যুদ্ধাপরাধী
সাভারে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী গ্রেপ্তার
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে শনিবার ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
গ্রেপ্তার খান রোকনুজ্জামান (৭২) সাতক্ষীরার সদর উপজেলার মহব্বত আলী খানের ছেলে।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২২ সালের ২৪ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য রোকনুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়।
আরও পড়ুন: নাটোরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধে ৪ জনের মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধ: কেরানীগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১ বছর আগে
ঢামেক হাসপাতালে যুদ্ধাপরাধী হাজতির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বৃহস্পতিবার এক যুদ্ধাপরাধী হাজতির মৃত্যু হয়েছে।
নিহত নিজামুল হক মিয়া (৭৬) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাধুহাটি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) ডেপুটি জেলার সুভাষ চন্দ্র বালা বলেন, মানবতা বিরোধী অপরাধের দ্বায়ে কারাবন্দী (যুদ্ধ অপরাধী) নিজামুল হককে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে কেন্দ্রীয় কারাগার (কেরাণীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মো. সোলায়মান প্রধানসহ কারারক্ষীরা তাকে সকাল ৬টা ৮ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কুড়িগ্রাম জেলা কারাগারে হাজতির মৃত্যু
নারায়ণগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু
১ বছর আগে
সজাগ থাকুন, যাতে যুদ্ধাপরাধী, গ্রেনেড হামলাকারী, দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিন স্বাধীনতাবিরোধী শক্তি, যুদ্ধাপরাধী, খুনি, গ্রেনেড হামলাকারী ও দুর্নীতিবাজরা যাতে আবার ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘তারা ক্ষমতায় এলে আবারও এই দেশকে ধ্বংস করে দেবে এবং আমাদের সব অর্জন শেষ হয়ে যাবে।
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নেতা-কর্মী, বিচারক ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।
তিন বছর পর ব্যক্তিগতভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
কোভিড-১৯ মহামারির কারণে ২০২০, ২০২১ এবং ২০২২ সালে ব্যক্তিগত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের সূচনা করেছে তা বাংলাদেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে পারে। ‘আমরা ২০২৬ সাল থেকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের যাত্রা শুরু করব... আমরা সমস্ত প্রস্তুতি নিয়েছি।’
তিনি বলেন, আ.লীগ জনগণের সেবায় আছে এবং থাকবে।
তিনি বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা...তার স্বপ্ন বাস্তবায়ন করা আমার কর্তব্য।
আরও পড়ুন: ‘ভাল এবং নিরাপদ থাকুন’: প্রধানমন্ত্রী
২০১৩-১৪ এবং ২০১৫ সালে বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ ও সন্ত্রাসের কথা উল্লেখ করে শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কয়েকটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত থাকতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা জড়িত কিনা তা খতিয়ে দেখা উচিত।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে বাধা দেওয়া এবং তাদের ওপর হামলা করা ক্ষমার অযোগ্য অপরাধ।
তিনি বলেন, এসব ঘটনার কারণে তিনি সন্দেহ করছেন যে সাম্প্রতিক সময়ে বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত।
শেখ হাসিনা বলেন, ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ কাঙ্ক্ষিত অগ্রগতি করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্থিতিশীলতা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, মাত্র ১৪ বছরে তার সরকার বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছে।
প্রধানমন্ত্রী ইউক্রেনের যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, যুদ্ধ ও বৈশ্বিক অস্থিতিশীলতা ও মুদ্রাস্ফীতি সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী রয়েছে এবং সরকার দারিদ্র্যের হার কমাতে সক্ষম হয়েছে।
মহামারির সময়ে নিজ নিজ এলাকার মানুষকে সাহায্য করার জন্য তিনি জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমানে চরম দরিদ্রের সংখ্যা কমে ৫ দশমিক ৬ শতাংশে এবং দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে।
শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশে কোনো চরম দারিদ্র্য থাকবে না এবং দেশকে সম্পূর্ণ দারিদ্রমুক্ত ঘোষণা করা হবে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রথমে দলীয় নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ বিভিন্ন ও পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পরে তিনি বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব, এবং সচিবের সমতুল্য পদমর্যাদার বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন: তিন বছর পর গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
১ বছর আগে
যুদ্ধাপরাধী গিয়াস উদ্দিন খান আর নেই
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মো. গিয়াস উদ্দিন খান (৮০) মারা গেছেন। সোমবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত গিয়াস উদ্দিন ময়মনসিংহের ফুলপুর উপজেলার মাইসুদ্দিন গ্রামের মৃত মফিজ উদ্দিন খানের ছেলে।
আরও পড়ুন: মাঙ্কিপক্সের বিরুদ্ধে প্রস্তুত ঢাকা মেডিকেল হাসাপাতাল: উপাচার্য
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সুত্রে জানা গেছে, এই বন্দিকে ২০১৯ সালের ২০ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গিয়াস উদ্দিনের ব্লাড পেশার লো হওয়ার কারণে কারা কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে ১৩ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালে পাঠায়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে গত ২১ সেপ্টেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পুনরায় ফেরত আনা হয়। ২৬ সেপ্টেম্বর সকাল পৌনে ৯ টায় বন্দির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় জরুরি ভিত্তিতে ঢামেক হাসপাতালে পাঠানো হয়, সেখানে সোমবার সকাল ১০ টায় তিনি মারা যান।
হাসপাতালের চিকিৎসক মৃত্যুর কারণ হিসাবে বন্দির নিম্ন রক্তচাপ উল্লেখ করা হয়েছে।
বাচ্চু মিয়া জানান, পোস্ট মর্টেম শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ঢাকা মেডিকেলে কয়েদির মৃত্যু
ঢাকা মেডিকেলে হাই ফ্লো নাসাল ক্যানুলা মেশিন দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২ বছর আগে
মস্কো থেকে আমেরিকান কূটনীতিক বহিষ্কার
মস্কোর আমেরিকার দূতাবাস থেকে বেশ কয়েকজন কূটনীতিককে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বুধবার কূটনীতিকদের একটি তালিকা পেয়েছে যাদের রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ‘পার্সোনা নন গ্রাটা’ বলে ঘোষণা করেছে। এই আদেশের মধ্যে কতজন কূটনীতিক রয়েছে তা বলা হয়নি।
সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে তলব করে। ইউক্রেন আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'যুদ্ধাপরাধী' বলায় মস্কোর পক্ষ থেকে এর কড়া প্রতিবাদ জানানো হয়।
বৈঠকের পর রাশিয়া জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কাছাকাছি, যা হবে একটি নজিরবিহীন পদক্ষেপ।
এর আগে চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘে রাশিয়ান মিশনের ১২ সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে তাদের ‘গোয়েন্দা অপারেটিভ’ হিসেবে অভিযুক্ত করে এ সিদ্ধান্ত নেয়া হয়।ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের পঞ্চম দিনে বাইডেন প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করে।
জাতিসংঘে মার্কিন মিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘তাদের জাতীয় নিরাপত্তার পরিপন্থী গুপ্তচরবৃত্তিমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগের অপব্যবহার করেছেন রুশ কূটনীতিকরা।’
পড়ুন: ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র
পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলায় রাশিয়ার কড়া প্রতিক্রিয়া
২ বছর আগে
পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলায় রাশিয়ার কড়া প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'যুদ্ধাপরাধী' বলে অভিহিত করার পর, মস্কো এর কড়া এক প্রতিক্রিয়া জানিয়েছে।
বুধবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে প্রথমবারের মত যুদ্ধাপরাধী বলে আখ্যা দেন।
মস্কো এই মন্তব্যকে বলছে, 'ক্ষমার অযোগ্য' বাগাড়ম্বর।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, ‘একজন রাষ্ট্রনেতার কাছ থেকে এ ধরণের বাগাড়ম্বর অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বলে আমরা বিশ্বাস করি।’
বিশেষ করে যাদের ছোঁড়া বোমায় সারা দুনিয়ায় হাজার হাজার মানুষ মারা গেছে।
পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: ভিডিও লিঙ্কে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ
বাইডেনের বক্তব্যের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের মধ্যেই দুই দেশের সম্পর্কে উত্তেজনার পারদ নতুন করে আরও একটু চড়েছে বলে মনে করা হচ্ছে।
ওয়াশিংটনে জো বাইডেনকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘প্রেসিডেন্ট, সব কিছু দেখার পর আপনি কি পুতিনকে এখন যুদ্ধাপরাধী বলবেন?’
জবাবে শুরুতে বাইডেন 'না' বললেও, পরে তিনি হঠাৎই মত বদলে জিজ্ঞেস করেন, ‘আপনি কি জানতে চাইছেন আমি তাকে বলবো কি না...? ওহ, আমি মনে করি তিনি একজন যুদ্ধাপরাধী।’
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি পরে বলেছেন, ইউক্রেনে 'বর্বর' হামলার চিত্র দেখে, আনুষ্ঠানিক কোন ঘোষণা না দিয়ে প্রেসিডেন্ট মন থেকেই ওই কথা বলেছেন।
তবে তিনি উল্লেখ করেছেন, এজন্য যুদ্ধাপরাধ কী তা চিহ্নিত বা শনাক্ত করার জন্য স্টেট ডিপার্টমেন্টের আলাদা আইনি প্রক্রিয়া আছে এবং সে কাজটি পৃথকভাবে চলছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন কংগ্রেসে দেয়া এক ভার্চুয়াল ভাষণে বলেছেন, বর্তমান পরিস্থিতি পার্ল হারবার এবং নাইন ইলেভেনের মত এবং তা মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।
জেলেনস্কি পরে ইউক্রেনের নাগরিকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, সিরিয়া, আফগানিস্তান এবং চেচনিয়াতে রাশিয়ার যত সৈন্য মারা গেছে তার চেয়ে বেশি রুশ সেনা ইউক্রেনে মারা গেছে।
পড়ুন: কিয়েভ-মস্কো আলোচনা বাস্তবসম্মত হয়ে উঠছে: জেলেনস্কি
২ বছর আগে
সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ফেরত দিতে যুক্তরাজ্যের প্রতি বাংলাদেশের আহ্বান
আদালতের রায় বাস্তবায়নে যুক্তরাজ্যে বসবাসরত সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ফেরত দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সোমবার বাংলাদেশে সফরতর যুক্তরাজ্যের কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক মন্ত্রী লর্ড তারিক আহমেদ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।
এছাড়া যুক্তরাজ্যের সবজি কারখানায় কর্মরত শ্রমিকদের ভিসা সহজতর করতে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে যুক্তরাজ্যকে বাংলাদেশের সাথে যুক্ত থাকার আহ্বান করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে একটি টেকসই সমাধানের আশ্বাস দেন লর্ড আহমেদ।
সাইবার নিরাপত্তা এবং ধর্মীয় সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে দুই মন্ত্রী মত বিনিময় করেন।
বাংলাদেশ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান লর্ড আহমেদ এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টাকে স্বীকৃতি দেন।
করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়লে যুক্তরাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে পরবর্তীতে এ তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেয় দেশটি। এ জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ দেন।
এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে লর্ড আহমেদ ‘বাংলাদেশ-যুক্তরাজ্য: উন্নয়ন অংশীদার’ শীর্ষক এক সভায় বক্তব্য দেন।
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের ২১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে তিন দিনের বাংলাদেশে সফরে এসেছেন লর্ড আহমেদ।
আরও পড়ুন: যুক্তরাজ্য-ফ্রান্স সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার
বাংলাদেশকে পাঁচটি নৌ জাহাজ দেবে যুক্তরাজ্য
৩ বছর আগে
যশোরে ৬ যুদ্ধাপরাধী গ্রেপ্তার, ঢাকায় স্থানান্তর
যশোরের বাঘারপাড়া উপজেলার বহুল আলোচিত অভিযুক্ত ছয় যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারের পরেই অভিযুক্তদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সোপর্দের জন্য ঢাকায় পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাঘারপাড়ার মৃত শুকুর বিশ্বাসের ছেলে আবুল হোসেন বিশ্বাস, সাদে আলীর ছেলে হোসেন আলী, ইন্দা গ্রামের সলীম মোল্লার ছেলে আবু বক্কর, আগড়া গ্রামের মৃত সায়েম উল্লার ছেলে লুৎফর রহমান, মৃত আরশাদ আলী মোল্লার ছেলে খয়বার রহমান ও মৃত করিম মোল্লার ছেলে নূর ইসলাম। তাদের মামলা চলমান ও বিচারাধীন আছে।
আরও পড়ুন: কারাগারে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন ও যশোর জেলা ডিবি পুলিশের ওসি রুপম কুমার সরকার এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন।
তারা জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৭ সালে এই ছয় জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পর ২০১৮ সালের ৩০ জানুয়ারি তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ২১ অক্টোবর ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ২৩ অক্টোবর যশোর জেলা পুলিশের কাছে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ এসে পৌঁছায়।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে যুদ্ধাপরাধী মাহবুবুর রহমানের মৃত্যু
জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বাঘারপাড়া থানা পুলিশকে নির্দেশনা দেয়। গত ২৪ অক্টোবর (রবিবার) সকালে ডিবির ওসি রুপম সরকার ও বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযুক্ত ছয় যুদ্ধাপরাধীদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই দুই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: যুদ্ধাপরাধী কায়সারের আপিলের রায় ১৪ জানুয়ারি
৩ বছর আগে
কারাগারে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু
সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া (৬৮) মারা গেছেন। শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই দুপুরে তিনি মারা যান।
আমৃত্যু সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী মুজিবুর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুমারছানা গ্রামের মৃত দরছ উদ্দিনের ছেলে। যুদ্ধাপরাধের দায়ে ২০১৬ সালে তাকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত।
মুজিবুর রহমানের মৃত্যুর তথ্য নিশ্চিত করে সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ‘বার্ধক্যজনিত রোগে ভোগেই মারা গেছেন তিনি।’
কারাগার সূত্র জানায়, মুজিবুরকে গ্রেপ্তারের পর ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ২০১৬ সালের ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ২৫ মে তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
শুক্রবার বুকের ব্যথাসহ নানা রোগে অসুস্থ হয়ে পড়লে সহকারী সার্জন তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, মুজিবুর ও তার আরও দুই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়ে দণ্ড দেন ট্রাইব্যুনাল। এর মধ্যে একজনকে ফাঁসির আদেশ দেয়া হয়।
আরও পড়ুন: চাঁদপুর কারাগারে নারী হাজতির মৃত্যু
নাটোরে কারাগারে হাজতির মৃত্যু
৩ বছর আগে
‘মুজিব বর্ষে’ সরকার বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে চায়: মন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন রবিবার বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষ’ চলাকালীন সময়ে সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে চায়।
৫ বছর আগে