আন্তর্জাতিক বাজার
২০২৪ সালে ‘প্রত্যাশিত’ চ্যালেঞ্জ সত্ত্বেও তৈরি পোশাক পণ্যের আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়তে পারে: বিজিএমইএ পরিচালক
২০২৪ সালে প্রত্যাশিত চ্যালেঞ্জ সত্ত্বেও তৈরি পোশাক শিল্পের পণ্যের জন্য আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়তে পারে।
সোমবার (১ জানুয়ারি) এমনটাই বলেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল।
বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা যদি অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খল বজায় রাখতে পারি, নতুন পণ্য ও বাজারে বিনিয়োগ বাড়াতে পারি তবে আমরা কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হব।’
তিনি বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অনিশ্চয়তার কারণে ২০২৪ সালের গতিপথ অনুমান করা কঠিন। সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ও মুদ্রাস্ফীতির মতো কারণগুলো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
রুবেল বলেন, উপরন্তু, বৈদেশিক মুদ্রার মজুদে হ্রাস এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার উল্লেখযোগ্য চ্যালেঞ্জসহ অভ্যন্তরীণ অর্থনীতির ওপর চাপ রয়েছে।
তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে এবং প্রতিযোগিতা বজায় রাখতে শিল্পের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০২৩ সালে পোশাক খাতের বৈশ্বিক পরিস্থিতি ২০২২ সালের মতো ভালো ছিল না। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্বব্যাপী পোশাক রপ্তানি ৫৭৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
রুবেল বলেন, ‘ইউরোপ ও আমেরিকা থেকে পোশাক আমদানি ইতোমধ্যে কমে গেছে। সম্মিলিতভাবে মূল্যায়ন করা হলে বাংলাদেশের প্রধান দু’টি বাজার 'আমাদের প্রবৃদ্ধিতে' কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি।’
রুবেল বলেন, অপরদিকে অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অপ্রচলিত বাজারের প্রবৃদ্ধি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সামগ্রিক প্রবৃদ্ধিতে অবদান রেখেছে।
১০ মাস আগে
সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমলো
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা, খোলা তেল ১৬৭ টাকা এবং খোলা পাম তেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
আগামী ১৫ দিনের মধ্যে আরও এক দফা ভোজ্যতেলের দাম কমানো হবে বলেও জানান তিনি৷
রবিবার (১১ জুন) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সপ্তম সভা শেষে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য সচিব বলেন, ‘আজকের সভায় অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে সয়াবিন তেল, পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি। আজকে আলোচনা করেছি বর্তমানে আমদানি পরিস্থিতি কেমন আছে, দাম কেমন হওয়া উচিত।’
আরও পড়ুন: রমজানের আগে ওএমএসের ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই দেখেছেন পেঁয়াজের দাম কমিয়ে আনা সম্ভব হয়েছে। আমদানির অনুমতি দেওয়ার পরে আজকে আমরা সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই আমদানিকারকরা দাম কমিয়ে দেবেন।’
তপন কান্তি ঘোষ বলেন, ‘বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল ১০ টাকা কমিয়ে ১৬৭ টাকা করা হয়েছে। যা আগে ছিল যথাক্রমে ১৯৯ টাকা ও ১৭৭ টাকা। আর খোলা পাম তেল লিটারে ১৩৫ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা এবং বোতলজাত সুপার পাম তেল লিটারে ১৬৭ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬৫ টাকা করা হয়েছে।’
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বছরে ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের চাহিদা ৩ লাখ টনের কাছাকাছি। স্থানীয় উৎপাদন হয় দুই লাখ টন, আর বাকি ১৮ লাখ টনই আমদানি করতে হয়।
আরও পড়ুন: ওএমএস-এর জন্য ২.২০ কোটি লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে টিসিবি
আবারও বাড়ল সয়াবিন তেল ও চিনির দাম
১ বছর আগে
সরকার আন্তর্জাতিক বাজার অনুযায়ী বিদ্যুত ও গ্যাসের দাম নির্ধারণ করবে: নসরুল
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার এখন আন্তর্জাতিক বাজারের দামের ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণের দিকে এগোচ্ছে।
তিনি বলেন, ‘আমরা বাজারভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসের দাম নির্ধারণের প্রস্তুতি নিচ্ছি। একইভাবে, বিদ্যুতের শুল্কও বাজার অনুযায়ী নির্ধারণ করা হবে।’
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সৌরবিদ্যুৎ সংক্রান্ত কর্মশালার সমাপনী অধিবেশনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রাষ্ট্রীয় মালিকানাধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গৃহস্থালি গ্রাহকদের গ্যাসের দাম আবারও ৪৭ শতাংশ বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রস্তাবনা অনুযায়ী, একজন সিঙ্গেল বার্নার ব্যবহারকারীকে বর্তমান মাসিক বিল ৯৯০ টাকার পরিবর্তে ১ হাজার ৩৭৯ টাকা এবং ডাবল বার্নার ব্যবহারকারীকে মাসে ১ হাজার ৮০ টাকার পরিবর্তে ১ হাজার ৫৯১ টাকা দিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, নতুন বাজারভিত্তিক মূল্য ব্যবস্থা শিগগিরই চালু করা হবে, যার অধীনে কখনও কখনও দাম তাদের আন্তর্জাতিক বাজারের দামের ভিত্তিতে বাড়বে এবং আবার কখনও কমবে। এখন গ্যাসের জন্য যে ভর্তুকি দেওয়া হচ্ছে তা থেকে বেরিয়ে আসতে চায় সরকার।
সৌরবিদ্যুৎ খাত সম্পর্কে তিনি বলেন, বিশ্বব্যাংক একটি সমীক্ষা চালিয়েছে; যেখানে তারা বেশ কয়েকটি এলাকা চিহ্নিত করেছে যেখান থেকে প্রায় পাঁচ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে।
আরও পড়ুন: ২ দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে: নসরুল
তিনি বলেন, ‘আমরা বিশ্বব্যাংককে বলেছি যে সরকারি ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করতে পারে। তারা সেখানে প্রাক-সম্ভাব্যতা যাচাই করেছে।’
তিনি আরও বলেছেন, বায়ু অফশোর শক্তিকে কেন্দ্র করে একটি বিকল্প তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, সরকার একটি সমীক্ষাও চালাচ্ছে যে এই ধরনের অফশোর ও অনশোর বায়ু শক্তির সম্ভাবনা থেকে কত দ্রুত বিদ্যুৎ উৎপাদন করা যায়।
তিনি আরও বলেছেন, আমাদের দেশের জন্য একটি বড় সুবিধা যে আমাদের উপকূলে অগভীর সমুদ্রের একটি বিশাল এলাকা রয়েছে, যেখানে পানির গভীরতা ৫০-৬০ মিটার।
তিনি বলেন, ‘কিন্তু পরিবেশগত দিক এবং মৎস্যসম্পদও রয়েছে বলে অনেক বিষয়েই নজর দিতে হবে। বাতাস থেকে সম্ভাবনাকে কাজে লাগানোর আগে আমাদের অনেক বিষয় বিবেচনা করতে হবে।’
নসরুল হামিদ বলেন, সরকার এখন সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য বিদ্যুৎ দিতে কাজ করছে।
‘ইউটিলিটি স্কেল সোলার’- শিরোনামের কর্মশালায় বিশ্বব্যাংকের একজন দলনেতা বলেন, ভূমি পাওয়াই একটি মূল চ্যালেঞ্জ।
তিনি বলেন, বিশ্বব্যাংক জামালপুরে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী।
বিশ্বব্যাংক দলের নেতা বলেছেন, ‘আমরা প্রকল্পের জন্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে জলবায়ু পরিবর্তন তহবিল সংগ্রহ করতে পারি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মুনিরা সুলতানা।
আরও পড়ুন: বাংলাদেশে ২০৪১ সালের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি খাতে ১৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন: নসরুল
প্রতিদিন প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা বাড়ছে: নসরুল
১ বছর আগে
রবিবার বাণিজ্য মেলা-২০২৩ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৩’-এর ২৭তম আসরের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
প্রতিবছর স্থানীয়দের পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
আরও পড়ুন: পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু
দ্বিতীয়বারের মতো রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’-এর স্থায়ী জায়গায় দেশের বৃহত্তম বার্ষিক বাণিজ্যিক ও বাণিজ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে মেলার উদ্বোধন করবেন।
শনিবার মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব তথ্য জানান।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান ও অতিরিক্ত সচিব (ইপিবি) মো. আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী টিপু বলেন, মেলার মাধ্যমে ক্রেতারা দেশি-বিদেশি পণ্যের মধ্যে তুলনা করতে পারলে পণ্যের মান মানসম্মত হয়।
তিনি বলেন, মেলাটি লাভের জন্য আয়োজন না হলেও গত বছর মেলা থেকে ২০০ কোটি টাকার তাৎক্ষণিক রপ্তানি আদেশ পাওয়া গেছে।
তিনি বলেন, ‘মেলার মাধ্যমে আমরা দেশি-বিদেশি গ্রাহকদের সামনে আমাদের পণ্য তুলে ধরার সুযোগ পাই। যদিও এটি একটি দূরে অবস্থিত যা বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে একটি বিশাল উৎসাহ তৈরি করেছে।’
তিনি বলেন, গত বছর দেশটি রপ্তানির লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে এবং এই প্রবণতা এখন ঊর্ধ্বমুখী।
মন্ত্রী বলেন, ‘পোশাকসহ আরও ১০টি পণ্যের রপ্তানি বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
তথ্যপ্রযুক্তি খাতকে সমৃদ্ধশালী উল্লেখ করে তিনি বলেন, কয়েকদিনের মধ্যে এ খাত থেকে প্রায় ৪ থেকে ৫ মিলিয়ন ডলার আয় হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক বাজারে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের চাহিদা বাড়ছে বলে জানান তিনি।
এ বছর ১৭টি প্যাভিলিয়নসহ মোট ৩৩১টি স্টল স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে লিজ দেয়া হয়েছে।
আগে, এটি আগারগাঁওয়ে অনুষ্ঠিত হত, তবে বিপুল সংখ্যক অংশগ্রহণকারী এবং দর্শনার্থীদের জন্য এটি খুব ছোট ছিল।
আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট প্রতিদিন সকাল ১০টায় খোলা হবে এবং বন্ধ হবে রাত ৯টায়। সরকারি ছুটির দিনে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।
এছাড়া, দর্শণার্থীরা অনলাইনে বুকিং করলেই টিকিটের ওপর ৫০ শতাংশ ছাড় পাবেন।
সরকার পরিবহন সুবিধা দিতে ৭০টি বিআরটিসি বাস এই পরিষেবাতে সংযুক্ত করেছে। এগুলো চলবে কুড়িল ফ্লাইওভার থেকে মেলাস্থল পর্যন্ত। ন্যূনতম ৩৫ টাকা ভাড়ায় এসব বাসে ভ্রমণ করতে পারবেন দর্শনার্থীরা।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রথম অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে। কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে মেলার আয়োজন করা সম্ভব হয়নি।
এবারের মেলায় ১০টি দেশের ব্যবসায়ীরা ১৭টি প্রতিষ্ঠান নিয়ে অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: নেপালে বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ
শেষ হলো ঢাকা বাণিজ্য মেলা, রপ্তানি আদেশ ১৬ মিলিয়ন মার্কিন ডলার
১ বছর আগে
আগামী মাসের মধ্যে ব্যাংকগুলোতে ডলার সংকট দূর হয়ে যাবে: সালমান এফ রহমান
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী মাসের মধ্যে ব্যাংকগুলোতে বিদ্যমান ডলার সংকট দূর হয়ে যাবে।
শনিবার মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে জিনিসগুলো আমাদের আমদানি করা প্রয়োজন, সেগুলো রমজানের আগেই আমদানি করা হবে। রমজানে আমাদের কোনো সমস্যা হবে না।’
আরও পড়ুন: মানবাধিকার প্রতিবেদন ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব ফেলবে না: সালমান এফ রহমান
তিনি আরও বলেন যে আন্তর্জাতিক বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে। আমদানি করতে গিয়ে আমাদের দেশের (অর্থনীতিতে) ওপরেও চাপ পড়েছে।
সালমান এফ রফমান বলেন, ‘তারপরও আমরা টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য কম মূল্যে বিক্রি করছি। এতে অন্তত চার থেকে পাঁচ কোটি মানুষ উপকৃত হওয়ায় বড় কোনো সমস্যা থাকবে না।’
আরও পড়ুন: জ্বালানি সরবরাহের উৎসগুলোকে বিস্তৃত করেছে বাংলাদেশ; ডলারের অভাব নেই: পররাষ্ট্রমন্ত্রী
১ বছর আগে
আবারও বাড়ল সয়াবিন তেল ও চিনির দাম
সয়াবিন তেল ও চিনির দাম আবারও বেড়েছে। সয়াবিন তেলের দাম বেড়েছে ১২ টাকা। এখন তা প্রতি লিটার ১৯০ টাকা। চিনির দাম বেড়েছে ১৩ টাকা; এখন তা প্রতি কেজি ১০৮ টাকা।
বৃহস্পতিবার(১৭ নভেম্বর, ২০২২) থেকে নতুন দাম থেকে কার্যকর হবে।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সুগার রিফাইনার অ্যাসোসিয়েশন চিনির দাম বৃদ্ধির বিষয়ে বলেছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চিনির সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন: সয়াবিন তেল: বাজারে দাম কমার কোন প্রভাব নেই
এর প্রেক্ষিতে ৩ নভেম্বর প্রয়োজনীয় কাগজপত্রসহ মূল্য সমন্বয়ের আবেদন করা হয়। পরে মূল্য সমন্বয় নিয়ে বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সঙ্গে দুই দফা আলোচনা হয়। বাংলাদেশ বাণিজ্য ও কমিশন মূল্য সমন্বয়ের বিষয়ে সম্মত হওয়ায় আজ থেকে চিনির নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, খোলা চিনি প্রতি কেজি ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনি প্রতি কেজি ১০৮ টাকা।
এদিকে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন পৃথক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় করা হয়েছে। এর প্রেক্ষিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ মূল্য সমন্বয়ের আবেদন করা হয় ১ নভেম্বর।
পরে বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সঙ্গে মূল্য সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়। কমিশন মূল্য সমন্বয়ের বিষয়ে একমত হয়েছে।
ভোজ্যতেলের নতুন দাম আজ থেকে কার্যকর হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার ১৯০ টাকা এবং ৫ লিটারের বোতলের জন্য ৯২৫ টাকা। বোতলবিহীন প্রতি লিটার সয়াবিন তেল এখন ১৭২ টাকা ও পাম তেল ১২১ টাকা।
আরও পড়ুন: শিগগিরই চিনির দাম স্থিতিশীল হবে: বাণিজ্যমন্ত্রী
পাম তেলের দাম লিটারে ৮ টাকা কমেছে, চিনির দাম কেজিতে বেড়েছে ৬ টাকা
১ বছর আগে
খুলনাঞ্চলে হিমায়িত চিংড়ির আন্তর্জাতিক বাজার পরিধি কমছে
মহামারি করোনাভাইরাসের কারণে খুলনাঞ্চলের হিমায়িত চিংড়ির আন্তর্জাতিক বাজারের পরিধি প্রতি মাসেই কমছে। বিদেশি বায়াররা ৫০টিরও বেশি এলসি বাতিল করেছে। গেল বছরের আগস্ট মাসে ১০টি দেশে এ অঞ্চলের হিমায়িত চিংড়ি রপ্তানি হলেও এ বছরের জানুয়ারি মাসে মাত্র তিনটি দেশে হয়েছে।
৩ বছর আগে
আগামী বছর ৪৯.৮ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির পরিকল্পনা সরকারের
সরকার ২০২১ সালে ৪৯.৮ লাখ মেট্রিক টন পেট্রোলিয়াম জ্বালানি আমদানির পরিকল্পনা করছে।
৪ বছর আগে