প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৩’-এর ২৭তম আসরের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
প্রতিবছর স্থানীয়দের পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
আরও পড়ুন: পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু
দ্বিতীয়বারের মতো রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’-এর স্থায়ী জায়গায় দেশের বৃহত্তম বার্ষিক বাণিজ্যিক ও বাণিজ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে মেলার উদ্বোধন করবেন।
শনিবার মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব তথ্য জানান।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান ও অতিরিক্ত সচিব (ইপিবি) মো. আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী টিপু বলেন, মেলার মাধ্যমে ক্রেতারা দেশি-বিদেশি পণ্যের মধ্যে তুলনা করতে পারলে পণ্যের মান মানসম্মত হয়।
তিনি বলেন, মেলাটি লাভের জন্য আয়োজন না হলেও গত বছর মেলা থেকে ২০০ কোটি টাকার তাৎক্ষণিক রপ্তানি আদেশ পাওয়া গেছে।
তিনি বলেন, ‘মেলার মাধ্যমে আমরা দেশি-বিদেশি গ্রাহকদের সামনে আমাদের পণ্য তুলে ধরার সুযোগ পাই। যদিও এটি একটি দূরে অবস্থিত যা বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে একটি বিশাল উৎসাহ তৈরি করেছে।’
তিনি বলেন, গত বছর দেশটি রপ্তানির লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে এবং এই প্রবণতা এখন ঊর্ধ্বমুখী।
মন্ত্রী বলেন, ‘পোশাকসহ আরও ১০টি পণ্যের রপ্তানি বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
তথ্যপ্রযুক্তি খাতকে সমৃদ্ধশালী উল্লেখ করে তিনি বলেন, কয়েকদিনের মধ্যে এ খাত থেকে প্রায় ৪ থেকে ৫ মিলিয়ন ডলার আয় হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক বাজারে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের চাহিদা বাড়ছে বলে জানান তিনি।
এ বছর ১৭টি প্যাভিলিয়নসহ মোট ৩৩১টি স্টল স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে লিজ দেয়া হয়েছে।
আগে, এটি আগারগাঁওয়ে অনুষ্ঠিত হত, তবে বিপুল সংখ্যক অংশগ্রহণকারী এবং দর্শনার্থীদের জন্য এটি খুব ছোট ছিল।
আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট প্রতিদিন সকাল ১০টায় খোলা হবে এবং বন্ধ হবে রাত ৯টায়। সরকারি ছুটির দিনে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।
এছাড়া, দর্শণার্থীরা অনলাইনে বুকিং করলেই টিকিটের ওপর ৫০ শতাংশ ছাড় পাবেন।
সরকার পরিবহন সুবিধা দিতে ৭০টি বিআরটিসি বাস এই পরিষেবাতে সংযুক্ত করেছে। এগুলো চলবে কুড়িল ফ্লাইওভার থেকে মেলাস্থল পর্যন্ত। ন্যূনতম ৩৫ টাকা ভাড়ায় এসব বাসে ভ্রমণ করতে পারবেন দর্শনার্থীরা।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রথম অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে। কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে মেলার আয়োজন করা সম্ভব হয়নি।
এবারের মেলায় ১০টি দেশের ব্যবসায়ীরা ১৭টি প্রতিষ্ঠান নিয়ে অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: নেপালে বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ
শেষ হলো ঢাকা বাণিজ্য মেলা, রপ্তানি আদেশ ১৬ মিলিয়ন মার্কিন ডলার