন্নি
জামিন চেয়ে হাইকোর্টে মিন্নির আবেদন
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। রবিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটি উপস্থাপন করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খাঁন হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান ও আয়শা সিদ্দিকা মিন্নি।
খালাস পেয়েছিলেন- মো. মুসা (পলাতক), রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন।
আরও পড়ুন: রিফাত হত্যা: মিন্নিসহ ২ জনের আপিল শুনানির জন্য গ্রহণ
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী রয়েছেন জেড আই খান পান্না ও জামিউল হক ফয়সাল প্রমুখ।
মিন্নির আইনজীবী ফয়সাল বলেন, মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মিন্নির আপিল হাইকোর্টে বিচারাধীন। বিচারাধীন আপিলে জামিনের আবেদন করা হয়েছে। এখন যে কোন দিন শুনানি হবে।
এর আগে ২০২০ সালের ৬ অক্টোবর এ মামলায় খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন মিন্নি।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। পাশাপাশি ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। বাকি চারজনকে দেয়া হয় খালাস।
পরে নিয়ম অনুসারে একই বছরের ৪ অক্টোবর ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছে। পাশাপাশি ৬ অক্টোবর মিন্নিসহ অন্য আসামিরা আপিল করেন।
অপরদিকে বিচার শেষে ২০২০ সালের ২৭ অক্টোবর অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিষয়ে রায় ঘোষণা করেন বরগুনা জেলা নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান। রায়ে ছয়জনকে ১০ বছরের কারাদণ্ড, চারজনকে পাঁচ বছর এবং একজনকে তিন বছরের কারাদণ্ড দেন। বাকি তিনজনকে খালাস দিয়েছেন আদালত।
২০১৯ সালের ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ রোডের ক্যালিক্স একাডেমির সামনে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সহযোগীরা। গুরুতর অবস্থায় রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যান।
আরও পড়ুন: রিফাত শরীফ হত্যা: খালাস চেয়ে মিন্নির হাইকোর্টে আপিল
রিফাত হত্যাকাণ্ড: স্ত্রী মিন্নিসহ ৬ জনের ফাঁসি
২ বছর আগে
রিফাত হত্যা: মিন্নিসহ ২ জনের আপিল শুনানির জন্য গ্রহণ
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া মৃত্যু দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামি আয়শা সিদ্দিকা মিন্নি ও মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাতের পৃথক আপিল শুনানির জন্য গ্রহণ করেছে আদালত।
৪ বছর আগে
রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আজ
আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ অভিযুক্তের রায় আজ (মঙ্গলবার) ঘোষণা করা হবে।
৪ বছর আগে
সাক্ষাতের পরে যা বললেন মিন্নির আইনজীবী ও তার বাবা
ঢাকা, ২২ সেপ্টেম্বর (ইউএনবি)- বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী ও চার্জশিটভুক্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি সুপ্রিম কোর্টে তার আইনজীবী জেড আই খান পান্নার সাথে সাক্ষাৎ করেছেন।
৫ বছর আগে
রিফাতের স্ত্রী মিন্নি জামিনে মুক্ত
বরগুনা, ০৩ সেপ্টেম্বর (ইউএনবি)- বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি মঙ্গলবার জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
৫ বছর আগে
মিন্নির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
ঢাকা, ০১ সেপ্টেম্বর (ইউএনবি)- বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রবিবার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
৫ বছর আগে
অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন মিন্নি
ঢাকা, ২৯ আগস্ট (ইউএনবি)- বাবার জিম্মায় থাকা এবং গণমাধ্যমের সাথে কথা না বলার শর্তে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে বৃহস্পতিবার জামিন দিয়েছে হাইকোর্ট।
৫ বছর আগে
রিফাত হত্যা: মিন্নির জামিন বিষয়ে হাইকোর্টে রায় বৃহস্পতিবার
ঢাকা, ২৮ আগস্ট (ইউএনবি)- বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে কেন জামিন দেয়া হবে না সে বিষয়ে সরকারকে ব্যাখ্যা দিতে জারি করা রুলের ওপর রায় দেয়ার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে হাইকোর্ট।
৫ বছর আগে
হাইকোর্টে আবারও মিন্নির জামিন আবেদন
ঢাকা, ১৮ আগস্ট (ইউএনবি)- বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রধান সাক্ষী থেকে আসামি হিসেবে গ্রেপ্তার হওয়া তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জন্য জামিন চেয়ে রবিবার পুনরায় হাইকোর্টে আবেদন করা হয়েছে।
৫ বছর আগে
রিফাত হত্যা: মিন্নির জামিন হাইকোর্টে নামঞ্জুর
ঢাকা, ০৮ আগস্ট (ইউএনবি)- বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
৫ বছর আগে