প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও এতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পেঁয়াজ চাষিদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ, চাষে উৎসাহ প্রদান এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে চলতি অর্থবছরে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়।
বর্তমানের সার্বিক পরিস্থিতি বিবেচনায়, পেঁয়াজের অনুৎপাদনকালীন সময় হিসেবে মার্চ ২০২১ পর্যন্ত পেঁয়াজের ওপর আরোপিত ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের করা হয়েছে।
পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান শুল্ক প্রত্যাহারের বিষয়টি মন্ত্রণালয় বিবেচনা করবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে ভারতীয় নিষেধাজ্ঞার পরে দেশে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়।
স্থানীয় বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম ৩০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হয়ে যায়।
পার্শ্ববর্তী দেশ থেকে সাধারণত প্রচুর পরিমানে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ।