ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ৬টি বোমা উদ্ধার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে ছয়টি দেশীয় বোমা উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম শাহাদাত হোসেন আজাদ জানান, লালন শাহ হলের পকেট গেটে দুটি দেশীয় বোমা পড়ে থাকতে দেখে একদল শিক্ষার্থী প্রক্টরিয়াল বডিকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ৪ ভোটকেন্দ্রে আগুন, হাতবোমা উদ্ধার
পরে শহীদ জিয়াউর রহমান হল সংলগ্ন এলাকা থেকে একটি, ব্যবসায় প্রশাসন অনুষদসংলগ্ন এলাকা থেকে দুটি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এলাকা থেকে একটিসহ চারটি দেশীয় বোমা উদ্ধার করা হয়।
প্রক্টর বলেন, দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টির জন্য এসব বোমা রেখে থাকতে পারে।
আরও পড়ুন: রাজশাহীতে দুর্বৃত্তের ছোঁড়া পেট্রোলবোমায় আহত ২
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমরা পুলিশকে জানিয়েছি এবং তারা বিষয়টি খতিয়ে দেখবে।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও গণমাধ্যম) পলাশ কান্তি নাথ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসে টাইম বোমার মতো বস্তু উদ্ধার
১০ মাস আগে
ইবিতে ই-পেমেন্ট সেবা চালু
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেনদেন সহজ করার লক্ষ্যে ই-পেমেন্ট সেবা চালু করেছে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।
শনিবার (২৫ নভেম্বর) ইবির তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপপরিচালক রাজিবুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইবির উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালাম ই-পেমেন্ট সেবার উদ্বোধন করেন।
এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকে না গিয়েই অনলাইনে ভর্তি, পরীক্ষা ও আবাসিক হল ফিসহ সব ধরনের ফি পরিশোধ করতে পারবে।
অগ্রণী ব্যাংকের ই-পেমেন্ট সার্ভিস সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের আইডি ব্যবহার করে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে সব শিক্ষার্থীরা এই সেবা পাবে।
ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান বলেছেন, শিক্ষার্থীদের ফি দেওয়ার জন্য সুবিধাজনক ও কার্যকর উপায় হবে এই অনলাইন ব্যাংকিং পরিষেবা। ই-পেমেন্ট পরিষেবা শিক্ষার্থীদের সময় ও ঝামেলা কমাবে।
তিনি আরও বলেন, এটি ব্যাংকে যাতায়াত করা মানুষের সংখ্যা কমাতে সাহায্য করবে। শিক্ষার্থীরা সেবাটি ইতিবাচকভাবে গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: চালক নিয়োগ: অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় ইবি ছাত্রলীগ সভাপতির জিডি
ইবিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১২
১১ মাস আগে
ইবিতে শিক্ষার্থী নির্যাতন: ছাত্রলীগের সাবেক ৫ নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে নির্যাতনের দায়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক পাঁচ নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২১ আগস্ট) বিকালে ইবি’র উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে ক্যাম্পাসে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা এবং তার সহযোগী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, চারুকলা বিভাগের হালিমা খাতুন ঊর্মি এবং আইন বিভাগের ইসরাত জাহান মিম।
গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ওই পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী শাস্তি না হওয়ায় গত ২৬ জুলাই হাইকোর্ট এই বহিষ্কারের আদেশ বাতিল করেন।
আদালত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আচরণবিধি ১৯৮৭ অনুযায়ী শাস্তি পুনর্নির্ধারণ করার নির্দেশ দেন।
সভায় ইবির উপউপাচার্য এম মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ এম আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইবির প্রক্টর এম শাহাদাত হোসেন আজাদ ইউএনবিকে বলেন, হাইকোর্টের নির্দেশে অন্তরা ও তার চার সহযোগীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৈঠকের সিদ্ধান্ত আগামী ২৩ আগস্টের মধ্যে হাইকোর্টে পাঠানো হবে।
ভুক্তভোগী ছাত্রী বলেন, অন্তরা ও তার চার সহযোগীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে আমি সন্তুষ্ট।
তিনি বলেন, ভবিষ্যতে ক্যাম্পাসে এমন জঘন্য কাজ করতে কেউ সাহস পাবে না।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ভুক্তভোগীকে তৎকালীন ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা এবং তার সহযোগী তাবাসসুম, মিম, ঊর্মি ও মোয়াবিয়া নির্যাতন করে ও ভয়ভীতি দেখায়।
আরও পড়ুন: ফুলপরীকে নির্যাতন: ইবির পাঁচ ছাত্রীকে নতুন করে শাস্তি আরোপের নির্দেশ হাইকোর্টের
একপর্যায়ে অন্তরা ভুক্তভোগীকে কাপড় খুলে ফেলতে বাধ্য করে এবং মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে।
১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা এবং হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভুক্তভোগীর দায়ের করা অভিযোগ অনুযায়ী, অন্তরা হুমকি দিয়েছিল ভুক্তভোগী যদি বিষয়টি কারও কাছে প্রকাশ করে তবে তিনি ভিডিওটি সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল করে দেবেন।
গত ১৫ ফেব্রুয়ারি ইবির আইন বিভাগের চেয়ারপার্সন রেবা মণ্ডলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইবি কর্তৃপক্ষের গঠিত দুটি তদন্ত সংস্থা গত ২৬ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়।
দেশরত্ন শেখ হাসিনা হল প্রশাসন গত ২৭ ফেব্রুয়ারি পাঁচ অভিযুক্তকে বহিষ্কার করে।
১ মার্চ বাংলাদেশ ছাত্রলীগ অন্তরা ও চার কর্মীকে শিক্ষার্থীকে নির্যাতন ও হয়রানি করার দায়ে বহিষ্কার করে।
গত ২৮ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা প্রশাসনের দেওয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট বেঞ্চ ১ মার্চ বিশ্ববিদ্যালয়কে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী ও কর্মীদের সাময়িক বরখাস্ত করতে বলেন।
আদালত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রারকে অবিলম্বে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট শামসুল আলম এবং হাউস টিউটর মৌমিতা আক্তার ও ইশরাত জাহানকে তাদের কর্তব্যে অবহেলার দায়ে অপসারণ করার নির্দেশ দেন।
ইবি কর্তৃপক্ষ পরে অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করার পাশাপাশি দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট শামসুল আলমকে অপসারণ করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তরা এবং তার চার সহযোগীকে সাত কার্যদিবসের মধ্যে অভিযোগের জবাব জমা দিতে বলেছে।
হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুক্তভোগী শিক্ষার্থীকে ফজিলাতুন্নেসা মুজিব হলে তার পছন্দে একটি আসন বরাদ্দ দেয়।
আরও পড়ুন: ইবিতে শিক্ষার্থী নির্যাতন: ছাত্রলীগ নেত্রীসহ ৫ জন বহিষ্কার
ইবিতে আবারও ছাত্রলীগ কর্মীর হাতে শিক্ষার্থী লাঞ্ছিত
১ বছর আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে চিকিৎসা কেন্দ্র ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের তিন নেতা-কর্মীর বিরুদ্ধে।
তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্য, আতিক আরমান ও সালমান অহিন। তারা সবাই ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।
আরও পড়ুন: ইবিতে আবারও ছাত্রলীগ কর্মীর হাতে শিক্ষার্থী লাঞ্ছিত
ইবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ওয়াহিদুর রহমান মিল্টন ইউএনবিকে বলেন, বুকে ব্যথা নিয়ে কাব্যসহ আরও দু’জন তার কাছে আসেন। চিকিৎসা নেওয়ার ১০ মিনিট পর কাব্য তার সঙ্গে দুর্ব্যবহার করেন।
তিনি আরও জানান, সেসময় কাব্য 'মদ্যপ' ছিলেন এবং তার কাছে অ্যাম্বুলেন্স চেয়েছিলেন।
পরে ওই তিন শিক্ষার্থী মেডিকেল সেন্টারে ভাঙচুর করে অ্যাম্বুলেন্স চালককে কুষ্টিয়া শহরে নিয়ে যেতে বাধ্য করেন।
মঙ্গলবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক এম আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক এম শাহাদাত হোসেন আজাদ মেডিকেল সেন্টারটি পরিদর্শন করেন।
প্রক্টর বলেন, মেডিকেল সেন্টার ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান লঙ্ঘনের দায়ে কাব্বোকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ইবিতে প্রথম বর্ষের আরেক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে
শিক্ষার্থী নির্যাতন: ছাত্রলীগের ১ নেতা ও ৪ কর্মীকে সাময়িক বরখাস্ত করল ইবি
১ বছর আগে
গুচ্ছ ভর্তিতে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়: ইউজিসি
জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহকে দ্রুত ভর্তি পরীক্ষা গ্রহণ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ক্লাস শুরুর নির্দেশনা দিয়েছে ইউজিসি।
ভর্তি পরীক্ষা প্রক্রিয়া সহজ ও শিক্ষার্থীবান্ধব করা এবং এবারের গুচ্ছ ভর্তি যেন অনন্য হয় সে বিষয়ে আয়োজকদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একটি অভিন্ন ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে বলে জানানো হয়।
গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ক্রটিমুক্ত ও নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে সোমবার ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহীত হয়।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ- এর সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ ও প্রফেসর ড. মো. আবু তাহের, গুচ্ছভুক্ত ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ২০২১-২২ শিক্ষাবর্ষে ৩২টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ইউজিসি
সভায় গুচ্ছ পদ্ধতিতে ভর্তির বিদ্যমান সংকট ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়। ভর্তিতে বিগত বছরের জটিলতাগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায় এবং ভর্তি কীভাবে আরও সহজ ও শিক্ষার্থীবান্ধব করে তোলা যায় সেটি নিয়ে আলোচনা করা হয়।
সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করায় দেশবাসী আমাদেরকে উষ্ণ অভিবাদন জানিয়েছে। তারা বলেছে এটি একটি ভালো পরীক্ষা পদ্ধতি। নতুন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণে কিছু সমস্যা তৈরি হয়েছে, তাই বলে এখান থেকে পিছুহটার বা বের হয়ে যাওয়ার কোন সুযোগ নেই। গুচ্ছ ভর্তি পরীক্ষা ভালো ও সর্বজন স্বীকৃত পদ্ধতি হয় সেজন্য উপাচার্য ও ভর্তি সংশ্লিষ্টদের তিনি আন্তরিক হওয়ার আহ্বান জানান।
ইউজিসি চেয়ারম্যান গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ে সরকারের অভিপ্রায় বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন।
ইউজিসি সদস্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৮০ ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ে একটি ইউনিক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।
তিনি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্টদের অল্প সময়ে ভর্তি পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার আহ্বান জানান।
এছাড়া, ভর্তি প্রক্রিয়া সহজ করে দেশবাসীকে চমৎকার একটি ভর্তি পরীক্ষা উপহার দেয়ারও আহ্বান জানান।
আরও পড়ুন: ইবিতে গুচ্ছ পদ্ধতিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
দেশে প্রথমবারের মতো ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু
১ বছর আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসে ফিরেছে ছাত্রলীগের নির্যাতনের শিকার
ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে নির্যাতিত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ওই ছাত্রী হাইকোর্টের শনিবারের নির্দেশনার আদেশ অনুযায়ী কড়া নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ে ফিরেছে।
১২ ফেব্রুয়ারি শেখ হাসিনা হলে ইসলামী বিশ্ববিদ্যালয়(আইইউ) ছাত্রলীগের সহ-সভাপতি শানজিদা চৌধুরী অন্তরা এবং তার কর্মীদের হাতে নির্যাতন ও ভয় দেখানোর পাঁচ দিন পর তিনি তার বাবা-মায়ের সঙ্গে ক্যাম্পাসে ফিরে আসেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিক্ষার্থীকে বহনকারী একটি পুলিশ ভ্যান ক্যাম্পাসে আসে।
বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে তাকে সরাসরি দেশরত্ন শেখ হাসিনা হলে নিয়ে যাওয়া হয়।
পরে বেলা ১টা থেকে ৪টা পর্যন্ত যথাক্রমে হল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তার সাক্ষাৎকার নেয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন্নুর জায়েদ বিপ্লব ইউএনবিকে বলেন, শিক্ষার্থীর নিরাপত্তার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তদন্ত কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন বলে জানান ওসি।
এর আগে ৯ ফেব্রুয়ারি আইইউ ছাত্রলীগ শাখার সহ-সভাপতি ও আবাসিক ছাত্রী শানজিদা চৌধুরী অন্তরা ওই ছাত্রীকে তার কক্ষে ডেকে নেন।
শনিবার রাতে অসুস্থতার কারণে অন্তরার সঙ্গে দেখা না করায় অন্তরা এবং তার অর্থ ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তাবাসসুমের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী ভিকটিমের কক্ষে যায় এবং তার সঙ্গে দুর্ব্যবহার করে।
পরে, অন্তরা ও তার সহকর্মীরা তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত ও নির্যাতন করে। অন্তরা একপর্যায়ে ভিকটিমকে কাপড় খুলে ফেলতে বাধ্য করে এবং তার মোবাইল ফোনে ‘র্যাগিং’ ঘটনার ভিডিও করে।
আরও পড়ুন: ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল
অভিযোগে আরও বলা হয়েছে, অন্তরা হুমকি দিয়েছিল যে যদি ভিকটিম বিষয়টি কাউকে প্রকাশ করেন তাহেলে তিনি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবেন। সব মিলিয়ে তার অগ্নিপরীক্ষা ৪ ঘন্টারও বেশি স্থায়ী হয়েছিল বলে জানা গেছে।
১৪ ফেব্রুয়ারি ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও আইনজীবী গাজী মোহাম্মদ মহসিন বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট আবেদনও করেন।
বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে এবং আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য অভিযুক্তকে হল ও বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত কমিটির পাশাপাশি, ঘটনার আরও তদন্তের জন্য একটি পৃথক কমিটি গঠন করতে এবং আগামী সাত দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন: পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: ঢাবির ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার
১ বছর আগে
ইবি শিক্ষকের গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের গাড়ির ধাক্কায় বৃহস্পতিবার ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত উম্মে রুকাইয়া সদর উপজেলার মদনডাঙ্গা গ্রামের মনোহর হোসেনের মেয়ে এবং শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ইবি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শেরিনা খাতুনের গাড়ি শিশু রুকাইয়াকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি তখন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন।
আরও পড়ুন: ইবিতে পিলারের আঘাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু!
তিনি আরও জানান, রাতে হাসপাতালে নেয়ার পথে রুকাইয়া মারা যায়।
এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
এ ব্যাপারে শেরিনা খাতুনের বক্তব্য জানতে বারবার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন।
শুক্রবার সকালে উপজেলার মদনডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে রুকাইয়াকে দাফন করা হয়।
আরও পড়ুন: ইবিতে ছাত্রী হেনস্তা, বিচারের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে ইবি শিক্ষার্থীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
১ বছর আগে
ইবিতে বিএড ও এমএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামী শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে স্নাতক, স্নাতকোত্তর এবং তথ্য ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউট অব ইসলামিক অ্যাডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর )এর পরিচালক অধ্যাপক মো. মাহের আলী জানান, ৫৫৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
এর মধ্যে বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ৪১৭ জন এবং এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৫৬ জন শিক্ষার্থী এবং লাইব্রেরি সায়েন্স কোর্সে ডিপ্লোমায় ৮০টি আসনের বিপরীতে ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
তিনি জানান, শনিবার সকালে পরীক্ষার ফল প্রকাশ করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল দেখা যাবে।
আরও পড়ুন: ইবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ মার্চ
প্রভোস্টের পদত্যাগের দাবিতে ইবি ছাত্রী হলে বিক্ষোভ
২ বছর আগে
স্থানীয়দের হামলায় ইবির সাত শিক্ষার্থী আহত, প্রতিবাদে বিক্ষাভ
উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইইউ) ক্যাম্পাস সংলগ্ন আনন্দনগরে এক মেসে স্থানীয়দের হামলায় কমপক্ষে সাত শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার নির্দেশে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। এর প্রতিবাদে বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে।
আহতরা হলেন- কামাল উদ্দিন, সুলতান মাহমুদ, জুয়েল রানা, মাজহারুল ইসলাম নাঈম, আবদুর রহমান, আবদুর রাজ্জাক রাকিব ও সুমন রেজা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ওই এলাকার মেসে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলামের সঙ্গে সাত শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়।
আরও পড়ুন: ইবির শিক্ষক সমিতির নির্বাচন ১২ ডিসেম্বর
ছাত্ররা তখন জাহিদুল ইসলামকে মেস প্রাঙ্গণ ছেড়ে চলে যেতে বাধ্য করলে পরে তিনি ১০ থেকে ১৫ জন স্থানীয় লোক নিয়ে ফিরে আসেন। তারা লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই সাতজন আহত হয়। পরে আহতদের আইইউ কেন্দ্রীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
হামলার খবর ছড়িয়ে পড়লে দোষীদের বিচারের দাবিতে বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে।
আইইউ’র সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন ও সহকারী প্রক্টর শফিকুল ইসলাম এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ইবিতে প্রতিবাদ সমাবেশ
আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, আমি সহকারী প্রক্টর শফিকুলকে ঘটনাস্থল পরিদর্শন করে থানায় অভিযোগ করার নির্দেশ দিয়েছি।
২ বছর আগে
বহিরাগতদের হয়রানির শিকার ইবির ৪ ছাত্রী
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের চার ছাত্রীকে বুধবার রাতে উত্ত্যক্ত করেছে বহিরাগতরা।
৩ বছর আগে