কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের গাড়ির ধাক্কায় বৃহস্পতিবার ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত উম্মে রুকাইয়া সদর উপজেলার মদনডাঙ্গা গ্রামের মনোহর হোসেনের মেয়ে এবং শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ইবি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শেরিনা খাতুনের গাড়ি শিশু রুকাইয়াকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি তখন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন।
আরও পড়ুন: ইবিতে পিলারের আঘাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু!
তিনি আরও জানান, রাতে হাসপাতালে নেয়ার পথে রুকাইয়া মারা যায়।
এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
এ ব্যাপারে শেরিনা খাতুনের বক্তব্য জানতে বারবার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন।
শুক্রবার সকালে উপজেলার মদনডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে রুকাইয়াকে দাফন করা হয়।