স্কাউট
স্কাউটদের আইসিটিসহ আধুনিক প্রশিক্ষণ দিতে নেতৃবৃন্দের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্কাউটদের তথ্যপ্রযুক্তি বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
রবিবার (১৬ জুলাই) দুপুরে বঙ্গভবনে দেশের প্রধান স্কাউট হিসেবে শপথ গ্রহণ শেষে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান এবং স্কাউট ব্যাজ পরিয়ে দেন।
বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্কাউট স্কার্ফ পড়িয়ে দেন।
প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় জরুরি পরিস্থিতিতে স্কাউটদের ভূমিকার প্রশংসা করে সাহাবুদ্দিন বলেন, দেশের যেকোনো প্রয়োজনে তারা যাতে নিজেদের সম্পৃক্ত করতে পারে। তাই তাদের তথ্যপ্রযুক্তিসহ উন্নত প্রশিক্ষণ দিতে হবে।
এ বিষয়ে স্কাউট নেতাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন: প্রধান স্কাউট হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
স্কাউট কার্যক্রমে শিক্ষা প্রদানের ক্ষেত্রে নীতি ও নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, স্কাউটিং ছেলে ও মেয়েদের আদর্শিক ভিত্তি তৈরিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে একটি অধ্যাদেশের মাধ্যমে দেশে স্কাউট আন্দোলনের সূচনা করেন। এই আন্দোলন এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে এবং 'স্মার্ট বাংলাদেশ' গড়তে প্রতিটি স্তরে নেতৃত্বের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শপথ অনুষ্ঠানের পর বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ ও প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান রাষ্ট্রপতিকে বাংলাদেশ স্কাউটসের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সম্পাদক সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান স্কাউটস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর: রাষ্ট্রপতি
ভিভিআইপিদের সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন করবেন না: পিজিআরকে রাষ্ট্রপতির আহ্বান
৬২১ দিন আগে
প্রধান স্কাউট হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধান স্কাউট হিসেবে শপথ নিয়েছেন। রবিবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান এবং স্কাউট ব্যাজ পরিয়ে দেন।
এছাড়াও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বাতন্ত্র্যসূচক স্কাউট স্কার্ফ পড়িয়ে দেন বাংলাদেশ স্কাউটস সভাপতি মো. আবুল কালাম আজাদ।
পরে বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটসের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অবহিত করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানসহ স্কাউটস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর: রাষ্ট্রপতি
ভিভিআইপিদের সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন করবেন না: পিজিআরকে রাষ্ট্রপতির আহ্বান
ভিয়েতনামের বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহ্বান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের
৬২১ দিন আগে
মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে স্কাউটদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে ও ধর্মান্ধতার বিরুদ্ধে সামাজিক জনসচেতনতা সৃষ্টিতে স্কাউটদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
১৮৯৩ দিন আগে
স্কাউটিংয়ের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি করুন: রাষ্ট্রপতি
স্কাউটিংয়ের মাধ্যমে আগামী দিনের যোগ্য নেতৃত্ব তৈরির জন্য স্কাউট নেতা, অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
১৯৭৫ দিন আগে