চলতি অর্থবছর
চলতি অর্থবছরে রপ্তানির আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১২.৪০%: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানির আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১২ দশমিক ৪০ শতাংশ ধরা হচ্ছে। একইসঙ্গে আমাদের লক্ষ্য রপ্তানি বহুমুখীকরণ করা।
তিনি বলেন, অবস্থার পরিপ্রেক্ষিতটা পরিবর্তন হয়েছে। এ কারণে এবার রপ্তানি আয় আগের থেকে কমবে না বরং বেশি হবে।
রবিবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ১৪৬তম বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
আরও পড়ুন: ২০২৫ সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে: উপদেষ্টা
উপদেষ্টা বলেন, রপ্তানি নিয়ে কিছু তথ্যগত ইস্যু ছিল। এগুলো নিয়ে আলাপ করেছি। যারা যারা তথ্য সংগ্রহ করে, আমরা সবগুলো চালু রাখব। আমরা সবগুলো সমন্বয় করে সত্য চিত্র দেব। একেকজন একেক রকম তথ্য দেবে, সেটা হবে না। কিছুটা পার্থক্য থাকে, এটা স্বীকার করতে হবে। বিরাট অসঙ্গতি দূর করা হবে। রপ্তানির লক্ষ্যমাত্রা হবে যুক্তি সঙ্গত। বিভিন্ন কম্পোনেন্ট আছে রপ্তানির এগুলো দেখব। বিভিন্ন পণ্য আছে ওগুলো দেখব। রপ্তানিতে যেসব বাধা আছে সেগুলো রিভিউ করব।
এছাড়া রপ্তানি যেন ডাইভারসিফাইড (বহুমুখীকরণ) করা হয়, সেটা আমাদের লক্ষ্য বলে জানান বাণিজ্য উপদেষ্টা।
আমেরিকায় জিএসপি সুবিধা পাওয়া যাবে কি না- এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, জিএসপি সুবিধার জন্য এরই মধ্যে তাদের বলা হয়েছে। আমরা আবার চেষ্টা করব। আমরা আশা করি, সবদিক থেকে আমেরিকা আমাদের প্রতি ইতিবাচক দৃষ্টি রাখবে। অতএব জিএসপিটা পজেটিভ। এছাড়া রপ্তানির বিষয়ে আমরা অন্যদের সঙ্গে আলাপ করছি।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন রোগীও যেন মারা না যায়: উপদেষ্টা হাসান আরিফ
পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে ইউনিসেফ, ইউনেস্কো ও ইউএনএফপিএ’র প্রতিনিধিদলের সাক্ষাৎ
২ মাস আগে
জুলাইয়ে রপ্তানি আয় ৪.৫৯ বিলিয়ন ডলার
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৫ দশমিক ২৬ শতাংশ।
ইপিবি জানিয়েছে, জুলাইয়ে ৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। যা আগের অর্থবছরের জুলাইয়ের তুলনায় ১৫ দশমিক ২৬ শতাংশ বেশি।
বৃহস্পতিবার পণ্য রপ্তানির এই হালনাগাদ তথ্য প্রকাশ করে ইপিবি।
আরও পড়ুন: ২০২৩ অর্থবছরে রপ্তানি আয় ৫৫.৫৬ বিলিয়ন ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ
বাংলাদেশ ২৬ ধরনের পণ্য রপ্তানি করে এবং এর মধ্যে ১৭টি পণ্যের রপ্তানি বেড়েছে।
২০২৩-২০২৪ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬২ বিলিয়ন ডলার এবং প্রবৃদ্ধি ধরা হয়েছিল ১১ দশমিক ৫৯ শতাংশ।
এদিকে, ২০২২-২০২৩ অর্থবছরে রপ্তানি আয় ও প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৫৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার ও ৬ দশমিক ৬৭ শতাংশ।
খাতভিত্তিক রপ্তানির তথ্য অনুযায়ী, জুলাই মাসে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে তৈরি পোশাক খাত থেকে। এর মধ্যে ২ দশমিক ২৬ বিলিয়ন ডলার ও ১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার এসেছে সেলাই ও উলের পোশাক থেকে।
আরও পড়ুন: রপ্তানি ঋণের সুদের হার কমিয়ে ৯ শতাংশ নির্ধারণ
চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৭২ বিলিয়ন ডলার
১ বছর আগে
পেঁয়াজ আমদানির ৫ শতাংশ শুল্ক তুলে নিয়েছে সরকার
দেশের বাজারে পেঁয়াজের দাম কমাতে আরোপিত ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করেছে সরকার।
৪ বছর আগে