পরিদর্শক
খুলনায় ধর্ষণ মামলায় পিবিআই পরিদর্শক মাসুদ কারাগারে
খুলনায় আলোচিত কলেজ ছাত্রী ধর্ষণ মামলার আসামি পিবিআই পরিদর্শক মঞ্জুর হাসান মাসুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক মোসা. দিলরুবা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মাসুদ আদালতে জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর করা হয়।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অলোকানন্দ দাস এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, আসামি মাসুদ ২৬ মে উচ্চ আদালত থেকে এ মামলায় ১৪ দিনের অন্তবর্তী জামিন লাভ করেন। বুধবার উচ্চ আদালতের জামিন মেয়াদের শেষ দিন ছিল। নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: জিআরপি থানায় ধর্ষণ: সেই পুলিশ পরিদর্শক কারাগারে
এর আগে গত ১৫ মে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে খুলনা মহানগরীর ছোট মির্জাপুরস্থ একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ওইদিন দুপুরে কলেজ পড়ুয়া ভুক্তভোগীকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন সাংবাদিকদের এ সময় জানান, ওই কলেজছাত্রী পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয় নিয়ে পাঁচ দিন আগে আসে। এ সুযোগে তাকে সহযোগিতা করার কথা বলে ১৫ মে দুপুর সাড়ে বারোটার দিকে ছোট মির্জাপুরের কাগজী হাউজের ওই অফিসে নিয়ে যায় মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উক্ত অফিসের তালা ভেঙ্গে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেএমপি’র উপ-পুলিশ কমিশনার সোনালী সেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ওই কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্নের পর এ ঘটনায় থানায় মামলা হয়।
আরও পড়ুন: অর্থ আত্মসাত মামলায় খুলনার সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক কারাগারে
ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের স্বামী কারাগারে
২ বছর আগে
সিএমপির তিন থানার ওসিসহ ১০ পরিদর্শক পদে রদবদল
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) তিন থানার ওসিসহ ১০ পরিদর্শক পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের আদেশে এ রদবদল করা হয়।
সিএমপি সূত্রে জানা যায়, ডিবির (উত্তর) মো. মঈনুর রহমান চৌধুরীকে চান্দগাঁও থানায় পদায়ন করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে পাহাড়তলী থানায় বদলি করা হয়ছে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলামকে ইপিজেড থানার ওসি পদে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত
এছাড়াও সিএমপির বিভিন্ন পদে আরও ১০ জন পরিদর্শককে বিভিন্ন ইউনিটে রদবদল করা হয়েছে। সিএমপির প্রশাসন বিভাগের অংসা থোয়াই মারমাকে প্রসিকিউশন বিভাগে। আ ন ম গোলাম কিবরিয়াকে সিটি এসবি থেকে প্রসিকিউশন বিভাগে রদবদল করা হয়েছে। আকবর শাহ থানার (তদন্ত) আমিনুল হককে ডিসি পশ্চিম বিভাগের (অপরাধ শাখায়), সিএমপিতে আসা ফজলুল কাদের পাটোয়ারীকে সিটি এসবিতে, আতিকুর রহমানকে প্রসিকিউশনে, এম সাকের আহমদকে আকবর শাহ থানার (তদন্ত), নুরুল বাশারকে ইপিজেড থানার (তদন্ত) পদে, সৈয়দ মঈনুল হোসেনকে সিটি এসবিতে, নাজিম উদ্দীন মজুমদার ডিবিতে (উত্তর) ও কামাল উদ্দীনকে পাঁচলাইশ থানার তদন্ত পদে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: হাটহাজারীতে পুলিশের সাথে সংঘর্ষে নিহত ৪
৩ বছর আগে
আহমদ শফীকে নিয়ে কটুক্তি, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জ, ২০ সেপ্টেম্বর (ইউএনবি)- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লামা আহমদ শফীকে নিয়ে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে